ETV Bharat / sports

জল্পনা মিথ্যে করে গুজরাতেই রয়ে গেলেন 'ক্যাপ্টেন' হার্দিক, শাকিব-লিটনদের ছেড়ে দিল নাইটরা - হার্দিক পান্ডিয়া

IPL 2024: 2022 আত্মপ্রকাশে গুজরাত টাইটান্সকে খেতাব এনে দেওয়া হার্দিক পান্ডিয়াকে নাকি মোটা টাকার বিনিময়ে ফিরিয়ে আনছে মুম্বই ইন্ডিয়ানস ৷ গত কয়েকদিন ধরে চলছিল জল্পনা ৷ যদিও রবিবার ক্রিকেটার ধরে রাখার প্রক্রিয়া শেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল না ৷ গুজরাত টাইটান্স তাদের অধিনায়ক হিসেবেই ধরে রাখল হার্দিককে ৷

IPL 2024
গুজরাতেই রয়ে গেলেন হার্দিক পান্ডিয়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 6:40 PM IST

মুম্বই, 26 নভেম্বর: আসন্ন আইপিএল মরশুমে কোন কোন ক্রিকেটারদের ধরে রাখছে ফ্র্যাঞ্চাইজিগুলো ৷ কর্তৃপক্ষের কাছে সেই তালিকা জমা দেওয়ার শেষ দিন ছিল রবিবার ৷ আপাত নিরীহ সেই ক্রিকেটার ধরে রাখার প্রক্রিয়া আচমকাই প্রাণ পেয়েছিল গত কয়েকদিন ধরে ৷ সৌজন্যে হার্দিক পান্ডিয়া ৷ 2022 আত্মপ্রকাশে গুজরাত টাইটান্সকে খেতাব এনে দেওয়া বরোদা অলরাউন্ডারকে নাকি মোটা টাকার বিনিময়ে ফিরিয়ে আনছে মুম্বই ইন্ডিয়ানস, এমনটাই শোনা যাচ্ছিল ৷ যদিও রবিবার ক্রিকেটার ধরে রাখার প্রক্রিয়া শেষে জল্পনায় সিলমোহর পড়ল না ৷ গুজরাত টাইটান্স তাদের অধিনায়ক হিসেবেই ধরে রাখল হার্দিককে ৷

তাহলে কি 2024 আইপিএলে গুজরাতের জার্সিতেই খেলবেন হার্দিক? না, তেমনটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ৷ 19 ডিসেম্বর পরবর্তী নিলামের আগে পর্যন্ত খোলা থাকছে আইপিএলের ট্রেড উইন্ডো ৷ সেই সময়কালের মধ্যে হার্দিক গুজরাত ছেড়ে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যেতেই পারেন ৷ তবে আপাতত পশ্চিমের রাজ্যটির ফ্র্যাঞ্চাইজির হয়েই রয়ে গেলেন বরোদা ক্রিকেটার ৷

যা খবর, তাতে পরবর্তী ট্রেড উইন্ডো কাজে লাগিয়ে হার্দিককে কোনও ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী হলে সেক্ষেত্রে সোয়াপ ডিলের পথে হাঁটবে গুজরাত ৷ অর্থাৎ, জাতীয় দলের অলরাউন্ডারকে দিয়ে অন্য কোনও ক্রিকেটারকে দলে নেবে তারা ৷ 2022 গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম মরশুমেই ফ্র্যাঞ্চাইজিকে ট্রফিজয়ের স্বাদ দিয়েছিলেন হার্দিক ৷ গত মরশুমে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স-আপ হয়ে থামতে হয়েছিল তাদের ৷

হার্দিক ছাড়াও ডেভিড মিলার, শুভমন গিল, ম্যাথু ওয়েড, কেন উইলিয়াসনদের মতো তারকা ক্রিকেটারদেরও ধরে রাখল জিটি ৷ তবে যশ দয়াল, ওডিয়ান স্মিথ, দাসুন শানাকা, আলজারি জোসেফকে ছেড়ে দিল তারা ৷ অন্যদিকে শাকিব আল হাসান, লকি ফার্গুসন, শার্দূল ঠাকুরের মত তারকাদের ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স ৷ তবে শ্রেয়স আইয়ার, জেসন রয়, নীতীশ রানা, রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রহমানউল্লাহ গুরবাজদের রেখে দিল নাইটরা ৷

আরও পড়ুন:

  1. ময়ঙ্ক ডাগর-শাহবাজকে বদল করল হায়দরাবাদ ও ব্যাঙ্গালোর
  2. বল হাতে ভারতীয় দলের ত্রাতা শামি এবার প্রাণরক্ষক
  3. শেষ ওভারে চাপ সামলানোর কৌশল শিখেছেন ধোনির থেকে, জানালেন রিংকু

মুম্বই, 26 নভেম্বর: আসন্ন আইপিএল মরশুমে কোন কোন ক্রিকেটারদের ধরে রাখছে ফ্র্যাঞ্চাইজিগুলো ৷ কর্তৃপক্ষের কাছে সেই তালিকা জমা দেওয়ার শেষ দিন ছিল রবিবার ৷ আপাত নিরীহ সেই ক্রিকেটার ধরে রাখার প্রক্রিয়া আচমকাই প্রাণ পেয়েছিল গত কয়েকদিন ধরে ৷ সৌজন্যে হার্দিক পান্ডিয়া ৷ 2022 আত্মপ্রকাশে গুজরাত টাইটান্সকে খেতাব এনে দেওয়া বরোদা অলরাউন্ডারকে নাকি মোটা টাকার বিনিময়ে ফিরিয়ে আনছে মুম্বই ইন্ডিয়ানস, এমনটাই শোনা যাচ্ছিল ৷ যদিও রবিবার ক্রিকেটার ধরে রাখার প্রক্রিয়া শেষে জল্পনায় সিলমোহর পড়ল না ৷ গুজরাত টাইটান্স তাদের অধিনায়ক হিসেবেই ধরে রাখল হার্দিককে ৷

তাহলে কি 2024 আইপিএলে গুজরাতের জার্সিতেই খেলবেন হার্দিক? না, তেমনটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ৷ 19 ডিসেম্বর পরবর্তী নিলামের আগে পর্যন্ত খোলা থাকছে আইপিএলের ট্রেড উইন্ডো ৷ সেই সময়কালের মধ্যে হার্দিক গুজরাত ছেড়ে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যেতেই পারেন ৷ তবে আপাতত পশ্চিমের রাজ্যটির ফ্র্যাঞ্চাইজির হয়েই রয়ে গেলেন বরোদা ক্রিকেটার ৷

যা খবর, তাতে পরবর্তী ট্রেড উইন্ডো কাজে লাগিয়ে হার্দিককে কোনও ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী হলে সেক্ষেত্রে সোয়াপ ডিলের পথে হাঁটবে গুজরাত ৷ অর্থাৎ, জাতীয় দলের অলরাউন্ডারকে দিয়ে অন্য কোনও ক্রিকেটারকে দলে নেবে তারা ৷ 2022 গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম মরশুমেই ফ্র্যাঞ্চাইজিকে ট্রফিজয়ের স্বাদ দিয়েছিলেন হার্দিক ৷ গত মরশুমে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স-আপ হয়ে থামতে হয়েছিল তাদের ৷

হার্দিক ছাড়াও ডেভিড মিলার, শুভমন গিল, ম্যাথু ওয়েড, কেন উইলিয়াসনদের মতো তারকা ক্রিকেটারদেরও ধরে রাখল জিটি ৷ তবে যশ দয়াল, ওডিয়ান স্মিথ, দাসুন শানাকা, আলজারি জোসেফকে ছেড়ে দিল তারা ৷ অন্যদিকে শাকিব আল হাসান, লকি ফার্গুসন, শার্দূল ঠাকুরের মত তারকাদের ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স ৷ তবে শ্রেয়স আইয়ার, জেসন রয়, নীতীশ রানা, রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রহমানউল্লাহ গুরবাজদের রেখে দিল নাইটরা ৷

আরও পড়ুন:

  1. ময়ঙ্ক ডাগর-শাহবাজকে বদল করল হায়দরাবাদ ও ব্যাঙ্গালোর
  2. বল হাতে ভারতীয় দলের ত্রাতা শামি এবার প্রাণরক্ষক
  3. শেষ ওভারে চাপ সামলানোর কৌশল শিখেছেন ধোনির থেকে, জানালেন রিংকু
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.