গুন্টুর (অন্ধ্রপ্রদেশ), 30 জুন: আইপিএল-এর পর ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অম্বাতি রায়ডু ৷ এবার তিনি নতুন ইনিংস শুরু করছেন ৷ তাও আবার রাজনীতির ময়দানে ৷ রায়ডু নিজে একথা জানিয়েছে ৷ বর্তমানে তিনি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বিভিন্ন এলাকায় ঘুরছেন ৷ সেখানকার মানুষের সঙ্গে কথা বলে, তাঁদের সমস্যার কথা জানার চেষ্টা করছেন ৷ অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রসে পার্টিতে যোগ দিতে পারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ৷ উল্লেখ্য, আইপিএল জেতার পর গত 8 জুন তিনি ট্রফি-সহ মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির সঙ্গে দেখা করেছিলেন ৷ তার পরেই অম্বাতি রায়ডুর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন শুরু হয় ৷
চেন্নাই সুপার কিংসের হয়ে গত 29 মে আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল খেতাব জিতেছেন অম্বাতি রায়ডু ৷ ফাইনালের আগেই তিনি ঘোষণা করেছিলেন, এটা তাঁর শেষ আইপিএল এবং ক্রিকেটের সব ফরম্যাট থেকেও অবসর ঘোষণা করেন তিনি ৷ তারপর গত 8 জুন ওয়াই এসআর কংগ্রেসের শীর্ষনেতা তথা মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে দেখা করেন রায়ডু ৷ সেই সময় থেকেই তাঁর রাজনীতিতে পদার্পণ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল ৷ সেই খবরেই এবার সিলমোহর দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ৷
-
Had a great meeting with honourable CM YS Jagan Mohan Reddy garu along with respected Rupa mam.and csk management to discuss the development of world class sports infrastructure and education for the underprivileged. Govt is developing a robust program for the youth of our state pic.twitter.com/iEwUTk7A8V
— ATR (@RayuduAmbati) June 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Had a great meeting with honourable CM YS Jagan Mohan Reddy garu along with respected Rupa mam.and csk management to discuss the development of world class sports infrastructure and education for the underprivileged. Govt is developing a robust program for the youth of our state pic.twitter.com/iEwUTk7A8V
— ATR (@RayuduAmbati) June 8, 2023Had a great meeting with honourable CM YS Jagan Mohan Reddy garu along with respected Rupa mam.and csk management to discuss the development of world class sports infrastructure and education for the underprivileged. Govt is developing a robust program for the youth of our state pic.twitter.com/iEwUTk7A8V
— ATR (@RayuduAmbati) June 8, 2023
রায়ডু তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার বিষয় নিয়ে বলেন, "আমি জনগণের সেবা করার জন্য শীঘ্রই অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে প্রবেশ করব ৷ তার আগে আমি মানুষের মনের কথা জানতে এবং তাদের সমস্যাগুলি বুঝতে জেলার বিভিন্ন প্রান্তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷"
স্থানীয় সংবাদ মাধ্য়মের খবর অনুযায়ী, বেশ কয়েকদিন ধরেই রায়ডু অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার প্রত্যন্ত এলাকগুলিতে ঘুরছেন ৷ সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলছেন ৷ উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে রায়ডু প্রথমে হায়দরাবাদের হয়ে খেলতেন ৷ পরবর্তী সময়ে অন্ধ্রপ্রদেশ থেকে তেলাঙ্গানা ভাগ হওয়ার পর, রায়ডু অন্ধ্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন ৷
এবার তাই অন্ধ্রপ্রদেশের সাধারণ মানুষের হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন অম্বাতি রায়ডু ৷ স্থানীয় রিপোর্ট অনুযায়ী, রায়ডু নিয়মিত গ্রামীণ এলাকায় গিয়ে সেখানকার মানুষজনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছেন ৷ সঙ্গে তাঁর একটি টিম রয়েছে ৷ মানুষের সঙ্গে কথা বলে, তাদের সমস্যার কথা শোনার পাশাপাশি, সেগুলির সমাধানে কী করা যেতে পারে ? সেই নিয়ে সাধারণ মানুষজনের থেকেই পরামর্শ নিচ্ছেন ৷ রায়ডুর তরফে জানানো হয়েছে, রাজনীতিতে আসার আগে তিনি তৃণমূল স্তরের পরিস্থিতি সম্পর্কে ভালো করে জানতে চান ৷ তবে, ওয়াইএসআর কংগ্রসে পার্টি থেকেই রাজনীতির সূচনা করবেন কিনা, সে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রায়ডু ৷
আরও পড়ুন: বিসিসিআই-এর প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে আগরকর-মনিন্দর