ETV Bharat / sports

Laxmi on Irani Trophy Team: ইরানি ট্রফির প্রথম একাদশে নেই সুদীপ-আকাশ দীপ, সমালোচনা লক্ষ্মীরতনের - Laxmi Ratan Shukla

ইরানি ট্রফির প্রথম একাদশে জায়গা পেলেন না বাংলার আকাশ দীপ এবং সুদীপ ঘরামি ৷ আর সেই নিয়েই নির্বাচক কমিটির সমালোচনায় সরব হলেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা (Laxmi on Irani Trophy Team) ৷

Laxmi on Irani Trophy Team ETV BHARAT
Laxmi on Irani Trophy Team
author img

By

Published : Mar 2, 2023, 6:59 AM IST

কলকাতা, 2 মার্চ: ফের বঞ্চনার শিকার বাংলার ক্রিকেটাররা ! ইরানি ট্রফিতে ভারতের অবশিষ্ট একাদশে ডাক পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, আকাশদীপ, মুকেশ কুমার ৷ কিন্তু, রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পাননি সুদীপ ঘরামি এবং আকাশ দীপ (Akash Deep and Sudip Gharami Did Not Get Place in Irani Trophy) ৷ কয়েকদিন আগে শেষ হওয়া রঞ্জি ট্রফিতে আটশোর বেশি রান করার পরেও সুদীপ ঘরামিকে কেন প্রথম একাদশে জায়গা দেওয়া হল না ? তা নিয়ে সরব হয়েছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla) ৷

একইভাবে রঞ্জি মরশুমে 40 উইকেট নেওয়ার পরেও আকাশ দীপ কেন প্রথম একাদশের বাইরে ? সেটাও বোধগম্য হচ্ছে না বাংলার কোচের ৷ কড়া সমালোচনা করেছেন বাংলার এই প্রাক্তন অধিনায়ক ৷ তিনি বলেছেন, "অবাক করার মতো দল বাছা হয়ছে ৷ আকাশ দীপ গত মাসে শেষ হওয়া রঞ্জি ট্রফিতে 40 উইকেট নিয়েছেন ৷ ফর্মে থাকা সুদীপ ঘরামি 800র বেশি রান করেছেন ৷ অথচ প্রথম একাদশ দু’জনকে বাইরে রেখে করা হল কীভাবে ?"

অথচ বাংলার ক্রিকেটারদের বাইরে রেখে যাদের প্রথম একাদশে নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে সৌরভ কুমার, উপেন্দ্র যাদব, যশ ধুল, বাবা ইন্দ্রজিৎ রঞ্জি ট্রফিতে সেভাবে নজর কাড়তে ব্যর্থ হয়েছেন ৷ সৌরভ কুমার উত্তরপ্রদেশের হয়ে পাঁচ ম্যাচে মাত্র 102 রান করেছেন ৷ উপেন্দ্র যাদব রেলওয়েস এর হয়ে সাত ম্যাচে 352 রান করেছেন ৷ দিল্লির হয়ে যশ ধুল ছয় ম্যাচে মাত্র 270 রান করেছেন ৷ তামিলনাড়ুর হয়ে বাবা ইন্দ্রজিৎ 7 ম্যাচে করেছেন 402 রান ৷

আরও পড়ুন: অ্যান্ডারসনকে সরিয়ে টেস্ট ক্রিকেটে ফের পয়লা নম্বর অশ্বিন

সেখানে 23 বছরের সুদীপ ঘরামি 10 ম্যাচে 803 রান করেছেন রঞ্জি মরশুমে ৷ 18 ইনিংসে 3 সেঞ্চুরি ছাড়া 5টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ৷ গড় 50 এর উপরে ৷ আর 26 বছরের আকাশ দীপ বাংলার হয়ে 10 ম্যাচ খেলে 40 টি উইকেট পেয়েছেন ৷ তিনবার 5 উইকেট নেওয়া ছাড়াও, একবার ম্যাচে 10 উইকেট পেয়েছেন আকাশ দীপ ৷ এই পারফরম্যান্সের পরেও প্রথম একাদশে তাঁর জায়গা হয়নি ৷ অথচ দিল্লির পেসার নবদীপ সাইনি একটি রঞ্জি ট্রফি ম্যাচ না খেলেও অবশিষ্ট ভারতের একাদশে ঢুকে পড়েছেন ৷

এই সব বিষয়গুলি নিয়েই সরব হয়েছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা ৷ নির্বাচক কমিটির কড়া সমালোচনা করে তিনি বলেন, “পুরোটাই হতাশজনক এবং এই ঘটনা একজন প্রতিভাবান ক্রিকেটারের কাঁধ ঝুকিয়ে দেয় ৷ নির্বাচকদের বিষয়টি চিন্তা করা উচিত ৷ মনে রাখা উচিত একজন ক্রিকেটার সবসময় মাঠে তাঁর সেরাটা নিংড়ে দেন ৷’’

কলকাতা, 2 মার্চ: ফের বঞ্চনার শিকার বাংলার ক্রিকেটাররা ! ইরানি ট্রফিতে ভারতের অবশিষ্ট একাদশে ডাক পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, আকাশদীপ, মুকেশ কুমার ৷ কিন্তু, রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পাননি সুদীপ ঘরামি এবং আকাশ দীপ (Akash Deep and Sudip Gharami Did Not Get Place in Irani Trophy) ৷ কয়েকদিন আগে শেষ হওয়া রঞ্জি ট্রফিতে আটশোর বেশি রান করার পরেও সুদীপ ঘরামিকে কেন প্রথম একাদশে জায়গা দেওয়া হল না ? তা নিয়ে সরব হয়েছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla) ৷

একইভাবে রঞ্জি মরশুমে 40 উইকেট নেওয়ার পরেও আকাশ দীপ কেন প্রথম একাদশের বাইরে ? সেটাও বোধগম্য হচ্ছে না বাংলার কোচের ৷ কড়া সমালোচনা করেছেন বাংলার এই প্রাক্তন অধিনায়ক ৷ তিনি বলেছেন, "অবাক করার মতো দল বাছা হয়ছে ৷ আকাশ দীপ গত মাসে শেষ হওয়া রঞ্জি ট্রফিতে 40 উইকেট নিয়েছেন ৷ ফর্মে থাকা সুদীপ ঘরামি 800র বেশি রান করেছেন ৷ অথচ প্রথম একাদশ দু’জনকে বাইরে রেখে করা হল কীভাবে ?"

অথচ বাংলার ক্রিকেটারদের বাইরে রেখে যাদের প্রথম একাদশে নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে সৌরভ কুমার, উপেন্দ্র যাদব, যশ ধুল, বাবা ইন্দ্রজিৎ রঞ্জি ট্রফিতে সেভাবে নজর কাড়তে ব্যর্থ হয়েছেন ৷ সৌরভ কুমার উত্তরপ্রদেশের হয়ে পাঁচ ম্যাচে মাত্র 102 রান করেছেন ৷ উপেন্দ্র যাদব রেলওয়েস এর হয়ে সাত ম্যাচে 352 রান করেছেন ৷ দিল্লির হয়ে যশ ধুল ছয় ম্যাচে মাত্র 270 রান করেছেন ৷ তামিলনাড়ুর হয়ে বাবা ইন্দ্রজিৎ 7 ম্যাচে করেছেন 402 রান ৷

আরও পড়ুন: অ্যান্ডারসনকে সরিয়ে টেস্ট ক্রিকেটে ফের পয়লা নম্বর অশ্বিন

সেখানে 23 বছরের সুদীপ ঘরামি 10 ম্যাচে 803 রান করেছেন রঞ্জি মরশুমে ৷ 18 ইনিংসে 3 সেঞ্চুরি ছাড়া 5টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ৷ গড় 50 এর উপরে ৷ আর 26 বছরের আকাশ দীপ বাংলার হয়ে 10 ম্যাচ খেলে 40 টি উইকেট পেয়েছেন ৷ তিনবার 5 উইকেট নেওয়া ছাড়াও, একবার ম্যাচে 10 উইকেট পেয়েছেন আকাশ দীপ ৷ এই পারফরম্যান্সের পরেও প্রথম একাদশে তাঁর জায়গা হয়নি ৷ অথচ দিল্লির পেসার নবদীপ সাইনি একটি রঞ্জি ট্রফি ম্যাচ না খেলেও অবশিষ্ট ভারতের একাদশে ঢুকে পড়েছেন ৷

এই সব বিষয়গুলি নিয়েই সরব হয়েছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা ৷ নির্বাচক কমিটির কড়া সমালোচনা করে তিনি বলেন, “পুরোটাই হতাশজনক এবং এই ঘটনা একজন প্রতিভাবান ক্রিকেটারের কাঁধ ঝুকিয়ে দেয় ৷ নির্বাচকদের বিষয়টি চিন্তা করা উচিত ৷ মনে রাখা উচিত একজন ক্রিকেটার সবসময় মাঠে তাঁর সেরাটা নিংড়ে দেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.