ETV Bharat / sports

India vs Afghanistan : 'আফগান বধ' করে বিরাট জয় ভারতের - India vs Afghanistan

ব্যাটারদের পর দুরন্ত ভারতীয় বোলাররা ৷ নিয়মিত উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে চাপে রাখেন বুমরা-অশ্বিনরা ৷

India vs Afghanistan Live
ভারতের বড় রানের জবাবে আফগানিস্তান 2 ওভারে 12/0
author img

By

Published : Nov 3, 2021, 9:45 PM IST

Updated : Nov 3, 2021, 11:09 PM IST

  • 18.2 ওভারে আফগানিস্তানের স্কোর 7 উইকেটে 126 ৷
  • 17 ওভার শেষে 109 রান তুলেছে আফগানিস্তান ৷ হারিয়েছে পাঁচটি উইকেট ৷
  • 15 ওভার শেষে পাঁচ উইকেটে 88 রান তুলেছে আফগানিস্তান ৷ অর্থাৎ চলতি টি-20 বিশ্বকাপে বিরাটদের প্রথম জয় শুধু সময়ের অপেক্ষা ৷
  • আফগানিস্তানের পঞ্চম উইকেটের পতন ৷ 70 রানে পাঁচ উইকেট হারাল নবিরা ৷
  • 10 ওভার শেষে চার উইকেট হারিয়ে মাত্র 61 রান তুলেছে আফগানিস্তান ৷ ম্যাচ জিততে আফগানদের দরকার 60 বলে 150 রান ৷
  • 9 ওভার শেষে তিন উইকেটে 58 রান তুলেছে আফগানিস্তান
  • আক্রমণে এসেই গুরবাজকে ডাগ-আউটে ফেরান রবীন্দ্র জাদেজা ৷ 48 রানে তিন উইকেট হারায় আফগানিস্তান ৷
  • পান্ডিয়া ইন অ্য়াকশন ৷ প্রথম ওভারে 8 রান দিলেন তিনি ৷ পাওয়ার প্লে-তে আফগানিস্তান 47/2 ৷
  • রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে ঝড় ৷ পঞ্চম ওভারে 21 রান খরচ করলেন শামি ৷
  • দু'বলে 2 উইকেট হারাল আফগানিস্তান ৷ তৃতীয় ওভারের শেষ বলে শামি শাহজাদকে ফেরানোর পর চতুর্থ ওভারের প্রথম বলে হজরতুল্লাহকে ফেরালেন বুমরা ৷ 4 ওভারে 17/2 আফগানিস্তান ৷
  • বিরাটদের বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে 2 ওভার শেষে আফগানিস্তান 12/0 ৷

  • 18.2 ওভারে আফগানিস্তানের স্কোর 7 উইকেটে 126 ৷
  • 17 ওভার শেষে 109 রান তুলেছে আফগানিস্তান ৷ হারিয়েছে পাঁচটি উইকেট ৷
  • 15 ওভার শেষে পাঁচ উইকেটে 88 রান তুলেছে আফগানিস্তান ৷ অর্থাৎ চলতি টি-20 বিশ্বকাপে বিরাটদের প্রথম জয় শুধু সময়ের অপেক্ষা ৷
  • আফগানিস্তানের পঞ্চম উইকেটের পতন ৷ 70 রানে পাঁচ উইকেট হারাল নবিরা ৷
  • 10 ওভার শেষে চার উইকেট হারিয়ে মাত্র 61 রান তুলেছে আফগানিস্তান ৷ ম্যাচ জিততে আফগানদের দরকার 60 বলে 150 রান ৷
  • 9 ওভার শেষে তিন উইকেটে 58 রান তুলেছে আফগানিস্তান
  • আক্রমণে এসেই গুরবাজকে ডাগ-আউটে ফেরান রবীন্দ্র জাদেজা ৷ 48 রানে তিন উইকেট হারায় আফগানিস্তান ৷
  • পান্ডিয়া ইন অ্য়াকশন ৷ প্রথম ওভারে 8 রান দিলেন তিনি ৷ পাওয়ার প্লে-তে আফগানিস্তান 47/2 ৷
  • রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে ঝড় ৷ পঞ্চম ওভারে 21 রান খরচ করলেন শামি ৷
  • দু'বলে 2 উইকেট হারাল আফগানিস্তান ৷ তৃতীয় ওভারের শেষ বলে শামি শাহজাদকে ফেরানোর পর চতুর্থ ওভারের প্রথম বলে হজরতুল্লাহকে ফেরালেন বুমরা ৷ 4 ওভারে 17/2 আফগানিস্তান ৷
  • বিরাটদের বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে 2 ওভার শেষে আফগানিস্তান 12/0 ৷
Last Updated : Nov 3, 2021, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.