ETV Bharat / sports

টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ড যাচ্ছেন বাংলার ঈশ্বরণ

তিনজন নিয়মিত ওপেনারের সঙ্গে অভিমন্যু ঈশ্বরণকেও ইংল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে যাতে সিনিয়রদের সঙ্গে থেকে নিজেকে আরও ঝালাই করতে পারেন ৷ না হলে রোহিত শর্মা, শুভমন গিল এবং ময়ঙ্ক আগরওয়ালরা থাকতে ভারতীয় দলে ঈশ্বরণের জায়গা পাওয়াটা বেশ মুশকিল ৷

author img

By

Published : May 7, 2021, 10:55 PM IST

Abhimanyu Easwaran
Abhimanyu Easwaran

কলকাতা, 7 মে : 18 জুন সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৷ সেই ম্যাচের জন্য ঘোষিত দলে ডাক পেলেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ ৷ তবে প্রথম দলে নয় ৷ স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে ডাক পেয়েছেন তিনি ৷ কোহলির দলের সঙ্গে ইংল্যান্ড যাওয়ার সুযোগকে পুরোমাত্রায় কাজে লাগাতে চাইবেন বঙ্গ ক্রিকেটার ৷

আদতে দেরাদুনের ছেলে অভিমন্যু ঈশ্বরণ বাংলা দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ৷ 2018-19 মরসুমে রণজি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন তিনিই ৷ ভারতীয় দল ঘোষিত হওয়ার আগে প্রায়শই নির্বাচকদের মুখে উঠে আসে ঈশ্বরণের নাম ৷ 25 বছরের বাংলার সেই ক্রিকেটার ইংল্যান্ডে যাচ্ছেন ওপেনিং বিকল্প হিসেবে ৷ 2011 সালে ভারত যখন বিশ্বকাপ জেতে অভিমন্যুর বয়স তখন 15 বছর ৷ ডানহাতি এই ব্যাটসম্যান ব্যাটিংয়ের পাশাপাশি লেগব্রেক বোলিংটাও করতে পারেন ৷

আরও পড়ুন : ফিরলেন শামি-জাদেজা, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা

তিনজন নিয়মিত ওপেনারের সঙ্গে অভিমন্যু ঈশ্বরণকেও ইংল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে যাতে সিনিয়রদের সঙ্গে থেকে নিজেকে আরও ঝালাই করতে পারেন ৷ না হলে রোহিত শর্মা, শুভমন গিল এবং ময়ঙ্ক আগরওয়ালরা থাকতে ভারতীয় দলে ঈশ্বরণের জায়গা পাওয়াটা বেশ মুশকিল ৷ 64টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ঈশ্বরণ এর আগেও ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন ৷ দেশের মাটিতে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে তাঁকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল ৷ এছাড়া ভারতীয় 'এ' দলেও জায়গা পান ৷ 2019-20 দলীপ ট্রফিতে ভারতীয় রেড দলে জায়গা পান ৷ টুর্নামেন্টের ফাইনালে ভারতীয় গ্রিন দলের বিরুদ্ধে খেলেছিলেন 153 রানের ইনিংস ৷

কলকাতা, 7 মে : 18 জুন সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৷ সেই ম্যাচের জন্য ঘোষিত দলে ডাক পেলেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ ৷ তবে প্রথম দলে নয় ৷ স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে ডাক পেয়েছেন তিনি ৷ কোহলির দলের সঙ্গে ইংল্যান্ড যাওয়ার সুযোগকে পুরোমাত্রায় কাজে লাগাতে চাইবেন বঙ্গ ক্রিকেটার ৷

আদতে দেরাদুনের ছেলে অভিমন্যু ঈশ্বরণ বাংলা দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ৷ 2018-19 মরসুমে রণজি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন তিনিই ৷ ভারতীয় দল ঘোষিত হওয়ার আগে প্রায়শই নির্বাচকদের মুখে উঠে আসে ঈশ্বরণের নাম ৷ 25 বছরের বাংলার সেই ক্রিকেটার ইংল্যান্ডে যাচ্ছেন ওপেনিং বিকল্প হিসেবে ৷ 2011 সালে ভারত যখন বিশ্বকাপ জেতে অভিমন্যুর বয়স তখন 15 বছর ৷ ডানহাতি এই ব্যাটসম্যান ব্যাটিংয়ের পাশাপাশি লেগব্রেক বোলিংটাও করতে পারেন ৷

আরও পড়ুন : ফিরলেন শামি-জাদেজা, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা

তিনজন নিয়মিত ওপেনারের সঙ্গে অভিমন্যু ঈশ্বরণকেও ইংল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে যাতে সিনিয়রদের সঙ্গে থেকে নিজেকে আরও ঝালাই করতে পারেন ৷ না হলে রোহিত শর্মা, শুভমন গিল এবং ময়ঙ্ক আগরওয়ালরা থাকতে ভারতীয় দলে ঈশ্বরণের জায়গা পাওয়াটা বেশ মুশকিল ৷ 64টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ঈশ্বরণ এর আগেও ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন ৷ দেশের মাটিতে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে তাঁকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল ৷ এছাড়া ভারতীয় 'এ' দলেও জায়গা পান ৷ 2019-20 দলীপ ট্রফিতে ভারতীয় রেড দলে জায়গা পান ৷ টুর্নামেন্টের ফাইনালে ভারতীয় গ্রিন দলের বিরুদ্ধে খেলেছিলেন 153 রানের ইনিংস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.