ETV Bharat / sports

বিসিসিআই-র বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

করোনা পরিস্থিতির মধ্য়ে আইপিএল আয়োজন করায় বিসিসিআই এর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হল ৷ বোম্বে হাইকোর্টে 1 হাজার কোটি টাকা জরিমানা করার আবেদন জানিয়ে এই মামলা দায়ের হয়েছে ৷ বৃহস্পতিবার এই মামলার শুনানি শুরু হবে ৷

a-public-interest-litigation-was-filed-in-the-bombay-high-court-against-the-bcci
বিসিসিআই-র বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের
author img

By

Published : May 5, 2021, 3:27 PM IST

মুম্বই, 5 মে : বোম্বে হাইকোর্টে বিসিসিআই এর বিরুদ্ধে 1 হাজার কোটি টাকার জরিমানা ধার্য করার আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল ৷ করোনা পরিস্থিতির মধ্যেও কীভাবে বিসিসিআই আইপিএল আয়োজন করল? সেই অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু হয়েছে ৷ যেখানে বিসিসিআই এর বিরুদ্ধে অব্যবস্থাপনা এবং অবহেলার অভিযোগ আনা হয়েছে ৷ সেই সঙ্গে জরিমানার অর্থ এবং আইপিএলের লভ্যাংশ করোনা আক্রান্তদের চিকিৎসা সহ প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেন কেনার জন্য যাতে ব্যবহার করা যায়, আদলতে সেই আর্জিও জানানো হয়েছে মামলাকারীর তরফে ৷

আরও পড়ুন : আইপিএল স্থগিত, ভারতে টি-20 বিশ্বকাপের কী হবে ? সিদ্ধান্ত জুলাইয়ে

বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সিএস কুলকার্নির ডিভিশন বেঞ্চ আগামী বৃহস্পতিবার এই মামলা শুনবেন ৷ প্রসঙ্গত, মামলাকারীর আইনজীবী আদালতে তাঁর বক্তব্য পেশের সময়, একাধিক মিডিয়া রিপোর্ট তুলে ধরেছিলেন ৷ যেখানে বলা হয়েছিল, আইপিএলের বাকি সব ম্যাচ মুম্বইতে আয়োজিত করা হতে পারে ৷ কিন্তু, পরবর্তী সময়ে একাধিক ক্রিকেটার একের পর এক করোনা আক্রান্ত হওয়ায় বিসিসিআই আইপিএল বাতিল করার সিদ্ধান্ত নেয় ৷

মুম্বই, 5 মে : বোম্বে হাইকোর্টে বিসিসিআই এর বিরুদ্ধে 1 হাজার কোটি টাকার জরিমানা ধার্য করার আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল ৷ করোনা পরিস্থিতির মধ্যেও কীভাবে বিসিসিআই আইপিএল আয়োজন করল? সেই অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু হয়েছে ৷ যেখানে বিসিসিআই এর বিরুদ্ধে অব্যবস্থাপনা এবং অবহেলার অভিযোগ আনা হয়েছে ৷ সেই সঙ্গে জরিমানার অর্থ এবং আইপিএলের লভ্যাংশ করোনা আক্রান্তদের চিকিৎসা সহ প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেন কেনার জন্য যাতে ব্যবহার করা যায়, আদলতে সেই আর্জিও জানানো হয়েছে মামলাকারীর তরফে ৷

আরও পড়ুন : আইপিএল স্থগিত, ভারতে টি-20 বিশ্বকাপের কী হবে ? সিদ্ধান্ত জুলাইয়ে

বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সিএস কুলকার্নির ডিভিশন বেঞ্চ আগামী বৃহস্পতিবার এই মামলা শুনবেন ৷ প্রসঙ্গত, মামলাকারীর আইনজীবী আদালতে তাঁর বক্তব্য পেশের সময়, একাধিক মিডিয়া রিপোর্ট তুলে ধরেছিলেন ৷ যেখানে বলা হয়েছিল, আইপিএলের বাকি সব ম্যাচ মুম্বইতে আয়োজিত করা হতে পারে ৷ কিন্তু, পরবর্তী সময়ে একাধিক ক্রিকেটার একের পর এক করোনা আক্রান্ত হওয়ায় বিসিসিআই আইপিএল বাতিল করার সিদ্ধান্ত নেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.