ETV Bharat / sports

IND vs SL : টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, আজ জিতলেই সিরিজ় পকেটে ধাওয়ানদের

author img

By

Published : Jul 20, 2021, 3:16 PM IST

Updated : Jul 20, 2021, 3:38 PM IST

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথম একাদশ অপরিবর্তিত রেখে মাঠে নেমেছে ভারত ৷

IND vs SL
IND vs SL

কলম্বো, 20 জুলাই : শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নেমেছে ভারত ৷ গত ম্যাচের মতো আজ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন সনাকা ৷ প্রথম ওডিআই জিতে সিরিজ়ে এগিয়ে থাকা ভারতীয় দল চাইছে আজ জিতে সিরিজ়ের ফয়সালা করে ফেলতে ৷ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথম একাদশ অপরিবর্তিত রেখে মাঠে নেমেছে ভারত ৷

ভারতীয় দল অপরিবর্তিত থাকলেও শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন করা হয়েছে ৷ ইসরু উদানার জায়গায় এসেছেন কাসুন রাজিতা ৷ গত ম্যাচের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক শিখর ধাওয়ান ৷ তিনি বলেছেন, "বোলাররা বিপক্ষকে 260 রানে আটকে দিয়ে দারুণ কাজ করেছিল ৷ স্পিনাররা অসাধারণ পারফরম্যান্স করেছে ৷ পরিস্থিতি অনুযায়ী আমি ব্যাট করেছি ৷ আমি স্ট্রাইট রোটেট করার দিকে মনোযোগ দিয়েছিলাম ৷ কারণ উল্টোদিকের ব্যাটসম্যানরা দারুণ ব্যাট করছিল ৷ তাই দল অপরিবর্তিত রেখেই আজ মাঠে নামছি ৷"

আরও পড়ুন : Tokyo Olympics : বাড়ছে উদ্বেগ, করোনা আক্রান্ত এবার স্বেচ্ছাসেবক

শ্রীলঙ্কার হয়ে ইনিংসের সূচনায় নেমেছেন অভিস্কা ফার্নান্দো এবং মিনোদ ভানুকা ৷ বল করতে নেমেছেন ভুবনেশ্বর কুমার ৷ গত ম্যাচে ভুবি উইকেট তুলতে পারেননি ৷ পাওয়ার প্লে-তে উইকেট নেওয়ার সুযোগ এলেও তা কাজে আসেনি ৷ ভানুকার ক্যাচ মিস করেন মণীশ পাণ্ডে ৷

কলম্বো, 20 জুলাই : শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নেমেছে ভারত ৷ গত ম্যাচের মতো আজ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন সনাকা ৷ প্রথম ওডিআই জিতে সিরিজ়ে এগিয়ে থাকা ভারতীয় দল চাইছে আজ জিতে সিরিজ়ের ফয়সালা করে ফেলতে ৷ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথম একাদশ অপরিবর্তিত রেখে মাঠে নেমেছে ভারত ৷

ভারতীয় দল অপরিবর্তিত থাকলেও শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন করা হয়েছে ৷ ইসরু উদানার জায়গায় এসেছেন কাসুন রাজিতা ৷ গত ম্যাচের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক শিখর ধাওয়ান ৷ তিনি বলেছেন, "বোলাররা বিপক্ষকে 260 রানে আটকে দিয়ে দারুণ কাজ করেছিল ৷ স্পিনাররা অসাধারণ পারফরম্যান্স করেছে ৷ পরিস্থিতি অনুযায়ী আমি ব্যাট করেছি ৷ আমি স্ট্রাইট রোটেট করার দিকে মনোযোগ দিয়েছিলাম ৷ কারণ উল্টোদিকের ব্যাটসম্যানরা দারুণ ব্যাট করছিল ৷ তাই দল অপরিবর্তিত রেখেই আজ মাঠে নামছি ৷"

আরও পড়ুন : Tokyo Olympics : বাড়ছে উদ্বেগ, করোনা আক্রান্ত এবার স্বেচ্ছাসেবক

শ্রীলঙ্কার হয়ে ইনিংসের সূচনায় নেমেছেন অভিস্কা ফার্নান্দো এবং মিনোদ ভানুকা ৷ বল করতে নেমেছেন ভুবনেশ্বর কুমার ৷ গত ম্যাচে ভুবি উইকেট তুলতে পারেননি ৷ পাওয়ার প্লে-তে উইকেট নেওয়ার সুযোগ এলেও তা কাজে আসেনি ৷ ভানুকার ক্যাচ মিস করেন মণীশ পাণ্ডে ৷

Last Updated : Jul 20, 2021, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.