ETV Bharat / sports

অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন খেতাব জয় তাই জ়ু ইং ও ভিক্টর অ্যাক্সেলসনের

author img

By

Published : Mar 16, 2020, 3:25 AM IST

44 মিনিটের লড়াইয়েই চ্যাম্পিয়ন হলেন তাই জ়ু ৷ স্ট্রেট সেটে হারালেন চিনা প্রতিদ্বন্ধীকে ৷ খেলার ফলাফল 21-19, 21-15 ৷ যদিও প্রথম গেমে তুল্যমূল্য লড়াই হয় ৷ কিন্তু শেষ হাসি হাসেন তাই জ়ু ৷ তবে দ্বিতীয় গেমে প্রতিদ্বন্দ্বীকে মাথাচড়া দিতে দেননি তাইওয়ানের এই শাটলার ৷

image
অল ইংল্যান্ড ওপেন

ব্রিমিংহাম, 16 মার্চ : মহিলা সিঙ্গল অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন খেতাব জয় করলেন তাইওয়ানের শাটলার তাই জ়ু ইং ৷ একই সঙ্গে কেরিয়ারের তৃতীয় খেতাব জয় করলেন তিনি ৷ ফাইনালে হারালেন চিনের চেন ইউফেইকে ৷

মাত্র 44 মিনিটের লড়াইয়েই চ্যাম্পিয়ন হলেন তাই জ়ু ৷ স্ট্রেট সেটে হারালের চিনা প্রতিদ্বন্ধীকে ৷ খেলার ফলাফল 21-19, 21-15 ৷ যদিও প্রথম গেমে তুল্যমূল্য লড়াই হয় ৷ কিন্তু শেষ হাসি হাসেন তাই জ়ু ৷ তবে দ্বিতীয় গেমে প্রতিদ্বন্দ্বীকে মাথাচড়া দিতে দেননি তাইওয়ানের এই শাটলার ৷

image
খেতাব হাতে অ্যালেক্সসন

অন্যদিকে, পুরুষদের ফাইনালে তাইওয়ানের চৌ তিয়েন-চেনকে দু'সেটের লড়াইয়ে হারিয়ে খেতাব জয় করেন ভিক্টর অ্যাক্সেলসন ৷ খেলার ফলাফল 21-13, 21-14 ৷ বিশ্বের দুই নম্বর শাটলার তিয়েন-চেনকে কোনও সুযোগই দেননি অ্যালেক্সসন ৷ এটাই অ্যালেক্সসনের প্রথম অল ইংল্যান্ড খেতাব জয় ৷

এদিকে শুক্রবারই পিভি সিন্ধু হারার সঙ্গে সঙ্গেই প্রতিযোগিতায় ভারতের যাবতীয় আশা শেষ হয়ে যায় ৷ কোয়ার্টার ফাইনালে জাপানী প্রতিদ্বন্ধী নোজোমি ওকুহারার কাছে 21-12, 15-21, 13-21 সেটে হারেন সিন্ধু ৷

ব্রিমিংহাম, 16 মার্চ : মহিলা সিঙ্গল অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন খেতাব জয় করলেন তাইওয়ানের শাটলার তাই জ়ু ইং ৷ একই সঙ্গে কেরিয়ারের তৃতীয় খেতাব জয় করলেন তিনি ৷ ফাইনালে হারালেন চিনের চেন ইউফেইকে ৷

মাত্র 44 মিনিটের লড়াইয়েই চ্যাম্পিয়ন হলেন তাই জ়ু ৷ স্ট্রেট সেটে হারালের চিনা প্রতিদ্বন্ধীকে ৷ খেলার ফলাফল 21-19, 21-15 ৷ যদিও প্রথম গেমে তুল্যমূল্য লড়াই হয় ৷ কিন্তু শেষ হাসি হাসেন তাই জ়ু ৷ তবে দ্বিতীয় গেমে প্রতিদ্বন্দ্বীকে মাথাচড়া দিতে দেননি তাইওয়ানের এই শাটলার ৷

image
খেতাব হাতে অ্যালেক্সসন

অন্যদিকে, পুরুষদের ফাইনালে তাইওয়ানের চৌ তিয়েন-চেনকে দু'সেটের লড়াইয়ে হারিয়ে খেতাব জয় করেন ভিক্টর অ্যাক্সেলসন ৷ খেলার ফলাফল 21-13, 21-14 ৷ বিশ্বের দুই নম্বর শাটলার তিয়েন-চেনকে কোনও সুযোগই দেননি অ্যালেক্সসন ৷ এটাই অ্যালেক্সসনের প্রথম অল ইংল্যান্ড খেতাব জয় ৷

এদিকে শুক্রবারই পিভি সিন্ধু হারার সঙ্গে সঙ্গেই প্রতিযোগিতায় ভারতের যাবতীয় আশা শেষ হয়ে যায় ৷ কোয়ার্টার ফাইনালে জাপানী প্রতিদ্বন্ধী নোজোমি ওকুহারার কাছে 21-12, 15-21, 13-21 সেটে হারেন সিন্ধু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.