ETV Bharat / sports

BWF world championship : লক্ষ্য 'বধ' করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে শ্রীকান্ত - lakshya sen and kidambi srikanth secure medals on bwf world championship

অল ইন্ডিয়ান সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন কিদাম্বি শ্রীকান্ত এবং লক্ষ্য সেন (Lakshya vs Srikanth ) ৷ লক্ষ্য সেনকে হারিয়ে ফাইনালের টিকিট আদায় করলেন কিদাম্বি শ্রীকান্ত ৷ এই প্রথম কোনও ভারতীয় পুরুষ শাটলার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF world championship) সেমিফাইনাল ও ফাইনাল খেললেন ৷

World Championships
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে শ্রীকান্ত
author img

By

Published : Dec 19, 2021, 8:27 AM IST

হুয়েলভা (স্পেন), 19 ডিসেম্বর : যাঁর উপর সকলের নজর ছিল, সেই পিভি সিন্ধু কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন ৷ সিন্ধু হারলেও ইতিহাস গড়েছেন দেশের দুই পুরুষ শাটলার ৷ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের অল ইন্ডিয়ান সেমিফাইনালে লক্ষ্যকে হারালেন শ্রীকান্ত ৷ সেমিফাইনালে পা রেখেই জোড়া পদক নিশ্চিত করেছিলেন ভারতের দুই শাটলার (lakshya sen and kidambi srikanth secure medals on bwf world championship) ৷

লক্ষ্য সেনকে 17-21 21-14 21-17 পরাস্ত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন শ্রীকান্ত (Srikanth beaths Lakshya in semi of BWF) । উত্তরাখণ্ডের আলমোড়ার বাঙালি ছেলে লক্ষ্য সেন (Lakshya Sen) এই প্রথমবার সিনিয়র বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF world championship) অংশ নিয়েছেন ৷ প্রথম চেষ্টাতেই বাজিমাত করেছিলেন 20 বছরের এই শাটলার ৷ সেমিফাইনালেও ভাল শুরু করেছিলেন ৷ প্রথম সেট পকেটে পুরলেও শ্রীকান্তের অভিজ্ঞতার কাছে হার মানলেন তরুণ লক্ষ্য ৷

আরও পড়ুন : ফের কাঁটা তাই জু, কোয়ার্টারে হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দৌড় থামল সিন্ধুর

অতীতে সিঙ্গলসে দেশের মাত্র দু'জন পুরুষ শাটলার এই প্রতিযোগিতা থেকে পদক জিতেছেন ৷ প্রকাশ পাড়ুকোন এবং সাই প্রণীত ৷ তবে দু'জনের ঝুলিতেই রয়েছে ব্রোঞ্জ ৷

হুয়েলভা (স্পেন), 19 ডিসেম্বর : যাঁর উপর সকলের নজর ছিল, সেই পিভি সিন্ধু কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন ৷ সিন্ধু হারলেও ইতিহাস গড়েছেন দেশের দুই পুরুষ শাটলার ৷ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের অল ইন্ডিয়ান সেমিফাইনালে লক্ষ্যকে হারালেন শ্রীকান্ত ৷ সেমিফাইনালে পা রেখেই জোড়া পদক নিশ্চিত করেছিলেন ভারতের দুই শাটলার (lakshya sen and kidambi srikanth secure medals on bwf world championship) ৷

লক্ষ্য সেনকে 17-21 21-14 21-17 পরাস্ত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন শ্রীকান্ত (Srikanth beaths Lakshya in semi of BWF) । উত্তরাখণ্ডের আলমোড়ার বাঙালি ছেলে লক্ষ্য সেন (Lakshya Sen) এই প্রথমবার সিনিয়র বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF world championship) অংশ নিয়েছেন ৷ প্রথম চেষ্টাতেই বাজিমাত করেছিলেন 20 বছরের এই শাটলার ৷ সেমিফাইনালেও ভাল শুরু করেছিলেন ৷ প্রথম সেট পকেটে পুরলেও শ্রীকান্তের অভিজ্ঞতার কাছে হার মানলেন তরুণ লক্ষ্য ৷

আরও পড়ুন : ফের কাঁটা তাই জু, কোয়ার্টারে হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দৌড় থামল সিন্ধুর

অতীতে সিঙ্গলসে দেশের মাত্র দু'জন পুরুষ শাটলার এই প্রতিযোগিতা থেকে পদক জিতেছেন ৷ প্রকাশ পাড়ুকোন এবং সাই প্রণীত ৷ তবে দু'জনের ঝুলিতেই রয়েছে ব্রোঞ্জ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.