ETV Bharat / sports

PV Sindhu Wins Silver : অব্যাহত ট্রফি খরা, ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে খেতাব হাতছাড়া সিন্ধুর - অব্যাহত ট্রফি খরা, ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে খেতাব হাতছাড়া সিন্ধুর

19 বছরের কোরিয়ান শাটলার আন সে ইয়ং'য়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ হল দু'বারের অলিম্পিকস পদকজয়ীর (PV Sindhu loses to An Se Young in BWF World Tour Finals) ৷ 40 মিনিটের লড়াইয়ে কোরিয়ার টিন-এজ প্রতিদ্বন্দ্বীর কাছে স্ট্রেট সেটে হার মানলেন টোকিও অলিম্পিকসের ব্রোঞ্জজয়ী ৷

PV Sindhu Wins Silver
অব্যাহত ট্রফি খরা, ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে খেতাব হাতছাড়া সিন্ধুর
author img

By

Published : Dec 5, 2021, 4:08 PM IST

বালি (ইন্দোনেশিয়া), 5 ডিসেম্বর : দ্বিতীয় ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেতাবের অদূরেই থামতে হল পুসারলা ভেঙ্কট সিন্ধুকে ৷ 19 বছরের কোরিয়ান শাটলার আন সে ইয়ং'য়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ হল দু'বারের অলিম্পিকস পদকজয়ীর (PV Sindhu loses to An Se Young in BWF World Tour Finals) ৷ 40 মিনিটের লড়াইয়ে কোরিয়ার টিন-এজ প্রতিদ্বন্দ্বীর কাছে স্ট্রেট সেটে হার মানলেন টোকিও অলিম্পিকসের ব্রোঞ্জজয়ী ৷ এই নিয়ে তিনবারের সাক্ষাতে তিনবারই ইয়ং'য়ের কাছে স্ট্রেট গেমে হারলেন হায়দরাবাদি শাটলার ৷

বিশ্বের ছ'নম্বর কোরিয়ান শাটলারের বিরুদ্ধে এদিন কোনওভাবেই এঁটে উঠতে পারেননি সিন্ধু ৷ ভারতীয় শাটলারের বিরুদ্ধে ম্যাচের ফল 16-21, 12-21 ৷ বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধুকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা শাটলার হিসেবে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেতাব জিতলেন ইয়ং (An Se Young becomes the first ever South Korean woman to win the title) ৷ গত দু'সপ্তাহে ইন্দোনেশিয়ার মাটিতে ইন্দোনেশিয়ান মাস্টার্স এবং ইন্দোনেশিয়ান ওপেন জয়ের পর এই নিয়ে খেতাবের হ্যাটট্রিক করলেন কোরিয়ান শাটলার ৷

টুর্নামেন্টে এই নিয়ে তৃতীয়বার ফাইনালে প্রবেশ করেছিলেন দু'বারের অলিম্পিকস পদকজয়ী ভারতীয় শাটলার ৷ কিন্তু শুরু থেকেই নিরাপদ ব্যবধান তৈরি করে নিতে থাকেন সিন্ধুর প্রতিদ্বন্দ্বী ৷ একসময় প্রথম গেমে 16-8 ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন ইয়ং ৷ চারটি গেম পয়েন্ট রক্ষা করলেও শেষরক্ষা করতে পারেননি সিন্ধু ৷ 16-21 ব্যবধানে প্রথম সেট হাতছাড়া হয় তাঁর ৷

আরও পড়ুন : Tokyo Olympics : আরতির থালা সাজিয়ে সিন্ধু-বরণ হায়দরাবাদের বাড়িতে

দ্বিতীয় গেমে একসময় 5-4 এগিয়ে ছিলেন সিন্ধু ৷ কিন্তু হঠাৎই সিন্ধুর গতিরোধ করে 11-8 ব্যবধানে এগিয়ে বিরতিতে যান ইয়ং ৷ বিরতির পর আর ম্য়াচে ফেরা হয়নি সিন্ধুর ৷ 15-8 ব্যবধান বাড়িয়ে নিয়ে খেতাব কার্যত নিশ্চিত করে ফেলেন কোরিয়ার টিন-এজ শাটলার ৷ শেষ পর্যন্ত দ্বিতীয় গেমে 21-12 ব্যবধানে সিন্ধুকে হারিয়ে খেতাব নিশ্চিত করেন ইয়ং ৷

2019 বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে শেষ খেতাব এসেছিল সিন্ধুর ঘরে ৷ এরপর দু'বছর খেতাবহীন সিন্ধু ৷ 12 ডিসেম্বর থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খেতাব ধরে রাখার লক্ষ্যে নামছেন বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু ৷

বালি (ইন্দোনেশিয়া), 5 ডিসেম্বর : দ্বিতীয় ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেতাবের অদূরেই থামতে হল পুসারলা ভেঙ্কট সিন্ধুকে ৷ 19 বছরের কোরিয়ান শাটলার আন সে ইয়ং'য়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ হল দু'বারের অলিম্পিকস পদকজয়ীর (PV Sindhu loses to An Se Young in BWF World Tour Finals) ৷ 40 মিনিটের লড়াইয়ে কোরিয়ার টিন-এজ প্রতিদ্বন্দ্বীর কাছে স্ট্রেট সেটে হার মানলেন টোকিও অলিম্পিকসের ব্রোঞ্জজয়ী ৷ এই নিয়ে তিনবারের সাক্ষাতে তিনবারই ইয়ং'য়ের কাছে স্ট্রেট গেমে হারলেন হায়দরাবাদি শাটলার ৷

বিশ্বের ছ'নম্বর কোরিয়ান শাটলারের বিরুদ্ধে এদিন কোনওভাবেই এঁটে উঠতে পারেননি সিন্ধু ৷ ভারতীয় শাটলারের বিরুদ্ধে ম্যাচের ফল 16-21, 12-21 ৷ বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধুকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা শাটলার হিসেবে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেতাব জিতলেন ইয়ং (An Se Young becomes the first ever South Korean woman to win the title) ৷ গত দু'সপ্তাহে ইন্দোনেশিয়ার মাটিতে ইন্দোনেশিয়ান মাস্টার্স এবং ইন্দোনেশিয়ান ওপেন জয়ের পর এই নিয়ে খেতাবের হ্যাটট্রিক করলেন কোরিয়ান শাটলার ৷

টুর্নামেন্টে এই নিয়ে তৃতীয়বার ফাইনালে প্রবেশ করেছিলেন দু'বারের অলিম্পিকস পদকজয়ী ভারতীয় শাটলার ৷ কিন্তু শুরু থেকেই নিরাপদ ব্যবধান তৈরি করে নিতে থাকেন সিন্ধুর প্রতিদ্বন্দ্বী ৷ একসময় প্রথম গেমে 16-8 ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন ইয়ং ৷ চারটি গেম পয়েন্ট রক্ষা করলেও শেষরক্ষা করতে পারেননি সিন্ধু ৷ 16-21 ব্যবধানে প্রথম সেট হাতছাড়া হয় তাঁর ৷

আরও পড়ুন : Tokyo Olympics : আরতির থালা সাজিয়ে সিন্ধু-বরণ হায়দরাবাদের বাড়িতে

দ্বিতীয় গেমে একসময় 5-4 এগিয়ে ছিলেন সিন্ধু ৷ কিন্তু হঠাৎই সিন্ধুর গতিরোধ করে 11-8 ব্যবধানে এগিয়ে বিরতিতে যান ইয়ং ৷ বিরতির পর আর ম্য়াচে ফেরা হয়নি সিন্ধুর ৷ 15-8 ব্যবধান বাড়িয়ে নিয়ে খেতাব কার্যত নিশ্চিত করে ফেলেন কোরিয়ার টিন-এজ শাটলার ৷ শেষ পর্যন্ত দ্বিতীয় গেমে 21-12 ব্যবধানে সিন্ধুকে হারিয়ে খেতাব নিশ্চিত করেন ইয়ং ৷

2019 বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে শেষ খেতাব এসেছিল সিন্ধুর ঘরে ৷ এরপর দু'বছর খেতাবহীন সিন্ধু ৷ 12 ডিসেম্বর থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খেতাব ধরে রাখার লক্ষ্যে নামছেন বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.