ETV Bharat / sports

PV Sindhu Diwali Dance: দীপাবলিতে গানের তালে কোমর দোলালেন পিভি সিন্ধু - Diwali

টেনিস কোর্টে নিজের দাপট দেখানোর পাশাপাশি নাচেও নিজের দক্ষতা প্রমাণ করলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু ৷ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি ৷

PV Sindhu Diwali Dance
গানের তালে কোমর দোলালেন পিভি সিন্ধু
author img

By

Published : Nov 9, 2021, 11:35 AM IST

Updated : Nov 9, 2021, 2:30 PM IST

হায়দরাবাদ, 9 নভেম্বর : দীপাবলিতে মোহময়ী পিভি সিন্ধু (PV Sindhu) ৷ টেনিস কোর্টে নিজের দক্ষতার পাশাপাশি এবার বোঝালেন নাচের ক্ষেত্রেও তিন কিছু কম যান না ৷ সোশ্যাল মিডিয়ায় ব্যাডমিন্টন তারকার নাচের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যে ৷ সেখানে দীপাবলির সেলিব্রেশনে সিন্ধুকে নাচতে দেখা যাচ্ছে ৷ সিকের "লাভ নওয়ানতিনতি"-এর গানে কোমর দোলাচ্ছেন অলিম্পিক পজকজয়ী ৷ একদিনের মধ্যেই ভিডিয়োটি দেখেছেন 1.2 মিলিয়ন ফলোয়ার ৷ লাইকও পড়েছে অসংখ্য ৷

ইতিমধ্যেই অলিম্পিকের পাশাপাশি বেশ কয়েকটি খেতাব নিজের দখলে রেখেছেন 26 বছর বয়সী এই ভারতীয় এই শাটলার ৷ সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে 'পদ্মভূষণ' গ্রহণ করেন তিনি ৷ দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ব্যাডমিন্টন তারকা সিন্ধু যিনি নানা পুরস্কার এবং সম্মান পেয়েছেন ৷

আরও পড়ুন: সেমিফাইনালে বিশ্বের 15 নম্বরের কাছে হেরে বিদায় সিন্ধুর

পদ্মভূষণ সম্মান পেয়ে সিন্ধু বলেন, "আমার কাছে এটা খুবই গর্বের মুহূর্ত ৷ এজন্য আমি ভারত সরকারকে এবং দেশের সমস্ত মন্ত্রী পরিষদ এবং রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই আমাকে এই সম্মান দেওয়ার জন্য ৷ এই সম্মান আমাকে আরও উৎসাহ দেবে ভবিষ্যতে আরও ভাল খেলার জন্য ৷ আমি নিজের সেরাটা উজাড় করে দেওয়া চেষ্টা করব ৷"

শাটলারের সম্মান-পুরস্কারের তালিকা বেশ দীর্ঘ ইতিমধ্যেই ৷ 2015 সালে পদ্মশ্রী সম্মান পান সিন্ধু ৷ 2016-তে অলিপিক্সে রুপোর পান খেলরত্ন পুরস্কার ৷ তারপর 2020 টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ তো আছেই ৷

হায়দরাবাদ, 9 নভেম্বর : দীপাবলিতে মোহময়ী পিভি সিন্ধু (PV Sindhu) ৷ টেনিস কোর্টে নিজের দক্ষতার পাশাপাশি এবার বোঝালেন নাচের ক্ষেত্রেও তিন কিছু কম যান না ৷ সোশ্যাল মিডিয়ায় ব্যাডমিন্টন তারকার নাচের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যে ৷ সেখানে দীপাবলির সেলিব্রেশনে সিন্ধুকে নাচতে দেখা যাচ্ছে ৷ সিকের "লাভ নওয়ানতিনতি"-এর গানে কোমর দোলাচ্ছেন অলিম্পিক পজকজয়ী ৷ একদিনের মধ্যেই ভিডিয়োটি দেখেছেন 1.2 মিলিয়ন ফলোয়ার ৷ লাইকও পড়েছে অসংখ্য ৷

ইতিমধ্যেই অলিম্পিকের পাশাপাশি বেশ কয়েকটি খেতাব নিজের দখলে রেখেছেন 26 বছর বয়সী এই ভারতীয় এই শাটলার ৷ সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে 'পদ্মভূষণ' গ্রহণ করেন তিনি ৷ দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ব্যাডমিন্টন তারকা সিন্ধু যিনি নানা পুরস্কার এবং সম্মান পেয়েছেন ৷

আরও পড়ুন: সেমিফাইনালে বিশ্বের 15 নম্বরের কাছে হেরে বিদায় সিন্ধুর

পদ্মভূষণ সম্মান পেয়ে সিন্ধু বলেন, "আমার কাছে এটা খুবই গর্বের মুহূর্ত ৷ এজন্য আমি ভারত সরকারকে এবং দেশের সমস্ত মন্ত্রী পরিষদ এবং রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই আমাকে এই সম্মান দেওয়ার জন্য ৷ এই সম্মান আমাকে আরও উৎসাহ দেবে ভবিষ্যতে আরও ভাল খেলার জন্য ৷ আমি নিজের সেরাটা উজাড় করে দেওয়া চেষ্টা করব ৷"

শাটলারের সম্মান-পুরস্কারের তালিকা বেশ দীর্ঘ ইতিমধ্যেই ৷ 2015 সালে পদ্মশ্রী সম্মান পান সিন্ধু ৷ 2016-তে অলিপিক্সে রুপোর পান খেলরত্ন পুরস্কার ৷ তারপর 2020 টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ তো আছেই ৷

Last Updated : Nov 9, 2021, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.