ETV Bharat / sports

Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসের প্রি-কোয়ার্টারে সিন্ধু - প্রি-কোয়ার্টারে সিন্ধু

টোকিয়ো অলিম্পিকসে গ্রুপ জে-র দুটি ম্যাচই দাপটের সঙ্গে জিতলেন পিভি সিন্ধু ৷ পৌঁছালেন দ্বিতীয় রাউন্ডে ৷

PV Sindhu
PV Sindhu
author img

By

Published : Jul 28, 2021, 8:26 AM IST

Updated : Jul 28, 2021, 9:23 AM IST

টোকিয়ো , 28 জুলাই : অপ্রতিরোধ্য সিন্ধু ৷ গ্রুপের সব ম্যাচ জিতে শেষ ষোলোয় পৌঁছালেন রিও অলিম্পিকসে রুপো জয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু ৷ আজ টোকিয়ো গ্রুপ জে-র শেষ ম্যাচে হংকং- এর প্রতিযোগী চুয়াং নগান ই-কে হারালেন স্ট্রেট সেটে ৷ খেলার ফলাফল 21-9 ও 21-16 ৷

আজ ম্যাচের শুরু থেকেই দাপট দেখান পিভি সিন্ধু ৷ প্রথম সেটে হংকং-এর প্রতিযোগীকে 21-9 ব্যবধানে হারান হায়দরাবাদী ব্যাডমিন্টন সুন্দরী ৷ দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করেন চুয়াং নগান ই ৷ তবে সিন্ধুর বিক্রমের সামনে দাঁড়াতে পারেননি তিনি ৷ হারেন 21-16 ব্যবধানে ৷

আরও পড়ুন : Tokyo Olympic : পুরুষদের তিরন্দাজির শেষ ষোলোয় তরুণদীপ

আজ দিনের শুরুতে তিরন্দাজ তরুণদীপ রাই শেষ ষোলোয় পৌঁছান ৷ তরপর ব্যাডমিন্টনে সিন্ধু পৌঁছালেন শেষ ষোলোয় ৷ যদিও ভারতীয় মহিলা হকির জন্য আজ দিনটা সুখের দল না ৷ টোকিয়ো অলিম্পিকসে পদকের দৌড় থেকে ছিটকে গেলেন রানি রামপালরা ৷

টোকিয়ো , 28 জুলাই : অপ্রতিরোধ্য সিন্ধু ৷ গ্রুপের সব ম্যাচ জিতে শেষ ষোলোয় পৌঁছালেন রিও অলিম্পিকসে রুপো জয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু ৷ আজ টোকিয়ো গ্রুপ জে-র শেষ ম্যাচে হংকং- এর প্রতিযোগী চুয়াং নগান ই-কে হারালেন স্ট্রেট সেটে ৷ খেলার ফলাফল 21-9 ও 21-16 ৷

আজ ম্যাচের শুরু থেকেই দাপট দেখান পিভি সিন্ধু ৷ প্রথম সেটে হংকং-এর প্রতিযোগীকে 21-9 ব্যবধানে হারান হায়দরাবাদী ব্যাডমিন্টন সুন্দরী ৷ দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করেন চুয়াং নগান ই ৷ তবে সিন্ধুর বিক্রমের সামনে দাঁড়াতে পারেননি তিনি ৷ হারেন 21-16 ব্যবধানে ৷

আরও পড়ুন : Tokyo Olympic : পুরুষদের তিরন্দাজির শেষ ষোলোয় তরুণদীপ

আজ দিনের শুরুতে তিরন্দাজ তরুণদীপ রাই শেষ ষোলোয় পৌঁছান ৷ তরপর ব্যাডমিন্টনে সিন্ধু পৌঁছালেন শেষ ষোলোয় ৷ যদিও ভারতীয় মহিলা হকির জন্য আজ দিনটা সুখের দল না ৷ টোকিয়ো অলিম্পিকসে পদকের দৌড় থেকে ছিটকে গেলেন রানি রামপালরা ৷

Last Updated : Jul 28, 2021, 9:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.