ETV Bharat / sitara

আজ শুরু হল না ধারাবাহিকের শুটিং

author img

By

Published : Jun 10, 2020, 11:36 AM IST

আজ অর্থাৎ 10 জুন থেকে ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা ছিল । তবে বিভিন্ন জটিলতার কারণে শুরু হল না শুটিং ।

tollywood shooting postponed
tollywood shooting postponed

কলকাতা : 4 জুন টেকনিশিয়ান স্টুডিয়োর একটি বৈঠকে, মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে, ফেডারেশন, প্রোডিউসার, চ্যানেল ও আর্টিস্ট ফোরামের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত হয় আগামী 10 জুন নির্দিষ্ট গাইডলাইন মেনে শুরু হবে টেলিভিশনের শুটিং । সেইভাবেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছিল । ফ্লোর জীবাণু মুক্ত করা থেকে শুরু করে আর্টিস্টদের ফ্লোরে ফেরার তোড়জোড়, শুরু হয়েছিল ইতিমধ্যেই । দীর্ঘ আড়াই মাস পর কাজে ফিরছে টলিজগৎ, ব্যস্ত হয়ে পড়াই স্বাভাবিক । কিন্তু যে গাইডলাইন মেনে শুটিং শুরু হওয়ার কথা, সেই গাইডলাইনে সমস্ত পক্ষের স্বাক্ষর না করায় শুটিং শুরু করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা । বিষয়টি নিয়ে ETV ভারত সিতারা কথা বলে আর্টিস্ট ফোরামের জয়েন্ট সেক্রেটারি সপ্তর্ষি রায়, প্রযোজক মহেন্দ্র সোনি ও প্রযোজক-পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ।

সপ্তর্ষি আমাদের বলেন, "কবে চ্যানেল এবং প্রযোজকরা শুটিং শুরু করবেন, সেটা সম্পূর্ণ তাঁদের সিদ্ধান্ত । আমরা আর্টিস্ট ফোরাম শুধু আমাদের সদস্য শিল্পীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়েই অঙ্গীকারবদ্ধ । শিল্পীদের সংগঠন হিসেবে, আমরা শুধু আমাদের কর্তব্য পালন করছি । কারণ, আমরা যাঁরা কার্যকরী সমিতিতে রয়েছি, তাঁরা আমাদের সদস্য শিল্পীদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিমাত্র । তাই, আমরা কখনওই সদস্যদের স্বাস্থ্য ও সুরক্ষা বিঘ্নিত হয় এমন কোনও অনৈতিক সিদ্ধান্ত নিতে পারি না । কখনওই কোনও শিল্পীকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে যাওয়ার পরামর্শ দিতেও পারি না ।"

অন্যদিকে প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় বললেন, "শুটিং তো শুরু করতে দিল না । আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটা আপত্তি তোলা হয়েছে । যতদিন না বিমার কাগজ হাতে আসছে ততদিন একটা বন্ড সই করে দিতে হবে চ্যানেল আর প্রযোজককে । কিন্তু কর্পোরেট চ্যানেল ওভাবে বন্ড সই করে না । প্রযোজকরাও রাজি হয়নি । বিমার কাগজ হাতে আসতে কয়েকদিন সময় লাগবে ।"

tollywood shooting postponed
বেশ কয়েকদিন ধরেই কাজ চলছিল ফ্লোর জীবাণুমুক্ত করার

কবে থেকে শুরু হতে পারে শুটিং ? এই প্রশ্নে লীনাদি বললেন, "এখনও কিছু বলতে পারছি না । স্বাস্থ্যকরভাবে জটিলতাগুলো মিটে গেলে শুরু হওয়া উচিত । তবে এটা আমার ব্যক্তিগত মত, আমার কথায় তো কিছু হবে না ।"

আর এক প্রযোজক মহেন্দ্র সোনি বললেন, "আমি একইসঙ্গে চিন্তিত ও সারপ্রাইজ়ড । সমস্ত সেফটি প্রোটোকল মাথায় রেখে আমরা প্রযোজকরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম শুটিং শুরুর জন্য । কিন্তু মাঝখান থেকে আর্টিস্ট ফোরাম এমন কিছু শর্ত তুলে ধরল যেগুলো পূরণ করা আমাদের হাতে নেই ।"

একটু আশার আলো দেখা গেছিল, কিন্তু আবার সব অন্ধকারে । রোজগারহীন মানুষগুলো সুদিনের যে স্বপ্ন দেখা শুরু করেছিলেন, সেটা ফের একবার ভেঙে গেল অনির্দিষ্টকালের জন্য ।

কলকাতা : 4 জুন টেকনিশিয়ান স্টুডিয়োর একটি বৈঠকে, মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে, ফেডারেশন, প্রোডিউসার, চ্যানেল ও আর্টিস্ট ফোরামের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত হয় আগামী 10 জুন নির্দিষ্ট গাইডলাইন মেনে শুরু হবে টেলিভিশনের শুটিং । সেইভাবেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছিল । ফ্লোর জীবাণু মুক্ত করা থেকে শুরু করে আর্টিস্টদের ফ্লোরে ফেরার তোড়জোড়, শুরু হয়েছিল ইতিমধ্যেই । দীর্ঘ আড়াই মাস পর কাজে ফিরছে টলিজগৎ, ব্যস্ত হয়ে পড়াই স্বাভাবিক । কিন্তু যে গাইডলাইন মেনে শুটিং শুরু হওয়ার কথা, সেই গাইডলাইনে সমস্ত পক্ষের স্বাক্ষর না করায় শুটিং শুরু করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা । বিষয়টি নিয়ে ETV ভারত সিতারা কথা বলে আর্টিস্ট ফোরামের জয়েন্ট সেক্রেটারি সপ্তর্ষি রায়, প্রযোজক মহেন্দ্র সোনি ও প্রযোজক-পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ।

সপ্তর্ষি আমাদের বলেন, "কবে চ্যানেল এবং প্রযোজকরা শুটিং শুরু করবেন, সেটা সম্পূর্ণ তাঁদের সিদ্ধান্ত । আমরা আর্টিস্ট ফোরাম শুধু আমাদের সদস্য শিল্পীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়েই অঙ্গীকারবদ্ধ । শিল্পীদের সংগঠন হিসেবে, আমরা শুধু আমাদের কর্তব্য পালন করছি । কারণ, আমরা যাঁরা কার্যকরী সমিতিতে রয়েছি, তাঁরা আমাদের সদস্য শিল্পীদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিমাত্র । তাই, আমরা কখনওই সদস্যদের স্বাস্থ্য ও সুরক্ষা বিঘ্নিত হয় এমন কোনও অনৈতিক সিদ্ধান্ত নিতে পারি না । কখনওই কোনও শিল্পীকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে যাওয়ার পরামর্শ দিতেও পারি না ।"

অন্যদিকে প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় বললেন, "শুটিং তো শুরু করতে দিল না । আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটা আপত্তি তোলা হয়েছে । যতদিন না বিমার কাগজ হাতে আসছে ততদিন একটা বন্ড সই করে দিতে হবে চ্যানেল আর প্রযোজককে । কিন্তু কর্পোরেট চ্যানেল ওভাবে বন্ড সই করে না । প্রযোজকরাও রাজি হয়নি । বিমার কাগজ হাতে আসতে কয়েকদিন সময় লাগবে ।"

tollywood shooting postponed
বেশ কয়েকদিন ধরেই কাজ চলছিল ফ্লোর জীবাণুমুক্ত করার

কবে থেকে শুরু হতে পারে শুটিং ? এই প্রশ্নে লীনাদি বললেন, "এখনও কিছু বলতে পারছি না । স্বাস্থ্যকরভাবে জটিলতাগুলো মিটে গেলে শুরু হওয়া উচিত । তবে এটা আমার ব্যক্তিগত মত, আমার কথায় তো কিছু হবে না ।"

আর এক প্রযোজক মহেন্দ্র সোনি বললেন, "আমি একইসঙ্গে চিন্তিত ও সারপ্রাইজ়ড । সমস্ত সেফটি প্রোটোকল মাথায় রেখে আমরা প্রযোজকরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম শুটিং শুরুর জন্য । কিন্তু মাঝখান থেকে আর্টিস্ট ফোরাম এমন কিছু শর্ত তুলে ধরল যেগুলো পূরণ করা আমাদের হাতে নেই ।"

একটু আশার আলো দেখা গেছিল, কিন্তু আবার সব অন্ধকারে । রোজগারহীন মানুষগুলো সুদিনের যে স্বপ্ন দেখা শুরু করেছিলেন, সেটা ফের একবার ভেঙে গেল অনির্দিষ্টকালের জন্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.