ETV Bharat / sitara

সরকারের সিদ্ধান্তে দোলাচলে নাট্যব্যক্তিত্বরা ?

author img

By

Published : Sep 27, 2020, 7:55 PM IST

রাজ্য সরকার থেকে অনুমতি মিলেছে আগামী 1 অক্টোবর থেকে যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সঙ্গীত, আবৃত্তি নৃত্যানুষ্ঠান, ম্যাজিক শো চালু করা যাবে । টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । এই খবর প্রকাশ্যে আসার পর কী ভাবছেন বাংলা নাট্যব্যক্তিত্বরা ? জানালেন ETV ভারত সিতারাকে ।

Theatre in west bengal
Theatre in west bengal

কলকাতা : দীর্ঘ কয়েকমাস ধরে সমস্ত পারফর্মিং আর্ট যেমন, নাচ-গান-নাটক-আবৃত্তি-সিনেমা-যাত্রা-ম্যাজিক শো, বন্ধ করে রাখা হয়েছে । কারণ পারফর্মেন্স মানেই লোক সমাগত । আর এই কোভিড পরিস্থিতির মধ্যে সেটা একেবারেই কাঙ্খিত নয় । তাই বন্ধ ছিল সিনেমা হল সহ সমস্ত অডিটোরিয়াম, মুক্তমঞ্চ ইত্যাদি । তবে গতকালই পারফর্মিং আর্টিস্টদের স্বস্তি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত শিল্পগুলিকে শুরু করার অনুমতি দিয়েছেন । তবে সিনেমা হল বা অডিটোরিয়ামে একসঙ্গে 50 জনের বেশি লোক সমাগম হলে চলবে না । সরকারের এই সিদ্ধান্ত জেনে কী বললেন নাট্যব্যক্তিত্বরা ?



আমরা প্রথমেই কথা বলেছিলাম নাট্যব্যক্তিত্ব কৌশিক সেনের সঙ্গে । রাজ্য সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে কৌশিক আমাদের বলেন, "মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে ভালো লাগছে, কিন্তু সঠিক গাইডলাইন দেওয়া হয়নি । আমি থিয়েটারের ক্ষেত্রে বলছি, ক'জন লোক, কী ব্যাপার, সঠিকভাবে নেই । থিয়েটার চালু হওয়া আর সিনেমা হল খোলা, দুটোর লজিসটিক্স আলাদা । এটা ঠিকই আমরা চাইছিলাম আস্তে আস্তে সব খুলুক । সেদিক থেকে সাদর আমন্ত্রণ ।"

theatre actors react
কৌশিক সেন
"মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই । কিন্তু প্রশ্ন হচ্ছে, বসার ব্যবস্থা কী হবে, সেসব কিছুই জানানো হল না । আগের মতোই বসানোর ব্যবস্থা হবে, নাকি নতুন করে বসানোর ব্যবস্থা হবে, বিধিনিষেধ আমাদের উপর কী আরোপ করা হল, সেসব কিছুই জানা যায়নি এখনও । সেগুলো যতক্ষণ না জানা যাচ্ছে, সঠিক বিষয়টা বোঝা যাচ্ছে না ।", বললেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন ।

তিনি আরও বলেন, "আমরা দল হিসেবে নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করে ফেলেছি, তবে সেগুলো সব মঞ্চের বাইরে । কিন্তু মঞ্চ যে খুলে দিল, এখনও তো ঠিকই হল না, টাকাপয়সা কী হবে, সিট কী হবে, কটা সিট করে ছাড়তে হবে, কিছুই জানতে পারলাম না ।"


আমরা সরাসরি কথা বলি অল্টারনেটিভ লিভিং থিয়েটারের জনক প্রবীর গুহর সঙ্গেও । ভিডিওতে শুনুন তাঁর বক্তব্য...

দেখুন ভিডিয়ো..

কলকাতা : দীর্ঘ কয়েকমাস ধরে সমস্ত পারফর্মিং আর্ট যেমন, নাচ-গান-নাটক-আবৃত্তি-সিনেমা-যাত্রা-ম্যাজিক শো, বন্ধ করে রাখা হয়েছে । কারণ পারফর্মেন্স মানেই লোক সমাগত । আর এই কোভিড পরিস্থিতির মধ্যে সেটা একেবারেই কাঙ্খিত নয় । তাই বন্ধ ছিল সিনেমা হল সহ সমস্ত অডিটোরিয়াম, মুক্তমঞ্চ ইত্যাদি । তবে গতকালই পারফর্মিং আর্টিস্টদের স্বস্তি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত শিল্পগুলিকে শুরু করার অনুমতি দিয়েছেন । তবে সিনেমা হল বা অডিটোরিয়ামে একসঙ্গে 50 জনের বেশি লোক সমাগম হলে চলবে না । সরকারের এই সিদ্ধান্ত জেনে কী বললেন নাট্যব্যক্তিত্বরা ?



আমরা প্রথমেই কথা বলেছিলাম নাট্যব্যক্তিত্ব কৌশিক সেনের সঙ্গে । রাজ্য সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে কৌশিক আমাদের বলেন, "মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে ভালো লাগছে, কিন্তু সঠিক গাইডলাইন দেওয়া হয়নি । আমি থিয়েটারের ক্ষেত্রে বলছি, ক'জন লোক, কী ব্যাপার, সঠিকভাবে নেই । থিয়েটার চালু হওয়া আর সিনেমা হল খোলা, দুটোর লজিসটিক্স আলাদা । এটা ঠিকই আমরা চাইছিলাম আস্তে আস্তে সব খুলুক । সেদিক থেকে সাদর আমন্ত্রণ ।"

theatre actors react
কৌশিক সেন
"মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই । কিন্তু প্রশ্ন হচ্ছে, বসার ব্যবস্থা কী হবে, সেসব কিছুই জানানো হল না । আগের মতোই বসানোর ব্যবস্থা হবে, নাকি নতুন করে বসানোর ব্যবস্থা হবে, বিধিনিষেধ আমাদের উপর কী আরোপ করা হল, সেসব কিছুই জানা যায়নি এখনও । সেগুলো যতক্ষণ না জানা যাচ্ছে, সঠিক বিষয়টা বোঝা যাচ্ছে না ।", বললেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন ।

তিনি আরও বলেন, "আমরা দল হিসেবে নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করে ফেলেছি, তবে সেগুলো সব মঞ্চের বাইরে । কিন্তু মঞ্চ যে খুলে দিল, এখনও তো ঠিকই হল না, টাকাপয়সা কী হবে, সিট কী হবে, কটা সিট করে ছাড়তে হবে, কিছুই জানতে পারলাম না ।"


আমরা সরাসরি কথা বলি অল্টারনেটিভ লিভিং থিয়েটারের জনক প্রবীর গুহর সঙ্গেও । ভিডিওতে শুনুন তাঁর বক্তব্য...

দেখুন ভিডিয়ো..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.