ETV Bharat / sitara

শুধু শ্রীলেখা নয়, 'মীরাক্কেল'-এর বিচারক প্যানেলে আমূল পরিবর্তন - মীরাক্কেলের খবর

শুধু শ্রীলেখা মিত্র নয়, মীরাক্কেলের বিচারকের আসনে আরও কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে । তবে এই বিষয়ে কেউই খুব বেশি কিছু বলতে চাইছেন না ।

mirakkel comedy show judge change
mirakkel comedy show judge change
author img

By

Published : Aug 28, 2020, 10:35 PM IST

কলকাতা : 'মীরাক্কেল' থেকে যে অভিনেত্রী শ্রীলেখা মিত্র বাদ পড়েছেন, সেই খবর সকলেরই জানা । শ্রীলেখা নিজেই সেই খবর জানিয়েছিলেন সকলকে । তবে এবার শোনা যাচ্ছে যে, শ্রীলেখার পরিবর্তে আসছেন অভিনেত্রী পাওলি দাম । বিচারকের আসনে রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গায়ও নাকি বদলেছে । খোঁজ নিল ETV ভারত সিতারা ।


'মীরাক্কেল'এর অংশগ্রহণকারীদের একসময় ঘষে-মেজে তৈরি করার দায়িত্ব পালন করেছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ । তিনি বিচারকও হয়েছিলেন সেই সময় । এবারও তাঁকেই বিচারক হিসেবে নির্বাচন করা হয়েছে । এই বিষয়ে তিনি ETV ভারত সিতারাকে বলেন, "এবারের 'মীরাক্কেল'এ আমি বিচারকের আসনে রয়েছি । আবার একটা নতুন জার্নি । ভালোই লাগছে ।"

mirakkel comedy show judge change
পাওলি
শোনা যাচ্ছে, অন্য বিচারকের নাম নাকি সোহম চক্রবর্তী । তাহলে কি রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়ও বাদ পড়লেন ? যাঁদের এতদিন ধরে 'মীরাক্কেল'এ দেখেছে দর্শক। এই ব্যাপারে এখনই খুব একটা কথা বলতে চাইছেন না কেউই । যাই হোক, 'মীরাক্কেল' সিজ়ন 10 যে একেবারে ভোল-পালটে মাঠে নামছে, সেটা ক্রমশই বোঝা যাচ্ছে । আর কী কী বদল আসছে, সেটা সময়ই বলবে ।

কলকাতা : 'মীরাক্কেল' থেকে যে অভিনেত্রী শ্রীলেখা মিত্র বাদ পড়েছেন, সেই খবর সকলেরই জানা । শ্রীলেখা নিজেই সেই খবর জানিয়েছিলেন সকলকে । তবে এবার শোনা যাচ্ছে যে, শ্রীলেখার পরিবর্তে আসছেন অভিনেত্রী পাওলি দাম । বিচারকের আসনে রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গায়ও নাকি বদলেছে । খোঁজ নিল ETV ভারত সিতারা ।


'মীরাক্কেল'এর অংশগ্রহণকারীদের একসময় ঘষে-মেজে তৈরি করার দায়িত্ব পালন করেছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ । তিনি বিচারকও হয়েছিলেন সেই সময় । এবারও তাঁকেই বিচারক হিসেবে নির্বাচন করা হয়েছে । এই বিষয়ে তিনি ETV ভারত সিতারাকে বলেন, "এবারের 'মীরাক্কেল'এ আমি বিচারকের আসনে রয়েছি । আবার একটা নতুন জার্নি । ভালোই লাগছে ।"

mirakkel comedy show judge change
পাওলি
শোনা যাচ্ছে, অন্য বিচারকের নাম নাকি সোহম চক্রবর্তী । তাহলে কি রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়ও বাদ পড়লেন ? যাঁদের এতদিন ধরে 'মীরাক্কেল'এ দেখেছে দর্শক। এই ব্যাপারে এখনই খুব একটা কথা বলতে চাইছেন না কেউই । যাই হোক, 'মীরাক্কেল' সিজ়ন 10 যে একেবারে ভোল-পালটে মাঠে নামছে, সেটা ক্রমশই বোঝা যাচ্ছে । আর কী কী বদল আসছে, সেটা সময়ই বলবে ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.