ETV Bharat / sitara

নতুন রূপে বাদল সরকারের 'মিছিল'

বাদল সরকারের থার্ড থিয়েটারকে নতুন রূপে আনলো যাদবপুর বিশ্ববিদ্যালয় । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

bengali theatre Michhil
bengali theatre Michhil
author img

By

Published : Jan 4, 2020, 6:27 PM IST

কলকাতা : থার্ড থিয়েটারের নতুন মোড়কের নাম 'মিছিল' । ঈপ্সিতা সেনগুপ্তের পরিচালনায় এই নাটকে মুখ্য ভূমিকায় প্রশান্ত এস.ধর । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনিতা মেমোরিয়াল প্রেক্ষাগৃহে গতকাল অর্থাৎ 3 জানুয়ারি হয়ে গেল এই নাটক । দর্শকের ভিড়ে স্বার্থকতা পেল এই উদ্যোগ ।

প্রশান্ত আমাদের বলেন, "এই মুহূর্তে চারদিকে মানবিক অবক্ষয় চলছে । প্রত্যেকদিন মানুষ মারা যাচ্ছে । প্রতিক্রিয়া স্বরূপ সহ-নাগরিকেরা মিছিল বের করছে । এই মিছিলের পরেও মানবিক অবক্ষয় ঘটছে । এটা প্রত্যেকদিনের ঘটনা । তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ছে । বড় সমস্যা থেকে মানুষ ছোট সমস্যাতেও ঢুকে পড়ছে । যেমন ধরুন, এক মহিলা বিয়েবাড়ি যাওয়ার সময় তাঁর প্রিয় লিপস্টিক মাখতে পারেননি, এটাও তাঁর কাছে একটা সমস্যা । সেটাও সেই ব্যক্তির কাছে একটা দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেখানে বড় বড় বিষয়গুলো প্রত্যেকদিন চাপা পড়ে যাচ্ছে ।"

bengali theatre Michhil
.

প্রশান্ত আরও বলেন, "এরই মধ্যে নাটকে দেখানো হয়েছে একটি ছেলেকে, যার নাম খোকা । দেখানো হচ্ছে প্রত্যেকবার সে মারা যাচ্ছে । সে একেবারে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে । দেখানো হচ্ছে, সে প্রতিদিন মরে যাচ্ছে, আবার বেঁচে যাচ্ছে । সে বলছে আমি স্বাধীনতা খোঁজার চেষ্টা করছি । আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না । নাটকের শেষে এসে দেখা যাচ্ছে, যে মানুষ তাদের মতো উল্লাস করেই যাচ্ছে । তাদের কেন্দ্র করে শিল্প, গান সৃষ্টি হচ্ছে । বিনোদনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না । খোকা শেষে বুড়ো হয়ে যাচ্ছে এবং খোঁজ চালিয়ে যাচ্ছে ।"

bengali theatre Michhil
.

এরকম বিষয় নিয়ে তৈরি নাটক খুবই প্রয়োজনীয় ও উপযুক্ত এই সময়ের নিরিখে । এই নাটক যদি একজন মানুষের মধ্যেও উপলব্ধি জাগাতে পারে, সেটাই অনেক । অভিনন্দন নাটকের পুরো টিমকে ।

কলকাতা : থার্ড থিয়েটারের নতুন মোড়কের নাম 'মিছিল' । ঈপ্সিতা সেনগুপ্তের পরিচালনায় এই নাটকে মুখ্য ভূমিকায় প্রশান্ত এস.ধর । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনিতা মেমোরিয়াল প্রেক্ষাগৃহে গতকাল অর্থাৎ 3 জানুয়ারি হয়ে গেল এই নাটক । দর্শকের ভিড়ে স্বার্থকতা পেল এই উদ্যোগ ।

প্রশান্ত আমাদের বলেন, "এই মুহূর্তে চারদিকে মানবিক অবক্ষয় চলছে । প্রত্যেকদিন মানুষ মারা যাচ্ছে । প্রতিক্রিয়া স্বরূপ সহ-নাগরিকেরা মিছিল বের করছে । এই মিছিলের পরেও মানবিক অবক্ষয় ঘটছে । এটা প্রত্যেকদিনের ঘটনা । তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ছে । বড় সমস্যা থেকে মানুষ ছোট সমস্যাতেও ঢুকে পড়ছে । যেমন ধরুন, এক মহিলা বিয়েবাড়ি যাওয়ার সময় তাঁর প্রিয় লিপস্টিক মাখতে পারেননি, এটাও তাঁর কাছে একটা সমস্যা । সেটাও সেই ব্যক্তির কাছে একটা দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেখানে বড় বড় বিষয়গুলো প্রত্যেকদিন চাপা পড়ে যাচ্ছে ।"

bengali theatre Michhil
.

প্রশান্ত আরও বলেন, "এরই মধ্যে নাটকে দেখানো হয়েছে একটি ছেলেকে, যার নাম খোকা । দেখানো হচ্ছে প্রত্যেকবার সে মারা যাচ্ছে । সে একেবারে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে । দেখানো হচ্ছে, সে প্রতিদিন মরে যাচ্ছে, আবার বেঁচে যাচ্ছে । সে বলছে আমি স্বাধীনতা খোঁজার চেষ্টা করছি । আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না । নাটকের শেষে এসে দেখা যাচ্ছে, যে মানুষ তাদের মতো উল্লাস করেই যাচ্ছে । তাদের কেন্দ্র করে শিল্প, গান সৃষ্টি হচ্ছে । বিনোদনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না । খোকা শেষে বুড়ো হয়ে যাচ্ছে এবং খোঁজ চালিয়ে যাচ্ছে ।"

bengali theatre Michhil
.

এরকম বিষয় নিয়ে তৈরি নাটক খুবই প্রয়োজনীয় ও উপযুক্ত এই সময়ের নিরিখে । এই নাটক যদি একজন মানুষের মধ্যেও উপলব্ধি জাগাতে পারে, সেটাই অনেক । অভিনন্দন নাটকের পুরো টিমকে ।

Intro:যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের পাঠ্যেই রয়েছে বাদল সরকারের থির্ড থিয়েরারের উল্ল্যেখ। তাই সেই ইউনিভার্সিটির কিছু ছাত্র মিলে নতুন মোড়কে উপস্থাপনা করলেন বাদল সরকারের তৈরি 'মিছিল' নাটকটি। সেটিকে নতুন রূপ দিলেন সপ্তর্ষি। পরিচালনা করলেন ঈপ্সিতা সেনগুপ্ত। মুখ্যচরিত্রে অভিনয় করলেন প্রশান্ত এস ধর। নাটকটি ৩ জানুয়ারি সন্ধ্যায় মঞ্চস্থ হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনিতা মেমোরিয়াল প্রেক্ষাগৃহে। খোঁজ নিল ETV ভারত সিতারা।


Body:নাটক দেখতে এসে উপচে পড়েছিল দর্শকের ভিড়। বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন ছাত্র-ছাত্রী, অধ্যাপকরা। দর্শকাসনে ছিল সাধারণ মানুষও। কেন এই নাটককে নিয়ে এত আগ্রহ ছিল নাট্যপ্রেমীদের মনে উত্তরে প্রশান্ত আমাদের বলেছেন, "এই মুহূর্তে চারদিকে মানবিক অবক্ষয় চলছে। প্রত্যেকদিন মানুষ মারা যাচ্ছে। প্রতিক্রিয়া স্বরূপ সহ-নাগরিকেরা মিছিল বের করছে। এই মিছিলের পরেও মানবিক অবক্ষয় ঘটছে। এটা প্রত্যেকদিনের ঘটনা। তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ছে। বড় সমস্যা থেকে মানুষ ছোট সমস্যাতেও ঢুকে পড়ছে। যেমন ধরুন, এক মহিলা বিয়েবাড়ি যাওয়ার সময় তাঁর প্রিয় লিপস্টিক মাখতে পারেননি, এটাও তাঁর কাছে একটা সমস্যা। সেটাও সেই ব্যক্তির কাছে একটা দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেখানে বড় বড় বিষয় গুলো প্রত্যেকদিন চাপা পড়ে যাচ্ছে। এরমধ্যে নাটকের মধ্যে দেখান হয়েছে একটি ছেলেকে, যার নাম খোকা। দেখান হচ্ছে প্রত্যেকবার সে মরে যাচ্ছে। সে একেবারে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে। দেখান হচ্ছে, সে প্রতিদিন মরে যাচ্ছে, আবার বেঁচে যাচ্ছে। সে বলছে আমি স্বাধীনতা খোঁজার চেষ্টা করছি। আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না। নাটকের শেষে এসে দেখা যাচ্ছে, যে মানুষ তাদের মত উল্লাস করেই যাচ্ছে। তাদেরকে কেন্দ্র করে শিল্প, গান সৃষ্টি হচ্ছে। বিনোদনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। খোকা শেষে বুড়ো হয়ে যাচ্ছে এবং খোঁজ চালিয়ে যাচ্ছে।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.