কলকাতা : প্রয়াত ফুটবলার কৃশানু দে'কে বলা হয় ভারতের মারাদোনা। মিডফিল্ডার হিসেবে খেলতেন কৃশানু। দেশের হাজার হাজার ফুটবলপ্রেমীর ভালোবাসা পেয়েছেন তিনি। তাঁর জীবন নিয়ে তৈরি এই সিরিজ় প্রযোজনা করেছে টিভিওয়ালা মিডিয়া ও জ্যোতি প্রডাকশনস।
বিখ্যাত বাঙালি ফুটবলার কৃষানু দে ওয়েব সিরিজ়ের পরদায় - Bengali web series
আসছে বিখ্যাত বাঙালি ফুটবলার কৃশানু দের বায়োপিক। ওয়েব সিরিজ়ের আকারে আসছে অনুরাগ উরহাম অভিনীত বায়োপিকটি। চলতি মাসের ২৯ তারিখ থেকে স্ট্রিমিং শুরু হবে কোরোক মুর্মু পরিচালিত ওয়েব সিরিজ়টি ।
কৃষাণু দে ওয়েব সিরিজ়
কলকাতা : প্রয়াত ফুটবলার কৃশানু দে'কে বলা হয় ভারতের মারাদোনা। মিডফিল্ডার হিসেবে খেলতেন কৃশানু। দেশের হাজার হাজার ফুটবলপ্রেমীর ভালোবাসা পেয়েছেন তিনি। তাঁর জীবন নিয়ে তৈরি এই সিরিজ় প্রযোজনা করেছে টিভিওয়ালা মিডিয়া ও জ্যোতি প্রডাকশনস।
Intro:আসছে বিখ্যাত বাঙালি ফুটবলার কৃশানু দের বায়োপিক। ওয়েব সিরিজ আকারে আসছে অনুরাগ উরহাম অভিনীত বায়োপিকটি। কোরোক মুর্মু পরিচালিত ওয়েব সিরিজ চলতি মাসের ২৯ তারিখ থেকে শুরু করবে স্ট্রিমিং।
Body:প্রয়াতঃ ফুটবলার কৃশানু দে'কে বলা হয় ভারতের মারাদোনা। মিডফিল্ডার হয়ে খেলতেন কৃশানু। দেশের হাজার হাজার ফুটবলপ্রেমীরা ভক্তের ভালোবাসা পেয়েছেন। ছবিটি প্রযোজনা করেছে টিভিওয়ালা মিডিয়া ও জ্যোতি প্রডাকশনস।
Conclusion:কৃশানু দের বায়োপিকের পাশাপাশি ওয়েব সিরিজে দেখানো হবে সেই সময়কার কলকাতার ময়দান, খেলাধুলা এবং খেলাকে ঘিরে রাজনীতি। কৃশানু দের পাশাপাশি ওয়েব সিরিজে থাকছে তাঁর সমসাময়িক খেলোয়াড় এবং ক্লাব কর্তারা।
কৃশানু দের চরিত্রে অভিনয় করেছেন অনুরাগ উরহাম। পুনের FTII'এর ছাত্র অনুরাগ এর আগে কোনওদিন ফুটবল খেলেননি। দীর্ঘদিনের অধ্যাবসায় নিজেকে তৈরি করেছেন।
Body:প্রয়াতঃ ফুটবলার কৃশানু দে'কে বলা হয় ভারতের মারাদোনা। মিডফিল্ডার হয়ে খেলতেন কৃশানু। দেশের হাজার হাজার ফুটবলপ্রেমীরা ভক্তের ভালোবাসা পেয়েছেন। ছবিটি প্রযোজনা করেছে টিভিওয়ালা মিডিয়া ও জ্যোতি প্রডাকশনস।
Conclusion:কৃশানু দের বায়োপিকের পাশাপাশি ওয়েব সিরিজে দেখানো হবে সেই সময়কার কলকাতার ময়দান, খেলাধুলা এবং খেলাকে ঘিরে রাজনীতি। কৃশানু দের পাশাপাশি ওয়েব সিরিজে থাকছে তাঁর সমসাময়িক খেলোয়াড় এবং ক্লাব কর্তারা।
কৃশানু দের চরিত্রে অভিনয় করেছেন অনুরাগ উরহাম। পুনের FTII'এর ছাত্র অনুরাগ এর আগে কোনওদিন ফুটবল খেলেননি। দীর্ঘদিনের অধ্যাবসায় নিজেকে তৈরি করেছেন।