ETV Bharat / sitara

মহাপ্রভু সবসময় আমার কাছে খুব স্পেশাল হয়ে থাকবে : জিশু - জিশু সেনগুপ্ত মহাপ্রভু

ভক্তি আন্দোলনের প্রবক্তা ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু । অনেক বছর আগে তাঁকে নিয়ে তৈরি হয়েছিল বাংলা ধারাবাহিক 'মহাপ্রভু' । সেখানে মহাপ্রভুর চরিত্রে অভিনয় করেছিলেন জিশু সেনগুপ্ত । সেই ধারাবাহিকের মাধ্যমেই করেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেতা । সেখানে জিশুর পারফর্মেন্স দর্শকের মন কেড়ে নিয়েছিল । একজন ডেবিউটেন্ট অভিনেতা হিসেবে কতজন সেই সাফল্য় পেয়েছেন বলা মুশকিল । টেলিভিশনের পরদায় ফের ফিরছে 'মহাপ্রভু' ।

jishu sengupta in mahaprabhu
jishu sengupta in mahaprabhu
author img

By

Published : May 14, 2020, 10:51 PM IST

কলকাতা : এই লকডাউনে 18 মে থেকে প্রতিদিন রাত 9 টায় স্টার জলসায় সম্প্রচারিত হবে জিশুর 'মহাপ্রভু' । নিজেকে ফিরে দেখার সুযোগ পাবেন জিশু নিজেও । কী মনের ভাব তাঁর ? জানল ETV ভারত সিতারা ।

জিশু বললেন, "স্টার জলসাতে 'মহাপ্রভু' দেখব ভেবেই আনন্দ হচ্ছে । এটা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ । এই ধারাবাহিকের হাত ধরেই আমার অভিনেতা জীবনের সূত্রপাত । আমি নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে করি, যে আমাকে এই চরিত্রটা অফার করা হয়েছিল ।

উচ্ছ্বসিত অভিনেতা বললেন, "এমন একজন মহামানবের চরিত্র, যিনি ভারতের ইতিহাসের পাতায় অমূল্য স্থান পেয়েছেন । আমার আশা যে, ফের মানুষের এই ধারাবাহিক দেখতে ভালো লাগবে ।"

jishu sengupta in mahaprabhu
তরুণ জিশু..

জিশু ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন সব্যসাচী চক্রবর্তী, কুশল চক্রবর্তী, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, তুলিকা বসু, চন্দন সেন, শান্তিলাল মুখোপাধ্যায়, চৈতি ঘোষাল, রীতা দত্ত চক্রবর্তী, খেয়ালী দস্তিদার, পরাণ বন্দ্যোপাধ্যায়, মৌমিতা গুপ্তর মতো কলাকুশলীরা ।

কলকাতা : এই লকডাউনে 18 মে থেকে প্রতিদিন রাত 9 টায় স্টার জলসায় সম্প্রচারিত হবে জিশুর 'মহাপ্রভু' । নিজেকে ফিরে দেখার সুযোগ পাবেন জিশু নিজেও । কী মনের ভাব তাঁর ? জানল ETV ভারত সিতারা ।

জিশু বললেন, "স্টার জলসাতে 'মহাপ্রভু' দেখব ভেবেই আনন্দ হচ্ছে । এটা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ । এই ধারাবাহিকের হাত ধরেই আমার অভিনেতা জীবনের সূত্রপাত । আমি নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে করি, যে আমাকে এই চরিত্রটা অফার করা হয়েছিল ।

উচ্ছ্বসিত অভিনেতা বললেন, "এমন একজন মহামানবের চরিত্র, যিনি ভারতের ইতিহাসের পাতায় অমূল্য স্থান পেয়েছেন । আমার আশা যে, ফের মানুষের এই ধারাবাহিক দেখতে ভালো লাগবে ।"

jishu sengupta in mahaprabhu
তরুণ জিশু..

জিশু ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন সব্যসাচী চক্রবর্তী, কুশল চক্রবর্তী, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, তুলিকা বসু, চন্দন সেন, শান্তিলাল মুখোপাধ্যায়, চৈতি ঘোষাল, রীতা দত্ত চক্রবর্তী, খেয়ালী দস্তিদার, পরাণ বন্দ্যোপাধ্যায়, মৌমিতা গুপ্তর মতো কলাকুশলীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.