কলকাতা : রবীন্দ্রনাথ ঠাকুরের 'ডিটেকটিভ' গল্পের কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ় । প্রযোজনা করছে SVF এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম 'হইচই' । ওয়েব সিরিজ়ের পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায় । গুরুত্বপূর্ণ চরিত্রগুলিতে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, ইশা এম সাহা, তৃণা সাহা, অম্বরীশ ভট্টাচার্য এবং সাহেব ভট্টাচার্য ।
রবীন্দ্রনাথ ঠাকুরের 'ডিটেকটিভ' গল্পটি ছোটো । তাই সেটিকে একটু বড় করা হয়েছে চলচ্চিত্রের স্বার্থে । পরিচালক জয়দীপ আমাদের বলেন, "গল্পটাকে বড় করা হয়েছে ঠিকই কিন্তু একই এসেন্স ধরে রাখা হয়েছে । ডিটেকটিভ মহিমের চরিত্রের জন্য বেছে নিয়েছি অনির্বাণ ভট্টাচার্যকে ।"
এর আগে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ । ফের একবার তাঁকে অন্য একটি গোয়েন্দা চরিত্রে দেখা যাবে । ফেলুদা বা ব্যোমকেশের থেকে অনেকটাই পৃথক মহিমচন্দ্রর চরিত্র । সে একজন পুলিশের গোয়েন্দা । গোয়েন্দাগিরি করে সে তার পেশায় সুনাম অর্জন করতে চায় । শার্লক হোমসের অসম্ভব ভক্ত সে । তার প্রথম প্রেম গোয়েন্দা গল্পের বই । দ্বিতীয় প্রেম স্ত্রী সুধামুখী । সুধামুখীর চরিত্রে অভিনয় করেছেন ইশা এম সাহা । মহিমচন্দ্রর 'ওয়াটসন' হলেন হুতাশন । এই চরিত্রে রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য । মহিমচন্দ্রর বিধবা বোন স্নেহলতার চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা । গল্পে মন্মথর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে । ঠিক সিরিয়াস গোয়েন্দা গল্প নয়, কিছুটা মজার ছলেই লেখা এই গল্প ।
ইন্ডাস্ট্রির দুই সাহা ও তিন ভট্টাচার্যকে নিয়ে শুটিং শুরু করে দিয়েছেন জয়দীপ । লকডাউনের আগে দুদিন, 17-18 মার্চ শুটিং হয়েছিল । তারপরই সরকার থেকে শুটিং বন্ধ করার নির্দেশ আসে । লকডাউন শিথিল হওয়ার পরই তাই শুটিং ফ্লোরে আসতে শুরু করে দেন অনির্বাণ, ইশা, তৃণা, অম্বরীশ, সাহেবরা ।
25-30 জুন শুটিং হয় এবং চলতি মাসের 10, 11, 13, 14,15 তারিখে শুটিং হবে । বানতলায়, হরিশ মুখার্জি রোডের একটি বাড়িতে, ভারত লক্ষ্মী স্টুডিয়োতে, বেলগাছিয়া রাজবাড়িতে মিলিয়েমিশিয়ে চলছে শুটিং । 7 অগাস্ট হইচইতে স্ট্রিম করতে শুরু করবে এই 'গোয়েন্দা' ।