ETV Bharat / sitara

টেনিদা-কে নিয়ে নাটক, পেরোল ৩৫ টি শো - Kolkata theatre

'দৃশ্যপট' নাট্যদলের প্রযোজনায় 'টেনিদা' নাটকটি দর্শকের এত ভালো লেগেছে যে, একের পর এক মঞ্চে দেখানো হচ্ছে এই শো। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আবারও মঞ্চস্থ হচ্ছে 'টেনিদা'। খোঁজ নিল ETV ভারত সিতারা।

টেনিদা
author img

By

Published : Aug 3, 2019, 6:55 PM IST


কলকাতা : লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি 'টেনিদা'। তাঁরই গল্প অবলম্বনে নাটকটি লিখেছেন উজ্জল মণ্ডল। নির্দেশনা করেছেন অনির্বাণ ভট্টাচার্য। হাস্যরসে ভরপুর নাটক 'টেনিদা'। চরিত্র নির্ভর এই নাটক মঞ্চস্থ হয়ে চলেছে বাংলার ঐতিহ্যবাহী মঞ্চ ভাবনায়।

টেনিদা
হাস্যরসে ভরপুর নাটক 'টেনিদা' ফিরিয়ে দেবে বাঙালির নস্টালজিয়া
টেনিদা
নাটকের অভিনব পোস্টার

ক্যাবলা, হাবুল, প্যালারামকে সঙ্গে নিয়ে টেনিদা ফের একবার দেখা দেবে দর্শককে। যেখানে টেনিদা তাদের কাছে ব্যক্ত করবে নিজস্ব চিন্তাভাবনা। বলবে কিছু ভৌতিক এবং অবিশ্বাস্য গল্প। সঙ্গে রয়েছে একটি দুষ্টু-মিষ্টি প্রেমের গল্পও। নাটকে দেখা যাবে টেনিদার সঙ্গে এক যুবতির রোমান্স।

টেনিদা
নাটকের দৃশ্য
টেনিদা
চারমূর্তী

'টেনিদা' এর আগে ৩৫ বার দেখে ফেলেছেন দর্শক। নাটকটি দর্শকের টানে ফের মঞ্চস্থ হবে ৭ অগাস্ট, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে, ঠিক সন্ধ্যে ০৬:৩০টায়।

টেনিদা
নাটকের দৃশ্য...


কলকাতা : লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি 'টেনিদা'। তাঁরই গল্প অবলম্বনে নাটকটি লিখেছেন উজ্জল মণ্ডল। নির্দেশনা করেছেন অনির্বাণ ভট্টাচার্য। হাস্যরসে ভরপুর নাটক 'টেনিদা'। চরিত্র নির্ভর এই নাটক মঞ্চস্থ হয়ে চলেছে বাংলার ঐতিহ্যবাহী মঞ্চ ভাবনায়।

টেনিদা
হাস্যরসে ভরপুর নাটক 'টেনিদা' ফিরিয়ে দেবে বাঙালির নস্টালজিয়া
টেনিদা
নাটকের অভিনব পোস্টার

ক্যাবলা, হাবুল, প্যালারামকে সঙ্গে নিয়ে টেনিদা ফের একবার দেখা দেবে দর্শককে। যেখানে টেনিদা তাদের কাছে ব্যক্ত করবে নিজস্ব চিন্তাভাবনা। বলবে কিছু ভৌতিক এবং অবিশ্বাস্য গল্প। সঙ্গে রয়েছে একটি দুষ্টু-মিষ্টি প্রেমের গল্পও। নাটকে দেখা যাবে টেনিদার সঙ্গে এক যুবতির রোমান্স।

টেনিদা
নাটকের দৃশ্য
টেনিদা
চারমূর্তী

'টেনিদা' এর আগে ৩৫ বার দেখে ফেলেছেন দর্শক। নাটকটি দর্শকের টানে ফের মঞ্চস্থ হবে ৭ অগাস্ট, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে, ঠিক সন্ধ্যে ০৬:৩০টায়।

টেনিদা
নাটকের দৃশ্য...
Intro:দৃশ্যপট নাট্যদলের প্রযোজনা 'টেনিদা' নাটকটি দর্শকের এত ভালো লেগেছে, যে লাগাতারভাবে মঞ্চস্থ হচ্ছে। আগামী ৭ আগস্ট অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হচ্ছে সেটি। খোঁজ নিল ETV ভারত সিতারা।


Body:লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ সৃষ্টি 'টেনিদা'। তারই গল্প অবলম্বনে নাটকটি লিখেছেন উজ্জল মণ্ডল। নির্দেশনা করেছেন অনির্বাণ ভট্টাচার্য। হাস্যরসে ভরপুর এই নাটক কমেডি নাটকের নিদর্শন। চরিত্র নির্ভর এই নাটক মঞ্চস্থ হয়ে চলেছে বাংলার ঐতিহ্যবাহী মঞ্চ ভাবনায়।

ক্যাবলা, হাবুল, প্যালারামকে সঙ্গে নিয়ে টেনিদা ফের একবার দেখা দেবে দর্শককে। যেখানে টেনিদা তাদের ব্যক্ত করবে তার চিন্তাভাবনা। বলবে কিছু ভৌতিক এবং অবিশ্বাস্য গল্প।




Conclusion:এর সঙ্গে রয়েছে একটি দুষ্টু মিষ্টি প্রেমের গল্পও। নাটক কি দেখা যাবে টেনিদার সঙ্গে এক যুবতির রোমান্স। এই নাটক এর আগে ৩৫ বার দেখে ফেলেছে দর্শক। নাটকটি দর্শকের টানে ফের মঞ্চস্থ হবে ৭ অগাস্ট, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে, ঠিক সন্ধ্যে ০৬:৩০টায়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.