ETV Bharat / sitara

বাংলা থিয়েটারে আর্থার মিলারের 'ডেথ অফ অ্যা সেলসম্যান' - Death of a Salesman

নাটকের নাম 'একটি সেলসম্যানের মৃত্যু'। মার্কিন নাট্যকার আর্থার মিলারের বিখ্যাত নাটক 'ডেথ অফ অ্যা সেলসম্যান' থেকে অনুপ্রাণিত হয়ে নির্দেশক ও নাট্যকার সারণ্য দে তৈরি করেছেন নতুন এই নাটক। খোঁজ নিল ETV ভারত সিতারা।

Death of a Salesman
Death of a Salesman
author img

By

Published : Nov 30, 2019, 2:07 PM IST

Updated : Nov 30, 2019, 5:00 PM IST

কলকাতা : নাট্যপ্রেমীদের কাছে খুব পরিচিত নাটক 'ডেথ অফ অ্যা সেলসম্যান'। সেই নাটককে বাংলা রূপান্তরিত করেছেন সারণ্য। ইতিমধ্য়েই হয়ে গেছে নাটকটির দু'টো শো। এই প্রসঙ্গে কথা বললেন পরিচালক।

Death of a Salesman
নাটকের দৃশ্য..

তিনি বললেন, "এই সময় ভারতের অর্থনৈতিক অবস্থা যে জায়গায় দাঁড়িয়েছে, এই যে রাষ্ট্র থেকে নিউ ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, স্বপ্ন দেখানো হচ্ছে যে দেশ হিসেবে ভারত এগোচ্ছে এবং মিডিয়াও সেটা বেশ প্রচার করছে... কিন্তু আসলে কি তাই? আসলে তো একটা ফাঁপা স্বপ্ন বিক্রি করছে রাষ্ট্র ও আমরা সেটা কিনছি। এভাবে আসলে মধ্যবিত্তকে ঠকানো হচ্ছে। 'ডেথ অফ অ্যা সেলসম্যান' যে সময়ে লেখা, সেই সময়ের অ্যামেরিকান অর্থনৈতিক অবস্থা এবং আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা অনেকটাই মিলে যাচ্ছে। এই রাষ্ট্র একটা বানানো স্বপ্ন দেখানোর চেষ্টা করছে, তার জন্য তারা হয়তো ভোটও পাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে মধ্যবিত্তের অবস্থাই সবচেয়ে খারাপ হয়ে দাঁড়াচ্ছে। আমাদের চাকরি নেই। GDP আরও কমছে। কিন্তু মিডিয়া প্রচার করছে, যে ভারত এগোচ্ছে। আমরা সময়টাকে ধরার চেষ্টা করছি।"

Death of a Salesman
নাটকের দৃশ্য..


নাটকটিতে অভিনয় করেছেন সমুদ্রনীল সরকার, সুস্মিতা চক্রবর্তী, সুমিত দে, অভিজিৎ বসাক, হরিদাস দে, পরিতোষ মণ্ডল, রাজ, অদ্রিজা রায়, অনুভব মণ্ডল, বিশ্বদীপ সরকার, আশিয়ানা দাস এবং সারণ্য দে। নাটকের সংগীত করেছেন পঞ্চজন্য দে। আলো করেছেন সৌমেন চক্রবর্তী এবং মেকআপের দায়িত্বে ছিলেন মিতালী সরকার।

কলকাতা : নাট্যপ্রেমীদের কাছে খুব পরিচিত নাটক 'ডেথ অফ অ্যা সেলসম্যান'। সেই নাটককে বাংলা রূপান্তরিত করেছেন সারণ্য। ইতিমধ্য়েই হয়ে গেছে নাটকটির দু'টো শো। এই প্রসঙ্গে কথা বললেন পরিচালক।

Death of a Salesman
নাটকের দৃশ্য..

তিনি বললেন, "এই সময় ভারতের অর্থনৈতিক অবস্থা যে জায়গায় দাঁড়িয়েছে, এই যে রাষ্ট্র থেকে নিউ ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, স্বপ্ন দেখানো হচ্ছে যে দেশ হিসেবে ভারত এগোচ্ছে এবং মিডিয়াও সেটা বেশ প্রচার করছে... কিন্তু আসলে কি তাই? আসলে তো একটা ফাঁপা স্বপ্ন বিক্রি করছে রাষ্ট্র ও আমরা সেটা কিনছি। এভাবে আসলে মধ্যবিত্তকে ঠকানো হচ্ছে। 'ডেথ অফ অ্যা সেলসম্যান' যে সময়ে লেখা, সেই সময়ের অ্যামেরিকান অর্থনৈতিক অবস্থা এবং আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা অনেকটাই মিলে যাচ্ছে। এই রাষ্ট্র একটা বানানো স্বপ্ন দেখানোর চেষ্টা করছে, তার জন্য তারা হয়তো ভোটও পাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে মধ্যবিত্তের অবস্থাই সবচেয়ে খারাপ হয়ে দাঁড়াচ্ছে। আমাদের চাকরি নেই। GDP আরও কমছে। কিন্তু মিডিয়া প্রচার করছে, যে ভারত এগোচ্ছে। আমরা সময়টাকে ধরার চেষ্টা করছি।"

Death of a Salesman
নাটকের দৃশ্য..


নাটকটিতে অভিনয় করেছেন সমুদ্রনীল সরকার, সুস্মিতা চক্রবর্তী, সুমিত দে, অভিজিৎ বসাক, হরিদাস দে, পরিতোষ মণ্ডল, রাজ, অদ্রিজা রায়, অনুভব মণ্ডল, বিশ্বদীপ সরকার, আশিয়ানা দাস এবং সারণ্য দে। নাটকের সংগীত করেছেন পঞ্চজন্য দে। আলো করেছেন সৌমেন চক্রবর্তী এবং মেকআপের দায়িত্বে ছিলেন মিতালী সরকার।

Intro:নাটকটির নাম 'একটি সেলসম্যানের মৃত্যু'। মার্কিন নাট্যকার আর্থার মিলারের বিখ্যাত নাটক 'ডেথ অফ এ সেলসম্যান' থেকে অনুপ্রাণিত হয়ে নির্দেশক ও নাট্যকার সারণ্য দে তৈরি করেছেন তাঁর নতুন নাটক 'একটি সেলসম্যানের মৃত্যু'। ইতিমধ্যেই দুটি শো হয়ে গেছে নাটকের। ৩০ নভেম্বর সন্ধ্যা ৬:৩০টায় তপন থিয়েটারে মঞ্চস্থ হবে নাটকের তৃতীয় শো। নাটক সম্পর্কে খোঁজ নিল ETV ভারত সিতারা।


Body:আর্থার মিলারের নাটক অবলম্বনে তৈরি এই প্রযোজনার কাহিনি এক বাবা ও তাঁর পুত্রের সম্পর্কের কথা বলে। কথা বলে স্বপ্নের এবং কীভাবে সেই স্বপ্নকে বিক্রি করে রাষ্ট্রের পুঁজিবাদ। এখানে উইলি লোম্যানের সংকটকে আধুনিক মানবের সঙ্কট হিসেবে দেখানো হয়। যেখানে মানুষের স্বপ্নকে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্য ব্যবহার করা হয়। পরিপুষ্ট পুঁজিবাদের প্রতি নিঃশব্দ সমর্থন তৈরি হয়, যার নাম দেওয়া হয় 'উন্নতি'। এবং সেখানেই একজন সেলসম্যানের মৃত্যু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

নাটক প্রসঙ্গে কথা বলতে গিয়ে নির্দেশক সারণ্য দে ETV ভারত সিতারাকে বলেন, "এই নাটকটি আমেরিকান ড্রিমের উপরে লেখা। একটি ফাঁপা স্বপ্ন, যেখানে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড বিক্রি করার চেষ্টা করেছিল। মধ্যবিত্ত সেই স্বপ্নটা ভালো কিনেওছে। এবং ঠকেওছে। এই সময় ভারতের অর্থনৈতিক অবস্থা যে জায়গায় দাঁড়িয়েছে, এই যে নিউ ইন্ডিয়ার কথা বলা হচ্ছে রাষ্ট্র থেকে, স্বপ্ন দেখানো হচ্ছে যে ভারত দেশ হিসেবে এগোচ্ছে, নাম করছে এবং মিডিয়াও সেটা বেশ প্রচার করছে... কিন্তু আসলে কি তাই? আসলে তো একটা ফাঁপা স্বপ্ন আমরা কিনছি। এবং রাষ্ট্র সেটা বিক্রি করছে। এই যে ফাঁপা মধ্যবিত্ত স্বপ্ন, মধ্যবিত্তকে ঠকানোই হচ্ছে। সেই সময়কার অ্যামেরিকান অর্থনৈতিক অবস্থা এবং আমাদের অর্থনৈতিক অবস্থা অনেকটাই কিন্তু মিলে যাচ্ছে। এই রাষ্ট্র একটা বানানো স্বপ্ন দেখানোর চেষ্টা করছে, তার জন্য তারা হয়তো ভোটও পাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এই সময়ে মধ্যবিত্তের অবস্থা সবচেয়ে খারাপ। আমাদের চাকরি নেই। GDP আরও ফল করছে। কিন্তু মিডিয়া প্রচার করছে, যে ভারত এগোচ্ছে। আমরা আমাদের নাটকে সবসময় চেষ্টা করেছি সময়টাকে ধরার। আমি যখন নাটকটার তর্জমা করছিলাম, কয়েকটা আমেরিকান রেফারেন্স ছাড়া, যদিও কয়েকটা নাম পাল্টাতে হয়েছে, আমাকে কিন্তু সংলাপে তেমনকিছু পরিবর্তন আনতে হয়নি। বাবা-ছেলের সংলাপ যেন ভারতবর্ষ হয়ে দাঁড়াচ্ছে। সময়কে অতিক্রম করে মানুষের দুঃখ, খুবই প্রাসঙ্গিক হয়ে উঠছে, তাই এই নাটকটা করা"


Conclusion:নাটকটিতে অভিনয় করেছেন সমুদ্রনীল সরকার, সুস্মিতা চক্রবর্তী, সুমিত দে, অভিজিৎ বসাক, হরিদাস দে, পরিতোষ মণ্ডল, রাজ, অদ্রিজা রায়, অনুভব মণ্ডল, বিশ্বদীপ সরকার, আশিয়ানা দাস এবং সারণ্য দে। নাটকের সংগীত করেছেন পঞ্চজন্য দে। আলো করেছেন সৌমেন চক্রবর্তী এবং মেকআপের দায়িত্বে ছিলেন মিতালী সরকার।

Last Updated : Nov 30, 2019, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.