ETV Bharat / sitara

খরাজের নতুন নাটক 'ডজন দুজন', পালটাতে পারে ট্রেন্ড!

author img

By

Published : Dec 14, 2019, 6:44 PM IST

'বেহালা ব্রাত্যজন'-এর নতুন নাটক 'ডজন দুজন'।

Kharaj Mukherjee theatre
Kharaj Mukherjee theatre

কলকাতা : সিনেমা থেকে থিয়েটার, যে কোনও চরিত্রে সহজে মানিয়ে যেতে পারেন খরাজ মুখোপাধ্যায়। এই নাটকটির প্রাণপুরুষও খরাজ। বারোটি ছোটোগল্প ও প্রতিটা গল্পে দু'জন অভিনেতা। খুবই অভিনব ভাবনায় 'ডজন দুজন'। নাটকের মহড়ায় উপস্থিত ছিল ETV ভারত সিতারা।

এই নাটকে অভিনয় করছেন, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, সাহেব ভট্টাচার্য, সুপ্রিয় দত্ত, পৌলমী, দেবরঞ্জন নাগ প্রমুখ। অভিনয়ের সঙ্গে নির্দেশনাও দিয়েছেন খরাজ, গেয়েছেন গানও। সংগীত পরিচালনা করেছেন পুত্র বিহু।

দেখে নিন ভিডিয়ো...


'ডজন দুজন'এর প্রথম শো মঞ্চস্থ হবে দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে, সন্ধ্যে সাড়ে ০৬:৩০টার সময়।

কলকাতা : সিনেমা থেকে থিয়েটার, যে কোনও চরিত্রে সহজে মানিয়ে যেতে পারেন খরাজ মুখোপাধ্যায়। এই নাটকটির প্রাণপুরুষও খরাজ। বারোটি ছোটোগল্প ও প্রতিটা গল্পে দু'জন অভিনেতা। খুবই অভিনব ভাবনায় 'ডজন দুজন'। নাটকের মহড়ায় উপস্থিত ছিল ETV ভারত সিতারা।

এই নাটকে অভিনয় করছেন, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, সাহেব ভট্টাচার্য, সুপ্রিয় দত্ত, পৌলমী, দেবরঞ্জন নাগ প্রমুখ। অভিনয়ের সঙ্গে নির্দেশনাও দিয়েছেন খরাজ, গেয়েছেন গানও। সংগীত পরিচালনা করেছেন পুত্র বিহু।

দেখে নিন ভিডিয়ো...


'ডজন দুজন'এর প্রথম শো মঞ্চস্থ হবে দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে, সন্ধ্যে সাড়ে ০৬:৩০টার সময়।

Intro:বেহালা ব্রাত্যজনের নতুন নাটক 'ডজন দুজন'। নাটকটির প্রাণপুরুষ অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। একটি নাটকে বারোটি ছোটোগল্প এবং সেই প্রত্যেকটি গল্পে দু'জন অভিনেতা। গল্পগুলি নানা স্বাদের। এরকম ধারণা বোধহয় বাংলা নাটকে এই প্রথম। 'ডজন দু'জন' নাটকের মহড়ায় গিয়ে খোঁজ নিল ETV ভারত সিতারা, সকলে কথা বললেন আমাদের সঙ্গে।


Body:'ডজন দু'জন'এ অভিনয় করছেন পরদার পরিচিত মুখ যেমন অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, পৌলোমী, সুপ্রিয় দত্ত, দেবরঞ্জন নাগ। অন্যদিকে অভিনয় করেছেন নাট্যদলের অভিনেতা অভিনেত্রীরাও। নাটকটি নিয়ে অত্যন্ত আশাবাদী নির্দেশক খরাজ। নাটকের গানও গেয়েছেন তিনি। সঙ্গীত করেছেন খরাজের পুত্র বিহু।


Conclusion:'ডজন দুজন'এর প্রথম শো মঞ্চস্থ হবে দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে, সন্ধ্যে সাড়ে ০৬:৩০টার সময়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.