ETV Bharat / sitara

"সোনাক্ষী ধন পশু", কটাক্ষ উত্তরপ্রদেশের মন্ত্রীর - Ramayana

একটি জনপ্রিয় টেলিভিশন কুইজ় শো'তে রামায়ণের উপর প্রশ্ন করা হলে উত্তর দিতে না পারায় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে "ধন পশু" বলে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সুনীল ভরালা । সঙ্গে জানান, এসব মানুষের শেখার সময় নেই । তাঁরা শুধু অর্থ উপার্জনের কথা ভাবেন ।

সোনাক্ষী সিনহা
author img

By

Published : Sep 24, 2019, 1:18 PM IST

মিরাট : একটি জনপ্রিয় টেলিভিশন কুইজ় শো'তে রামায়ণের বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর দিতে পারেননি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা । এত সোজা উত্তর দিতে না পারায় সোনাক্ষীকে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সুনীল ভরালা ।

সুনীল সোনাক্ষীকে 'ধন পশু' বলে কটাক্ষ করেন । সঙ্গে জানান, এসব মানুষের শেখার সময় নেই । তাঁরা শুধু অর্থ উপার্জনের কথা ভাবেন ।

তিনি বলেন, "এসব মানুষ শুধু টাকার পিছনে দৌড়ান । তাঁরা শুধু অর্থ উপার্জনের কথা ভাবেন এবং সেই টাকা তাঁরা নিজেদের জন্যই খরচ করেন । তাঁদের ইতিহাস ও ভগবানের উপর কোনও জ্ঞান নেই । শেখার কোনও সময় নেই । এর থেকে দুঃখের আর কিছু হয় না ।"

'কৌন বনেগা ক্রোড়পতি' কুইজ় শো'তে রামায়ণের উপর করা প্রশ্নের উত্তর দিতে পারেননি অভিনেত্রী । 20 সেপ্টেম্বরের এপিসোডে রাজস্থানের একজন প্রতিযোগীকে সমর্থন করতে শো'তে আসেন তিনি । তাঁকে প্রশ্ন করা হয়, "রামায়ণে হনুমান কার জন্য সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিল ?"

"সুঘ্রীব, লক্ষ্মণ, সীতা ও রাম" চারটি অপশন দেওয়ার পরও উত্তর দিতে পারেননি সোনাক্ষী । উত্তরের জন্য লাইফলাইনের সাহায্য নেন তিনি ।

ভারতীয় মহাকাব্যের বিষয়ে সোনাক্ষীর এত কম জ্ঞান থাকায় অবাক হয়েছেন সুনীল । শোয়ের হোস্ট অমিতাভ বচ্চন পরে মন্তব্য করেন যে, সোনাক্ষী যে বাড়িতে থাকেন তার নাম 'রামায়ণ' । তাঁর বাবার নাম শত্রুঘ্ন সিনহা, যার তিন ভাইয়ের নাম রাম, লক্ষ্মণ ও ভরত এবং তাঁর নিজের দুই ভাইয়ের নাম লব ও কুষ । তারপরও তাঁর উত্তর না জানাটা অদ্ভুত ।

রামায়ণ সম্পর্কে না জানায় সোশাল মিডিয়ায় ট্রোলও হতে হয় সোনাক্ষীকে । তিনি ট্রোলারদের পালটা জানান, তিনি অনেক কিছুই জানেন না । ট্রোলারদের কাজ না থাকলে সেই বিষয় নিয়েও তাঁরা যেন ট্রোল করে ।

মিরাট : একটি জনপ্রিয় টেলিভিশন কুইজ় শো'তে রামায়ণের বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর দিতে পারেননি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা । এত সোজা উত্তর দিতে না পারায় সোনাক্ষীকে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সুনীল ভরালা ।

সুনীল সোনাক্ষীকে 'ধন পশু' বলে কটাক্ষ করেন । সঙ্গে জানান, এসব মানুষের শেখার সময় নেই । তাঁরা শুধু অর্থ উপার্জনের কথা ভাবেন ।

তিনি বলেন, "এসব মানুষ শুধু টাকার পিছনে দৌড়ান । তাঁরা শুধু অর্থ উপার্জনের কথা ভাবেন এবং সেই টাকা তাঁরা নিজেদের জন্যই খরচ করেন । তাঁদের ইতিহাস ও ভগবানের উপর কোনও জ্ঞান নেই । শেখার কোনও সময় নেই । এর থেকে দুঃখের আর কিছু হয় না ।"

'কৌন বনেগা ক্রোড়পতি' কুইজ় শো'তে রামায়ণের উপর করা প্রশ্নের উত্তর দিতে পারেননি অভিনেত্রী । 20 সেপ্টেম্বরের এপিসোডে রাজস্থানের একজন প্রতিযোগীকে সমর্থন করতে শো'তে আসেন তিনি । তাঁকে প্রশ্ন করা হয়, "রামায়ণে হনুমান কার জন্য সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিল ?"

"সুঘ্রীব, লক্ষ্মণ, সীতা ও রাম" চারটি অপশন দেওয়ার পরও উত্তর দিতে পারেননি সোনাক্ষী । উত্তরের জন্য লাইফলাইনের সাহায্য নেন তিনি ।

ভারতীয় মহাকাব্যের বিষয়ে সোনাক্ষীর এত কম জ্ঞান থাকায় অবাক হয়েছেন সুনীল । শোয়ের হোস্ট অমিতাভ বচ্চন পরে মন্তব্য করেন যে, সোনাক্ষী যে বাড়িতে থাকেন তার নাম 'রামায়ণ' । তাঁর বাবার নাম শত্রুঘ্ন সিনহা, যার তিন ভাইয়ের নাম রাম, লক্ষ্মণ ও ভরত এবং তাঁর নিজের দুই ভাইয়ের নাম লব ও কুষ । তারপরও তাঁর উত্তর না জানাটা অদ্ভুত ।

রামায়ণ সম্পর্কে না জানায় সোশাল মিডিয়ায় ট্রোলও হতে হয় সোনাক্ষীকে । তিনি ট্রোলারদের পালটা জানান, তিনি অনেক কিছুই জানেন না । ট্রোলারদের কাজ না থাকলে সেই বিষয় নিয়েও তাঁরা যেন ট্রোল করে ।

Intro:Body:

UP minister slams Sonakshi Sinha


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.