ETV Bharat / sitara

Prankenstein Teaser : হাজির কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ 'প্র্যাঙ্কেনস্টাইন'-এর টিজার

author img

By

Published : Mar 25, 2022, 10:15 AM IST

মুক্তির পথে সাগ্নিক চট্টোপাধ্যায় (সমু) পরিচালিত ওয়েব সিরিজ 'প্র্যাঙ্কেনস্টাইন' । মুখ্য ভূমিকায় কৌশিক গঙ্গোপাধ্যায় (Web Series Prankenstein Starring Kaushik Ganguly) । 'ক্লিক'-এর ইউটিউব প্ল্যাটফর্মে আসবে এই সিরিজ ।

Prankenstein Teaser Release
হাজির কৌশিক গাঙ্গুলি অভিনীত ওয়েব সিরিজ 'প্র্যাঙ্কেনস্টাইন'-এর টিজার

কলকাতা, 25 মার্চ : খুব তাড়াতাড়ি পর্দায় আসতে চলেছে সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'প্র্যাঙ্কেনস্টাইন' ৷ 'টিকটিকি' ওয়েব সিরিজের দুরন্ত সাফল্যের পর এই সিরিজে কৌশিক গঙ্গোপাধ্যায়কে আরও একবার দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে (Web Series Prankenstein Starring Kaushik Ganguly) ৷ গল্পের দিকে তাকালে দেখা যায়, বিপজ্জনক এবং বেপরোয়া প্র্যাংক ভিডিও তৈরি করে প্র্যাংকস্টার গ্রুপ প্র্যাঙ্কেনস্টাইনের আজ ভারত জোড়া নামডাকব । এই ভাইরাল গ্রুপের মুকুটে সিলভার এবং গোল্ড প্লে বাটনের পরে সম্প্রতি জুড়ে গেল একটি নতুন পালক । মুম্বই শহরে একটি ফ্যানফেস্টে আমন্ত্রণ পায় তারা । সেই আনন্দ উদযাপন করতে তারা কলকাতার উপকণ্ঠের কোনও শতাধিক বছর প্রাচীন রাজবাড়িতে রাত কাটাতে উপস্থিত হয় ।

উদযাপন চলাকালীন পানীয় ফুরিয়ে যাওয়ায় দলের দুই সদস্য রুবেন এবং ভিকি তা কিনতে রাজবাড়ির বাইরে বেরোয় । রাজবাড়িতে থেকে যায় দলেরই আর দুই সদস্য শিরিন এবং আরু । পানীয় কিনে ফিরে আসার পর ঘরে ঢুকে ভিতরের দৃশ্য দেখে ছেলেদুটি বিস্ময়ে হতবাক হয়ে যায় । তারা দেখে, তাদের বান্ধবীরা জবুথবু হয়ে ঘরের এক কোণে বসে আছে । তাদের থেকে একটু দূরে চেয়ারে আরাম করে বসে আছে এক অদ্ভুত দর্শন প্রৌঢ়, যাকে দেখতে নিতান্তই ছা-পোষা নিরীহ মধ্যবিত্ত বাঙালির মতো । কিন্তু তার হাতে পিস্তল । লোকটির আচরণে যেন মধু ঝরে পড়ে । কিন্তু তার এই বাড়িতে আগমনের কারণ শুনে চারটি ছেলেমেয়ের বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায় ।

Prankenstein Teaser Release
মুক্তির পথে সাগ্নিক চট্টোপাধ্যায় (সমু) পরিচালিত ওয়েব সিরিজ 'প্র্যাঙ্কেনস্টাইন'

এই প্রৌঢ় নিজেকে এই প্র্যাংকস্টার গ্রুপের একজন একনিষ্ঠ ভক্ত বলে দাবি করে এবং তাদের সামনে একটি অদ্ভুত প্রস্তাব রাখে । তার প্ল্যান মাফিক একটি প্র্যাংক সেই রাতেই তাদের সংঘটিত করতে হবে । তবেই তাদের মুক্তি মিলবে এই নতুন সমস্যার হাত থেকে । নইলে অঘটন অবশ্যম্ভাবী । তারা বোঝে, এই প্রৌঢ় উন্মাদ । তার ওপর তার হাতে রয়েছে উদ্যত আগ্নেয়াস্ত্র । অগত্যা উপায়ান্তর না দেখে রুবেন, শিরিন এবং ভিকি বেরিয়ে পড়ে তার ইচ্ছাপূরণের উদ্দেশ্যে । আর এদিকে আরু জামিন হিসেবে রাজবাড়িতেই প্রৌঢ়র হাতে বন্দি থাকে ।

Prankenstein Teaser Release
মুখ্য ভূমিকায় কৌশিক গঙ্গোপাধ্যায়

কিন্তু বিধি বাম । প্রৌঢ়র নির্দেশে প্র্যাংক করতে গিয়ে ঘটে যায় এক নিষ্পাপ মানুষের মৃত্যু । প্রচণ্ড আতঙ্কিত হয়ে তাঁর কাছে ফেরত গিয়ে তাদের আরও বড় ধাক্কা লাগে । যখন তারা প্রৌঢ়র ল্যাপটপে তাদের খানিক আগে করা অনিচ্ছাকৃত হত্যার ছবি দেখতে পায় । তারা বোঝে, তারা পাতা জালে ফেঁসে গেছে । পালাবার রাস্তা নেই । প্রৌঢ় তাদের বলেন, একটি সফল প্র্যাংক না করে তাদের মুক্তি নেই । যত বড় অঘটনই ঘটুক, প্র্যাংক তাদের করতেই হবে । অগত্যা তারা বেরিয়ে পড়ে তাদের সেই রাতের দ্বিতীয় প্র্যাংকের লক্ষ্যে। কিন্তু ভাগ্য এবারও বিরূপ । ঘটে যায় আরেকটি অনিচ্ছাকৃত মৃত্যু । যথারীতি এবারও তারা ফিরে গিয়ে প্রৌঢ়র ল্যাপটপে তাদের খানিক আগে ঘটিয়ে আসা অঘটনের ছবি দেখে বিপর্যস্ত হয়ে পড়ে । পর পর দুটি মৃত্যু ঘটিয়ে ফেলার পর, এবার প্রৌঢ় তাদের এক ভয়ানক প্র্যাংকের দিকে এগিয়ে দেয়, যা সরাসরি তাদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে । তারা কি মুক্তি পাবে এই রহস্যময় উন্মাদ প্রৌঢ়র হাত থেকে? নাকি তাদের জন্য অদ্যই শেষ রজনী? জানা যাবে কদিনের মধ্যেই ।

আরও পড়ুন: বিশ্বাস হচ্ছে না অভিষেক আর নেই, শোকস্তব্ধ প্রসেনজিৎ

সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপ দে, শ্রীতমা দে, ঈপ্সিতা কুণ্ডু, রেমো, ভাস্কর দত্ত, রোহিনী চট্টোপাধ্যায়, সোমনাথ ভট্টাচার্য, প্রিয়দর্শিনী দাশগুপ্ত, অয়ন্তিকা পাল । কাহিনি, চিত্রনাট্য, সংলাপ এবং নির্দেশনায় সাগ্নিক চচট্টোপাধ্যায় । চিত্রনাট্য সহযোগিত্য শ্রেষ্ঠা চট্টোপাধ্যায় । চিত্রগ্রহণে অরিন্দম ভট্টাচার্য ।শব্দ বিন্যাস এবং সঙ্গীত পরিচালনায় রাজদীপ গঙ্গোপাধ্যায় । প্রযোজনায় 'মিক্লি ওয়ে ফিল্মস'। ক্লিক-এর ইউটিউবে আসবে এই সিরিজ ।

কলকাতা, 25 মার্চ : খুব তাড়াতাড়ি পর্দায় আসতে চলেছে সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'প্র্যাঙ্কেনস্টাইন' ৷ 'টিকটিকি' ওয়েব সিরিজের দুরন্ত সাফল্যের পর এই সিরিজে কৌশিক গঙ্গোপাধ্যায়কে আরও একবার দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে (Web Series Prankenstein Starring Kaushik Ganguly) ৷ গল্পের দিকে তাকালে দেখা যায়, বিপজ্জনক এবং বেপরোয়া প্র্যাংক ভিডিও তৈরি করে প্র্যাংকস্টার গ্রুপ প্র্যাঙ্কেনস্টাইনের আজ ভারত জোড়া নামডাকব । এই ভাইরাল গ্রুপের মুকুটে সিলভার এবং গোল্ড প্লে বাটনের পরে সম্প্রতি জুড়ে গেল একটি নতুন পালক । মুম্বই শহরে একটি ফ্যানফেস্টে আমন্ত্রণ পায় তারা । সেই আনন্দ উদযাপন করতে তারা কলকাতার উপকণ্ঠের কোনও শতাধিক বছর প্রাচীন রাজবাড়িতে রাত কাটাতে উপস্থিত হয় ।

উদযাপন চলাকালীন পানীয় ফুরিয়ে যাওয়ায় দলের দুই সদস্য রুবেন এবং ভিকি তা কিনতে রাজবাড়ির বাইরে বেরোয় । রাজবাড়িতে থেকে যায় দলেরই আর দুই সদস্য শিরিন এবং আরু । পানীয় কিনে ফিরে আসার পর ঘরে ঢুকে ভিতরের দৃশ্য দেখে ছেলেদুটি বিস্ময়ে হতবাক হয়ে যায় । তারা দেখে, তাদের বান্ধবীরা জবুথবু হয়ে ঘরের এক কোণে বসে আছে । তাদের থেকে একটু দূরে চেয়ারে আরাম করে বসে আছে এক অদ্ভুত দর্শন প্রৌঢ়, যাকে দেখতে নিতান্তই ছা-পোষা নিরীহ মধ্যবিত্ত বাঙালির মতো । কিন্তু তার হাতে পিস্তল । লোকটির আচরণে যেন মধু ঝরে পড়ে । কিন্তু তার এই বাড়িতে আগমনের কারণ শুনে চারটি ছেলেমেয়ের বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায় ।

Prankenstein Teaser Release
মুক্তির পথে সাগ্নিক চট্টোপাধ্যায় (সমু) পরিচালিত ওয়েব সিরিজ 'প্র্যাঙ্কেনস্টাইন'

এই প্রৌঢ় নিজেকে এই প্র্যাংকস্টার গ্রুপের একজন একনিষ্ঠ ভক্ত বলে দাবি করে এবং তাদের সামনে একটি অদ্ভুত প্রস্তাব রাখে । তার প্ল্যান মাফিক একটি প্র্যাংক সেই রাতেই তাদের সংঘটিত করতে হবে । তবেই তাদের মুক্তি মিলবে এই নতুন সমস্যার হাত থেকে । নইলে অঘটন অবশ্যম্ভাবী । তারা বোঝে, এই প্রৌঢ় উন্মাদ । তার ওপর তার হাতে রয়েছে উদ্যত আগ্নেয়াস্ত্র । অগত্যা উপায়ান্তর না দেখে রুবেন, শিরিন এবং ভিকি বেরিয়ে পড়ে তার ইচ্ছাপূরণের উদ্দেশ্যে । আর এদিকে আরু জামিন হিসেবে রাজবাড়িতেই প্রৌঢ়র হাতে বন্দি থাকে ।

Prankenstein Teaser Release
মুখ্য ভূমিকায় কৌশিক গঙ্গোপাধ্যায়

কিন্তু বিধি বাম । প্রৌঢ়র নির্দেশে প্র্যাংক করতে গিয়ে ঘটে যায় এক নিষ্পাপ মানুষের মৃত্যু । প্রচণ্ড আতঙ্কিত হয়ে তাঁর কাছে ফেরত গিয়ে তাদের আরও বড় ধাক্কা লাগে । যখন তারা প্রৌঢ়র ল্যাপটপে তাদের খানিক আগে করা অনিচ্ছাকৃত হত্যার ছবি দেখতে পায় । তারা বোঝে, তারা পাতা জালে ফেঁসে গেছে । পালাবার রাস্তা নেই । প্রৌঢ় তাদের বলেন, একটি সফল প্র্যাংক না করে তাদের মুক্তি নেই । যত বড় অঘটনই ঘটুক, প্র্যাংক তাদের করতেই হবে । অগত্যা তারা বেরিয়ে পড়ে তাদের সেই রাতের দ্বিতীয় প্র্যাংকের লক্ষ্যে। কিন্তু ভাগ্য এবারও বিরূপ । ঘটে যায় আরেকটি অনিচ্ছাকৃত মৃত্যু । যথারীতি এবারও তারা ফিরে গিয়ে প্রৌঢ়র ল্যাপটপে তাদের খানিক আগে ঘটিয়ে আসা অঘটনের ছবি দেখে বিপর্যস্ত হয়ে পড়ে । পর পর দুটি মৃত্যু ঘটিয়ে ফেলার পর, এবার প্রৌঢ় তাদের এক ভয়ানক প্র্যাংকের দিকে এগিয়ে দেয়, যা সরাসরি তাদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে । তারা কি মুক্তি পাবে এই রহস্যময় উন্মাদ প্রৌঢ়র হাত থেকে? নাকি তাদের জন্য অদ্যই শেষ রজনী? জানা যাবে কদিনের মধ্যেই ।

আরও পড়ুন: বিশ্বাস হচ্ছে না অভিষেক আর নেই, শোকস্তব্ধ প্রসেনজিৎ

সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপ দে, শ্রীতমা দে, ঈপ্সিতা কুণ্ডু, রেমো, ভাস্কর দত্ত, রোহিনী চট্টোপাধ্যায়, সোমনাথ ভট্টাচার্য, প্রিয়দর্শিনী দাশগুপ্ত, অয়ন্তিকা পাল । কাহিনি, চিত্রনাট্য, সংলাপ এবং নির্দেশনায় সাগ্নিক চচট্টোপাধ্যায় । চিত্রনাট্য সহযোগিত্য শ্রেষ্ঠা চট্টোপাধ্যায় । চিত্রগ্রহণে অরিন্দম ভট্টাচার্য ।শব্দ বিন্যাস এবং সঙ্গীত পরিচালনায় রাজদীপ গঙ্গোপাধ্যায় । প্রযোজনায় 'মিক্লি ওয়ে ফিল্মস'। ক্লিক-এর ইউটিউবে আসবে এই সিরিজ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.