ETV Bharat / sitara

Money Heist Season 5 Volume 2 : আসছে ‘মানি হাইস্ট সিজন 5, ভলিউম 2’, প্রকাশ পেল টানটান উত্তেজনায় ভরা টিজার - La casa de papel

অর্থনৈতিক সঙ্কট, ধনী-দরিদ্র বৈষম্যের সঙ্গে গোটা দুনিয়া যখন যুঝছে, সেই মোক্ষম সময়ে বুক পকেটের মোবাইলে ঢুকে পড়েছিলেন ‘ডাকাত রাজা’ ৷ হাতেকলমে শিখিয়েছিলেন অধিকার ছিনিয়ে নিতে ৷

teaser-trailer-of-money-heist-season-5-volume-2-release
মানি হাইস্ট সিজন 5, ভলিউম 2
author img

By

Published : Oct 14, 2021, 9:49 PM IST

কলকাতা, 14 অক্টোবর : পরস্পরের বিরুদ্ধে নয়, বিদ্রোহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৷ অর্থনৈতিক সঙ্কট, ধনী-দরিদ্র বৈষম্যের সঙ্গে গোটা দুনিয়া যখন যুঝছে, সেই মোক্ষম সময়ে বুক পকেটের মোবাইলে ঢুকে পড়েছিলেন ‘ডাকাত রাজা’ ৷ হাতেকলমে শিখিয়েছিলেন অধিকার ছিনিয়ে নিতে ৷ তার পর চার বছর কেটে গিয়েছে ৷ প্রফেসর, টোকিয়ো, হেলশিঙ্কি, রিয়ো-র সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন সকলে ৷ সেই একাত্মবোধ ছেদ হওয়ার আগে ফের এক বার শেষ থেকে শুরুর বার্তা নিয়ে হাজির হতে চলেছে নেটফ্লিক্স-এর সুপারহিট ওয়েবসিরিজ ‘মানি হাইস্ট সিজন 5, ভলিউম 2’ ৷

আরও পড়ুন: Aryan Khan Bail Hearing : আজও কাটাতে হবে জেলেই , বৃহস্পতিবার ফের শাহরুখ-পুত্রের জামিনের শুনানি

বুধবার নেটফ্লিক্স-এর তরফে ‘মানি হাইস্ট সিজন 5, ভলিউম 2’-এর টিজার প্রকাশ করা হয়েছে ৷ তাতে নিজের সহযোগীদের বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিতে দেখা গিয়েছে খোদ প্রফেসরকে ৷ সিজন 5-এর প্রথম পর্বে টোকিয়োর মৃত্যুর ধাক্কা নিতে না পেরে সকলে যখন বিধ্বস্ত, সেই সময় নিজের কাছের জনদের বাঁচানোর অভিযানে নামতে দেখা যাচ্ছে তাঁকে ৷ দ্বিতীয় পর্বে সরকারের চোখে চোখ রেখে, ব্যাঙ্ক অব স্পেন থেকে সকলকে নিরাপদে বার করে আনার জিম্মা নিজের কাঁধে তুলে নিতে দেখা যাবে প্রফেসরকে ৷

আরও পড়ুন: Freida Pinto : 'বেবি শাওয়ার'-এর ছবি পোস্ট ফ্রিডার, অভিনন্দন রিচার

ইউটিউবে যে টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স, তাতে দেখা গিয়েছে, সেনার হাতে বন্দি রাকেল ৷ টোকিয়োর মৃত্যুতে সম্পূর্ণ বিধ্বস্ত রিয়ো ৷ কিন্তু প্রফেসর নিজের সিদ্ধান্তে বদ্ধপরিকর ৷ এক সময় যাঁদের ব্যক্তিগত সম্পর্ক থেকে দূরে থাকতে পরামর্শ দিতেন তিনি, তাঁদের নিজের কাছের লোক বলে উল্লেখ করছেন ৷ যা হারানোর হারিয়েছেন, আর কাউকে হারাবেন না বলে নিজেকেই নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন ৷ আগামী 3 ডিসেম্বর বিশ্ব জুড়ে মুক্তি পাবে ‘মানি হাইস্ট সিজন 5, ভলিউম 2’ ৷

কলকাতা, 14 অক্টোবর : পরস্পরের বিরুদ্ধে নয়, বিদ্রোহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৷ অর্থনৈতিক সঙ্কট, ধনী-দরিদ্র বৈষম্যের সঙ্গে গোটা দুনিয়া যখন যুঝছে, সেই মোক্ষম সময়ে বুক পকেটের মোবাইলে ঢুকে পড়েছিলেন ‘ডাকাত রাজা’ ৷ হাতেকলমে শিখিয়েছিলেন অধিকার ছিনিয়ে নিতে ৷ তার পর চার বছর কেটে গিয়েছে ৷ প্রফেসর, টোকিয়ো, হেলশিঙ্কি, রিয়ো-র সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন সকলে ৷ সেই একাত্মবোধ ছেদ হওয়ার আগে ফের এক বার শেষ থেকে শুরুর বার্তা নিয়ে হাজির হতে চলেছে নেটফ্লিক্স-এর সুপারহিট ওয়েবসিরিজ ‘মানি হাইস্ট সিজন 5, ভলিউম 2’ ৷

আরও পড়ুন: Aryan Khan Bail Hearing : আজও কাটাতে হবে জেলেই , বৃহস্পতিবার ফের শাহরুখ-পুত্রের জামিনের শুনানি

বুধবার নেটফ্লিক্স-এর তরফে ‘মানি হাইস্ট সিজন 5, ভলিউম 2’-এর টিজার প্রকাশ করা হয়েছে ৷ তাতে নিজের সহযোগীদের বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিতে দেখা গিয়েছে খোদ প্রফেসরকে ৷ সিজন 5-এর প্রথম পর্বে টোকিয়োর মৃত্যুর ধাক্কা নিতে না পেরে সকলে যখন বিধ্বস্ত, সেই সময় নিজের কাছের জনদের বাঁচানোর অভিযানে নামতে দেখা যাচ্ছে তাঁকে ৷ দ্বিতীয় পর্বে সরকারের চোখে চোখ রেখে, ব্যাঙ্ক অব স্পেন থেকে সকলকে নিরাপদে বার করে আনার জিম্মা নিজের কাঁধে তুলে নিতে দেখা যাবে প্রফেসরকে ৷

আরও পড়ুন: Freida Pinto : 'বেবি শাওয়ার'-এর ছবি পোস্ট ফ্রিডার, অভিনন্দন রিচার

ইউটিউবে যে টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স, তাতে দেখা গিয়েছে, সেনার হাতে বন্দি রাকেল ৷ টোকিয়োর মৃত্যুতে সম্পূর্ণ বিধ্বস্ত রিয়ো ৷ কিন্তু প্রফেসর নিজের সিদ্ধান্তে বদ্ধপরিকর ৷ এক সময় যাঁদের ব্যক্তিগত সম্পর্ক থেকে দূরে থাকতে পরামর্শ দিতেন তিনি, তাঁদের নিজের কাছের লোক বলে উল্লেখ করছেন ৷ যা হারানোর হারিয়েছেন, আর কাউকে হারাবেন না বলে নিজেকেই নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন ৷ আগামী 3 ডিসেম্বর বিশ্ব জুড়ে মুক্তি পাবে ‘মানি হাইস্ট সিজন 5, ভলিউম 2’ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.