ETV Bharat / sitara

শুটিং শেষ, চলছে 'তানসেনের তানপুরা'র ডাবিং - jayati

এই ওয়েব সিরিজ অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, রূপসা চট্টোপাধ্যায়, জয়তি ভাটিয়া, শুভাশিস মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, ভাস্কর বন্দোপাধ্যায় ও সৌরভ সাহার মত অভিনেতারা ।

asd
asd
author img

By

Published : Sep 23, 2020, 11:11 PM IST

কলকাতা : লকডাউনের মধ্যে SVF এন্টারটেনমেন্টের ডিজিটাল প্ল্যাটফর্ম হইচইয়ের যে ওয়েব সিরিজ়টি দর্শকরা সবথেকে বেশি দেখেছেন তা হল 'তানসেনের তানপুরা'। আর সেই কথা মাথায় রেখেই আসছে সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন ।

ইতিমধ্যেই নাকি এর শুটিং শেষ করে ফেলেছেন পরিচালক সৌমিক চট্টোপাধ্যায় । নভেম্বরেই সম্প্রচারিত হবে সিরিজ়টি । সেই কারণেই তাড়াহুড়ো করে শুটিং শেষ করেছেন পরিচালক । ডাবিং নিয়ে এখন খুবই ব্যস্ত অভিনেতারা ।

asd
.

এই ওয়েব সিরিজ অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, রূপসা চট্টোপাধ্যায়, জয়তি ভাটিয়া, শুভাশিস মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, ভাস্কর বন্দোপাধ্যায় ও সৌরভ সাহার মত অভিনেতারা ।

সুরের মধ্যে মিশে আছে লুকোনো গুপ্তধনের সংকেত । সংগীত কি তবে শুধুই শিল্প নাকি তা হয়ে উঠতে পারে রহস্য উদঘাটনের সমাধানও ? বারবার এই প্রশ্নই উঠে আসে 'তানসেনের তানপুরা'-তে । সংগীত এবার কোন রহস্যের সমাধান করে, সেটাই দেখার ।

কলকাতা : লকডাউনের মধ্যে SVF এন্টারটেনমেন্টের ডিজিটাল প্ল্যাটফর্ম হইচইয়ের যে ওয়েব সিরিজ়টি দর্শকরা সবথেকে বেশি দেখেছেন তা হল 'তানসেনের তানপুরা'। আর সেই কথা মাথায় রেখেই আসছে সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন ।

ইতিমধ্যেই নাকি এর শুটিং শেষ করে ফেলেছেন পরিচালক সৌমিক চট্টোপাধ্যায় । নভেম্বরেই সম্প্রচারিত হবে সিরিজ়টি । সেই কারণেই তাড়াহুড়ো করে শুটিং শেষ করেছেন পরিচালক । ডাবিং নিয়ে এখন খুবই ব্যস্ত অভিনেতারা ।

asd
.

এই ওয়েব সিরিজ অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, রূপসা চট্টোপাধ্যায়, জয়তি ভাটিয়া, শুভাশিস মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, ভাস্কর বন্দোপাধ্যায় ও সৌরভ সাহার মত অভিনেতারা ।

সুরের মধ্যে মিশে আছে লুকোনো গুপ্তধনের সংকেত । সংগীত কি তবে শুধুই শিল্প নাকি তা হয়ে উঠতে পারে রহস্য উদঘাটনের সমাধানও ? বারবার এই প্রশ্নই উঠে আসে 'তানসেনের তানপুরা'-তে । সংগীত এবার কোন রহস্যের সমাধান করে, সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.