ETV Bharat / sitara

'তাণ্ডব' নির্মাতাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর

author img

By

Published : Jan 20, 2021, 1:23 PM IST

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য টুইটারে লেখেন, "তাণ্ডব ওয়েব সিরিজ়ের প্রযোজক, পরিচালক ও অভিনেতারা সম্প্রীতি, একতা ও হিন্দু ভাবাবেগে আঘাত করে একটা বড় অপরাধ করেছে । তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে ।"

asd
asd

লখনউ : মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে পরিচালক আলি আব্বাস জ়াফর পরিচালিত ওয়েব সিরিজ় 'তাণ্ডব'। এই সিরিজ়ের বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলেছেন নেটিজ়েনদের একাংশ । সিরিজ় বয়কটের ডাকও দেওয়া হয়েছে । এরপরই গতকাল সিরিজ়ের ওই বিতর্কিত দৃশ্য পরিবর্তন করার ঘোষণা করা হয় নির্মাতাদের তরফে । যদিও তারপরও থামেনি বিতর্ক । সিরিজ়ের নির্মাতাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে ।

এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য টুইটারে লেখেন, "তাণ্ডব ওয়েব সিরিজ়ের প্রযোজক, পরিচালক ও অভিনেতারা সম্প্রীতি, একতা ও হিন্দু ভাবাবেগে আঘাত করে একটা বড় অপরাধ করেছে । তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে ।"

  • तांडव बेब सिरीज़ के निर्माता निर्देशक और कलाकार समाजिक समरसता एकता को बिगाड़ने हिन्दुओं की धार्मिक भावनाओं को चोट पहुँचाने के अपराधी हैं कठोर क़ानूनी कार्यवाही की जायेगी

    — Keshav Prasad Maurya (@kpmaurya1) January 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

15 জানুয়ারি অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে 'তাণ্ডব'। সেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান, মহম্মদ জ়িশান আয়ুব, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভারসহ আরও অনেকে ।

সিরিজ়ে কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্যে জ়িশান আয়ুবকে শিবের চরিত্রে দেখা যায় । সেখানে শিবের থেকে রামের অনুরাগীদের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে উপহাস করা হয় । সেই দৃশ্য নিয়েই আপত্তি তোলেন নেটিজ়েনদের একাংশ । পাশাপাশি সিরিজ়ের কলাকুশলীদের বিরুদ্ধে লখনউ ও মধ্যপ্রদেশের একাধিক থানায় এফআইআর দায়ের করা হয় । ফৌজদারি মামলা দায়ের করা হয় দিল্লিতে । ওই দৃশ্য বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন বিজেপি বিধায়ক রাম কদম ।

এরপর সেই বিতর্কের জল গড়িয়ে যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রক পর্যন্ত । রবিবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফে সমন জারি করে অ্যামাজ়ন প্রাইমের থেকে জবাব চাওয়া হয় । এরপর সোমবার নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন নির্মাতারা । আর গতকাল সিরিজ়ের ওই বিতর্কিত দৃশ্যে পরিবর্তন আনা হবে বলে ফের নির্মাতাদের তরফে জানানো হয় ।

কিন্তু, সেখানও থামেনি বিতর্ক । লখনউয়ের হজ়রতগঞ্জ থানায় নির্মাতাদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে সেই মামলার তদন্তের জন্য ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছেন পুলিশের চার সদস্যের একটি টিম । এই দৃশ্য নিয়ে তাঁরা নির্মাতাদের জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে জানা গিয়েছে । পাশাপাশি নির্মাতাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী।

লখনউ : মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে পরিচালক আলি আব্বাস জ়াফর পরিচালিত ওয়েব সিরিজ় 'তাণ্ডব'। এই সিরিজ়ের বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলেছেন নেটিজ়েনদের একাংশ । সিরিজ় বয়কটের ডাকও দেওয়া হয়েছে । এরপরই গতকাল সিরিজ়ের ওই বিতর্কিত দৃশ্য পরিবর্তন করার ঘোষণা করা হয় নির্মাতাদের তরফে । যদিও তারপরও থামেনি বিতর্ক । সিরিজ়ের নির্মাতাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে ।

এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য টুইটারে লেখেন, "তাণ্ডব ওয়েব সিরিজ়ের প্রযোজক, পরিচালক ও অভিনেতারা সম্প্রীতি, একতা ও হিন্দু ভাবাবেগে আঘাত করে একটা বড় অপরাধ করেছে । তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে ।"

  • तांडव बेब सिरीज़ के निर्माता निर्देशक और कलाकार समाजिक समरसता एकता को बिगाड़ने हिन्दुओं की धार्मिक भावनाओं को चोट पहुँचाने के अपराधी हैं कठोर क़ानूनी कार्यवाही की जायेगी

    — Keshav Prasad Maurya (@kpmaurya1) January 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

15 জানুয়ারি অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে 'তাণ্ডব'। সেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান, মহম্মদ জ়িশান আয়ুব, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভারসহ আরও অনেকে ।

সিরিজ়ে কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্যে জ়িশান আয়ুবকে শিবের চরিত্রে দেখা যায় । সেখানে শিবের থেকে রামের অনুরাগীদের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে উপহাস করা হয় । সেই দৃশ্য নিয়েই আপত্তি তোলেন নেটিজ়েনদের একাংশ । পাশাপাশি সিরিজ়ের কলাকুশলীদের বিরুদ্ধে লখনউ ও মধ্যপ্রদেশের একাধিক থানায় এফআইআর দায়ের করা হয় । ফৌজদারি মামলা দায়ের করা হয় দিল্লিতে । ওই দৃশ্য বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন বিজেপি বিধায়ক রাম কদম ।

এরপর সেই বিতর্কের জল গড়িয়ে যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রক পর্যন্ত । রবিবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফে সমন জারি করে অ্যামাজ়ন প্রাইমের থেকে জবাব চাওয়া হয় । এরপর সোমবার নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন নির্মাতারা । আর গতকাল সিরিজ়ের ওই বিতর্কিত দৃশ্যে পরিবর্তন আনা হবে বলে ফের নির্মাতাদের তরফে জানানো হয় ।

কিন্তু, সেখানও থামেনি বিতর্ক । লখনউয়ের হজ়রতগঞ্জ থানায় নির্মাতাদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে সেই মামলার তদন্তের জন্য ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছেন পুলিশের চার সদস্যের একটি টিম । এই দৃশ্য নিয়ে তাঁরা নির্মাতাদের জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে জানা গিয়েছে । পাশাপাশি নির্মাতাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.