ETV Bharat / sitara

Ghanshyam Nayak : নট্টু কাকা আর নেই, মনখারাপ 'তারক মেহতার কা উল্টা চশমা'-র দর্শকদের

রবিবার প্রয়াত হন জনপ্রিয় টিভি সিরিয়াল 'তারক মেহতা কা উল্টা চশমা' খ্যাত অভিনেতা ঘনশ্যাম নায়েক ৷ তাঁর বয়স হয়েছিল 77 বছর ৷

Ghanshyam Nayak
Ghanshyam Nayak
author img

By

Published : Oct 4, 2021, 9:23 AM IST

মুম্বই, 4 অক্টোবর : তাঁর অভিনীত নট্টু কাকা চরিত্রটির ফ্যান আট থেকে আশি ৷ জনপ্রিয় হিন্দি কমেডি সিরিয়াল 'তারক মেহতা কা উল্টা চশমা' খ্যাত অভিনেতা ঘনশ্যাম নায়েক দর্শকদের কাছে 'নট্টু কাকা' নামেই পরিচিত ৷ কিন্তু আর টিভির পর্দায় দেখা যাবে না এই গুজরাতি অভিনেতাকে ৷ রবিবার বিকেলে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ অভিনেতা ৷ বয়স হয়েছিল 77 বছর ৷ ক্যানসারে ভুগছিলেন তিনি ৷

শারীরিক অসুস্থতার জন্য কিছুদিন গত বছরের ডিসেম্বরে শুটিং বন্ধ করে দেন ঘনশ্যাম নায়েক ৷ ক্যানসার ধরা পড়ে তাঁর ৷ গতবছর তাঁর ঘাড়ের কাছে একটি অস্ত্রোপচার করা হয় ৷ এরপর কিছুটা সুস্থ হয়ে কাজে ফেরেন তিনি ৷ যদিও টিভি পর্দায় আগের থেকে তাঁকে দুর্বল মনে হয়েছিল ৷ তবে মনের জোরে কাজ করে যাচ্ছিলেন এই প্রবীণ অভিনেতা ৷ কিন্তু ফের শরীর অসুস্থ হওয়ায় তাঁকে মুম্বইয়ের সূচক হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই রবিবার মৃত্যু হয় ঘনশ্যাম নায়েকের ৷

নট্টু কাকা ছাড়া 'তারক মেহতা' সিরিয়াল দেখার কথা ভাবতেও পারছেন না অনুরাগীরা ৷ তাঁর মৃত্যুর খবর প্রকাশ পেতেই মনখারাপ টিএমকেওসি ফ্যানেদের ৷ জেঠালালের (সিরিয়ালের মুখ্য চরিত্র) সঙ্গে দৃশ্যগুলিতে তাঁর অভিনয় বিশেষ পছন্দ ছিল দর্শকদের ৷ মালিক-কর্মচারীর মধ্যকার সংলাপগুলি হাসির ফোয়ারা ছোটাত ৷ নট্টু কাকার অভিনয় আর দেখা যাবে না, এটা ভেবেই মনখারাপ দর্শকদের ৷

  • It pains us to inform you all with a heavy heart about the demise of Mr Ghanshyam Nayak ji who played the role of Nattu Kaka in #TMKOC.
    Ghanshyam ji has been a invaluable member of our TMKOC family for all the 13 years of our time.

    — Taarak Mehta Ka Ooltah Chashmah (@TMKOC_NTF) October 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Sidharth Shukla : ইন্টিরিয়র ডিজাইনিংয়ে ডিগ্রি, হতে পারতেন ফুটবলার; অভিনয়ে মন ভুলিয়ে অজানার পথে সিদ্ধার্থ

ঘনশ্যাম নায়েকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ৷ টুইটারে গুজরাতি ভাষায় তিনি লেখেন, "ঘনশ্যাম নায়েকের মৃত্যু গুজরাতি থিয়েটার জগতের বড় ক্ষতি ৷" তারক মেহতার প্রযোজক অসিত কুমার মোদিও টুইট করে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি লেখেন, "আমাদের প্রিয় নট্টু কাকা আর নেই ৷ ওনার আত্মার শান্তি কামনা করি ৷ ওনার পরিবারকে এই শোক সামলে ওঠার শক্তি দিক ৷ নট্টু কাকা আমরা আপনাকে কখনও ভুলব না ৷"

  • ગુજરાતી રંગમંચથી શરુ કરી “તારક મહેતા કા ઉલ્ટા ચશ્મા”ધારાવાહિકના “નટુકાકા”ના હુલામણા નામ થી વિખ્યાત શ્રી ઘનશ્યામભાઈ નાયકના આકસ્મિક અવસાનથી ગુજરાતી રંગમંચને મોટી ખોટ પડી છે.પરમાત્મા સદ્ગતના આત્માને શાંતિ અર્પે તથા પરિવારજનોને આઘાત સહન કરવાની શક્તિ પ્રદાન કરે તેવી ઈશ્વરને પ્રાર્થના. pic.twitter.com/jiTBfLkq4q

    — Bhupendra Patel (@Bhupendrapbjp) October 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দীর্ঘ কেরিয়ারে প্রায় 100টির মতো গুজরাতি এবং হিন্দি সিনেমায় অভিনয় করেছেন ঘনশ্যাম নায়েক ৷ এর পাশাপাশি 350-র মতো হিন্দি সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি ৷ তবে 'তারক মেহতা কা উল্ট চশমা' তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায় ৷

আরও পড়ুন : SD Burman Birthday: কিশোরের গানের রেকর্ডিং ছিল, তাই হাসপাতালে ভর্তি হতে চাননি শচীন কর্তা

মুম্বই, 4 অক্টোবর : তাঁর অভিনীত নট্টু কাকা চরিত্রটির ফ্যান আট থেকে আশি ৷ জনপ্রিয় হিন্দি কমেডি সিরিয়াল 'তারক মেহতা কা উল্টা চশমা' খ্যাত অভিনেতা ঘনশ্যাম নায়েক দর্শকদের কাছে 'নট্টু কাকা' নামেই পরিচিত ৷ কিন্তু আর টিভির পর্দায় দেখা যাবে না এই গুজরাতি অভিনেতাকে ৷ রবিবার বিকেলে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ অভিনেতা ৷ বয়স হয়েছিল 77 বছর ৷ ক্যানসারে ভুগছিলেন তিনি ৷

শারীরিক অসুস্থতার জন্য কিছুদিন গত বছরের ডিসেম্বরে শুটিং বন্ধ করে দেন ঘনশ্যাম নায়েক ৷ ক্যানসার ধরা পড়ে তাঁর ৷ গতবছর তাঁর ঘাড়ের কাছে একটি অস্ত্রোপচার করা হয় ৷ এরপর কিছুটা সুস্থ হয়ে কাজে ফেরেন তিনি ৷ যদিও টিভি পর্দায় আগের থেকে তাঁকে দুর্বল মনে হয়েছিল ৷ তবে মনের জোরে কাজ করে যাচ্ছিলেন এই প্রবীণ অভিনেতা ৷ কিন্তু ফের শরীর অসুস্থ হওয়ায় তাঁকে মুম্বইয়ের সূচক হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই রবিবার মৃত্যু হয় ঘনশ্যাম নায়েকের ৷

নট্টু কাকা ছাড়া 'তারক মেহতা' সিরিয়াল দেখার কথা ভাবতেও পারছেন না অনুরাগীরা ৷ তাঁর মৃত্যুর খবর প্রকাশ পেতেই মনখারাপ টিএমকেওসি ফ্যানেদের ৷ জেঠালালের (সিরিয়ালের মুখ্য চরিত্র) সঙ্গে দৃশ্যগুলিতে তাঁর অভিনয় বিশেষ পছন্দ ছিল দর্শকদের ৷ মালিক-কর্মচারীর মধ্যকার সংলাপগুলি হাসির ফোয়ারা ছোটাত ৷ নট্টু কাকার অভিনয় আর দেখা যাবে না, এটা ভেবেই মনখারাপ দর্শকদের ৷

  • It pains us to inform you all with a heavy heart about the demise of Mr Ghanshyam Nayak ji who played the role of Nattu Kaka in #TMKOC.
    Ghanshyam ji has been a invaluable member of our TMKOC family for all the 13 years of our time.

    — Taarak Mehta Ka Ooltah Chashmah (@TMKOC_NTF) October 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Sidharth Shukla : ইন্টিরিয়র ডিজাইনিংয়ে ডিগ্রি, হতে পারতেন ফুটবলার; অভিনয়ে মন ভুলিয়ে অজানার পথে সিদ্ধার্থ

ঘনশ্যাম নায়েকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ৷ টুইটারে গুজরাতি ভাষায় তিনি লেখেন, "ঘনশ্যাম নায়েকের মৃত্যু গুজরাতি থিয়েটার জগতের বড় ক্ষতি ৷" তারক মেহতার প্রযোজক অসিত কুমার মোদিও টুইট করে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি লেখেন, "আমাদের প্রিয় নট্টু কাকা আর নেই ৷ ওনার আত্মার শান্তি কামনা করি ৷ ওনার পরিবারকে এই শোক সামলে ওঠার শক্তি দিক ৷ নট্টু কাকা আমরা আপনাকে কখনও ভুলব না ৷"

  • ગુજરાતી રંગમંચથી શરુ કરી “તારક મહેતા કા ઉલ્ટા ચશ્મા”ધારાવાહિકના “નટુકાકા”ના હુલામણા નામ થી વિખ્યાત શ્રી ઘનશ્યામભાઈ નાયકના આકસ્મિક અવસાનથી ગુજરાતી રંગમંચને મોટી ખોટ પડી છે.પરમાત્મા સદ્ગતના આત્માને શાંતિ અર્પે તથા પરિવારજનોને આઘાત સહન કરવાની શક્તિ પ્રદાન કરે તેવી ઈશ્વરને પ્રાર્થના. pic.twitter.com/jiTBfLkq4q

    — Bhupendra Patel (@Bhupendrapbjp) October 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দীর্ঘ কেরিয়ারে প্রায় 100টির মতো গুজরাতি এবং হিন্দি সিনেমায় অভিনয় করেছেন ঘনশ্যাম নায়েক ৷ এর পাশাপাশি 350-র মতো হিন্দি সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি ৷ তবে 'তারক মেহতা কা উল্ট চশমা' তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায় ৷

আরও পড়ুন : SD Burman Birthday: কিশোরের গানের রেকর্ডিং ছিল, তাই হাসপাতালে ভর্তি হতে চাননি শচীন কর্তা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.