ETV Bharat / sitara

বকেয়া না মেটানোর তালিকায় এবার সুরিন্দর ফিল্মস, ম্যাজিক মোমেন্টস

প্রযোজক রানা সরকারের বিরুদ্ধে আগেই অভিযোগ উঠেছে বকেয়া টাকা না মেটানোর । এবার সাপ্লায়ারদের টাকা বাকি রাখার অভিযোগ উঠল অনেকের বিরুদ্ধ । যাদের মধ্যে রয়েছে সুরিন্দর ফিল্মস, ম্যাজিক মোমেন্টসের মতো নাম ।

author img

By

Published : Jul 2, 2019, 10:40 AM IST

Updated : Jul 3, 2019, 11:32 AM IST

সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

কলকাতা : অনেকদিন ধরেই শিল্পী ও টেকনিশিয়ানরা তাঁদের বকেয়া টাকা ফেরত পাচ্ছেন না । প্রযোজক রানা সরকারের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে বহুবার । এবার সেই তালিকায় যুক্ত হল আরও বেশ কয়েকজনের নাম । তাঁদের মধ্যে রয়েছেন সুব্রত রায়, ম্যাজিক মোমেন্টসের শৈবাল ব্যানার্জি, সুরিন্দর ফিল্মস ও অরিন্দম শীল । তাঁরা শিল্পী ও টেকনিশিয়ানদের টাকা দিলেও ধারাবাহিকের সাপ্লায়ারদের টাকা বাকি রেকেছেন এক মাস ধরে । যে অর্থের পরিমাণ প্রায় কুড়ি কোটি টাকা ।

কলকাতা প্রেসক্লাবে সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নীত পল গতকাল সংবাদ মাধ্যমের সামনে জানালেন একথা । তিনি বলেন, "এখন শুধুমাত্র রানা সরকারকে নিয়ে কথা হচ্ছে কারণ তিনি পলাতক । শিল্পী ও টেকনিশিয়ানদের পাশাপাশি আমাদেরও টাকা তিনি মেরে দিয়েছেন । কিন্তু এমন অনেক প্রযোজক রয়েছেন যারা পালিয়ে যাননি কিন্তু তাদের এক একজনের কাছ থেকে পাওনা টাকার পরিমাণ প্রায় দু-তিন কোটি টাকা তো হবেই । টাকা না মেটানোর তালিকায় রয়েছেন সুব্রত রায়, ম্যাজিক মোমেন্টসের শৈবাল ব্যানার্জি, সুরিন্দর ফিল্মস ও অরিন্দম শীল সহ আরও অনেকে । "

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

অরিন্দম শীল প্রযোজিত ভূমিকন্যা ধারাবাহিকের শিল্পীরা আজও তাঁদের পারিশ্রমিক পাননি । সুব্রত রায় প্রোডাকশনের করুণাময়ী রানী রাসমণি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ সামনে এসেছে । মাস শেষে পারিশ্রমিক সময়মতো পাওয়া যাচ্ছে না । টেকনিশিয়ানরা এখনও তাঁদের প্রাপ্য পারিশ্রমিক পাননি । আর যে ধারাবাহিকগুলো নিয়ে সমস্যা রয়েছে তাদের মধ্যে অন্যতম মনসা, জয় বাবা লোকনাথ,মহাপ্রভু শ্রীচৈতন্য, প্রথম প্রতিশ্রুতি । অসংখ্য ধারাবাহিকের সাপ্লায়ার ও টেকনিশিয়ান রয়েছেন যারা এখনো তাদের টাকা সময় মত পাননি ।

কলকাতা : অনেকদিন ধরেই শিল্পী ও টেকনিশিয়ানরা তাঁদের বকেয়া টাকা ফেরত পাচ্ছেন না । প্রযোজক রানা সরকারের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে বহুবার । এবার সেই তালিকায় যুক্ত হল আরও বেশ কয়েকজনের নাম । তাঁদের মধ্যে রয়েছেন সুব্রত রায়, ম্যাজিক মোমেন্টসের শৈবাল ব্যানার্জি, সুরিন্দর ফিল্মস ও অরিন্দম শীল । তাঁরা শিল্পী ও টেকনিশিয়ানদের টাকা দিলেও ধারাবাহিকের সাপ্লায়ারদের টাকা বাকি রেকেছেন এক মাস ধরে । যে অর্থের পরিমাণ প্রায় কুড়ি কোটি টাকা ।

কলকাতা প্রেসক্লাবে সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নীত পল গতকাল সংবাদ মাধ্যমের সামনে জানালেন একথা । তিনি বলেন, "এখন শুধুমাত্র রানা সরকারকে নিয়ে কথা হচ্ছে কারণ তিনি পলাতক । শিল্পী ও টেকনিশিয়ানদের পাশাপাশি আমাদেরও টাকা তিনি মেরে দিয়েছেন । কিন্তু এমন অনেক প্রযোজক রয়েছেন যারা পালিয়ে যাননি কিন্তু তাদের এক একজনের কাছ থেকে পাওনা টাকার পরিমাণ প্রায় দু-তিন কোটি টাকা তো হবেই । টাকা না মেটানোর তালিকায় রয়েছেন সুব্রত রায়, ম্যাজিক মোমেন্টসের শৈবাল ব্যানার্জি, সুরিন্দর ফিল্মস ও অরিন্দম শীল সহ আরও অনেকে । "

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

অরিন্দম শীল প্রযোজিত ভূমিকন্যা ধারাবাহিকের শিল্পীরা আজও তাঁদের পারিশ্রমিক পাননি । সুব্রত রায় প্রোডাকশনের করুণাময়ী রানী রাসমণি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ সামনে এসেছে । মাস শেষে পারিশ্রমিক সময়মতো পাওয়া যাচ্ছে না । টেকনিশিয়ানরা এখনও তাঁদের প্রাপ্য পারিশ্রমিক পাননি । আর যে ধারাবাহিকগুলো নিয়ে সমস্যা রয়েছে তাদের মধ্যে অন্যতম মনসা, জয় বাবা লোকনাথ,মহাপ্রভু শ্রীচৈতন্য, প্রথম প্রতিশ্রুতি । অসংখ্য ধারাবাহিকের সাপ্লায়ার ও টেকনিশিয়ান রয়েছেন যারা এখনো তাদের টাকা সময় মত পাননি ।

Intro:টাকা না মেটানো তালিকায় এবার সামনে এলো অরিন্দম শীল শৈবাল ব্যানার্জি সুব্রত রায় ও সুরিন্দর ফিল্মস এর নাম

অমিত চক্রবর্তী,কলকাতা: গতকাল রাত পর্যন্ত টালিগঞ্জ স্টুডিও পাড়া তে কান পাতলেই শোনা যেত প্রয়োজক রানা সরকার, বাংলা ধারাবাহিক এর জগতে নিজের নাম যেমন কলঙ্কিত করেছেন।ঠিক তেমনি অসংখ্য টেকনিশিয়ান ও শিল্পীদের পারিশ্রমিক বকেয়া রেখে তাদেরকে এক কষ্টকর জীবনের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু এদিন রানা সরকারের পাশাপাশি সামনে এল আরো বেশ কয়েকটি চমকপ্রদ নাম যারা শিল্পী বা টেকনিশিয়ানদের টাকা সময় মত দিলেও ধারাবাহিকের সাপ্লাইয়ার দের টাকা বাকি রেখেছেন বেশ কয়েক মাস ধরে। যে অর্থের পরিমাণ প্রায় কুড়ি কোটি টাকা। আজ কলকাতা প্রেসক্লাব সিনে ভিডিও এন্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিত পল এই কথা সংবাদ মাধ্যমের সামনে জানালেন। এদিন তিনি আরো বলেন এখন শুধুমাত্র রানা সরকার কে নিয়ে কথা হচ্ছে কারণ, তিনি পলাতক। শিল্পী টেকনিশিয়ানদের পাশাপাশি আমাদেরও টাকা তিনি মেরে দিয়েছেন।কিন্তু এমন অনেক প্রয়োজক রয়েছেন যারা পালিয়ে যাননি কিন্তু,তাদের এক একজনের কাছ থেকে পাওনা টাকার পরিমাণ প্রায় দু তিন কোটি টাকা তো হবেই। যাদের মধ্যে রয়েছেন সুব্রত রায় প্রোডাকশনের সুব্রত রায়, ম্যাজিক মোমেন্টস এর শৈবাল ব্যানার্জি, সুরিন্দের ফিলমস ও অরিন্দম শীল। অরিন্দম শীল প্রযোজিত ভূমিকন্যা ধারাবাহিকের শিল্পীরা আজো তাদের পারিশ্রমিক পান নি। সুব্রত রায় প্রোডাকশনের করুণাময়ী রানী রাসমণি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ সামনে এসেছে যে মাস শেষে পারিশ্রমিক সময়মতো পাওয়া যাচ্ছে না। এবং টেকনিশিয়ানরা এখনো তাদের প্রাপ্য পারিশ্রমিক পান নি। আর যে ধারাবাহিকগুলো নিয়ে সমস্যা রয়েছে তাদের মধ্যে অন্যতম মনসা, জয় বাবা লোকনাথ,মহাপ্রভু শ্রী চৈতন্য, প্রথম প্রতিশ্রুতি ও এরকম আরো অসংখ্য ধারাবাহিকের সাপ্লায়ার ও টেকনিশিয়ান রয়েছেন যারা এখনো তাদের টাকা সময় মত পাননি।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jul 3, 2019, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.