ETV Bharat / sitara

Super singer season 3: সুপার সিঙ্গারে কিশোর স্মরণ, একমঞ্চে অমিত-শানু - কিশোর কুমারকে স্মরণ

'সুপার সিঙ্গার-সিজন 3' (Super singer season 3)-এর মঞ্চে একসঙ্গে অমিত কুমার (Amit Kumar in Super singer season 3) ও কুমার শানু (Kumar Sanu)। স্মরণ করা হল কিশোর কুমারকে (Kishore Kumar)।

super-singer-season-3-remembering-kishore-kumar-amit-kumar-kumar-sanu-together-on-stage
সুপার সিঙ্গারে কিশোর স্মরণ, এক মঞ্চে অমিত কুমার-কুমার শানু
author img

By

Published : Dec 3, 2021, 3:29 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর: 'সুপার সিঙ্গার-সিজন 3' (Super singer season 3)-এর মঞ্চে চলতি সপ্তাহে গানে গানে স্মরণ করা হবে কিশোর কুমারকে (Kishore Kumar)। হাজির থাকবেন কিশোর পুত্র খ্যাতনামা সঙ্গীতশিল্পী অমিত কুমার (Amit Kumar in Super singer season 3)।

রিয়ালিটির মঞ্চ মানেই নতুন প্রতিভা খুঁজে নেওয়ার কর্মযজ্ঞ । নতুনদের উঠে আসার প্ল্যাটফর্ম এই রিয়ালিটি শো । অবশ্য সুযোগ পাওয়ার পদ্ধতিটা বেশ কঠিন । সাধনা, নিষ্ঠা না থাকলে মঞ্চে জায়গা পাওয়ার স্বপ্ন না রাখাই শ্রেয় । অভিজ্ঞ বিচারকদের পাশাপাশি বিভিন্ন সময়ে মঞ্চে হাজির হন প্রবাদপ্রতিম শিল্পীরা । যাঁদের আনুকূল্যে সমৃদ্ধ হয়েছে টলিউড এবং বলিউড । একইভাবে নানা সময়ে রিয়ালিটি শো-এর মঞ্চে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় কিংবদন্তী শিল্পীদের । যাঁরা বেঁচে আছেন তাঁদের সৃষ্টিতে । এই সপ্তাহে 'সুপার সিঙ্গার'-এর মঞ্চে স্মরণ করা হবে কিশোর কুমারকে । হাজির থাকবেন তাঁর পুত্র সঙ্গীতশিল্পী অমিত কুমার ।

এই প্রথমবার এক মঞ্চে সুরে সুর মিলিয়ে গান গাইবেন অমিত কুমার এবং কুমার শানু (Kumar Sanu)। সুতরাং বোঝাই যাচ্ছে ধামাকেদার পারফরম্যান্স দেখতে চলেছে দর্শক । কুমার শানু বলেন, "আজও কিশোরদাকে আমি ফলো করি, আমার আইডল মনে করি এবং তাঁর ছেলে আমার শত্রু কোনওদিনই হতে পারে না । আমি তাঁকে ভালোবাসি । সত্যি কথা বলতে কী, আমাদের সে ভাবে কোনও যোগাযোগ ছিল না । এ বার যখন দেখা হল, এত কথা হল, আমাদের বন্ধুত্বটা গাঢ় হল । অমিত কুমারের সঙ্গে এক স্টেজে দাঁড়িয়ে দু'জনে গান গাইতে পারলাম এবার। কিন্তু এটা যে কেন এত দেরিতে হল সেটা উপরওয়ালা জানে । আরও আগে এটা হওয়া উচিত ছিল ।"

আরও পড়ুন: Amrapali shooting: বোলপুরে শুটিং চলছে রাজা চন্দর আম্রপালির

অমিত কুমার বলেন, "এই চ্যানেলে আজ থেকে আট বছর আগে 'ফিরে আসার গান' অনুষ্ঠানটি করেছিলাম । সেদিক থেকে এই চ্যানেলের সঙ্গে স্পেশাল মোমেন্ট, স্পেশাল রিলেশন তো রয়েছেই । আর এবার সুপার সিঙ্গারের স্টেজে যে বিচারকরা রয়েছেন - কুমার শানু, সোনু নিগাম এবং কৌশিকী চক্রবর্তী, তাঁদের সঙ্গে আমিও জড়িত হতে পেরে ভাল লাগছে । যেহেতু এই এপিসোডটা আমার বাবা শ্রী কিশোরে কুমারের উপর, তাই আমি আরও বেশি খুশি এবং অভিভূত । আরও একটা কথা নিশ্চয়ই বলব, এই গানের জগতে শেষ 55 বছর আমি যা দেখেছি, আর আমার যা অভিজ্ঞতা হয়েছে, সেটা যখন এই মঞ্চে দাঁড়িয়ে বলছি, তা সবাই খুব আপন করে গ্রহণ করে নিচ্ছে, এটাও বড় পাওয়া । এই মঞ্চের সব প্রতিযোগী খুবই প্রতিভাবান আর পরিশ্রমী । সব সময়ে নতুন কিছু শেখার চেষ্টা করে চলেছে ওরা । সকলেরই দেখছি একটা নিজেস্ব ধরন আছে । কারওকে নকল বা কাউকে অনুসরণ করার চেষ্টা করছে না ।"

আরও পড়ুন: Vicky Katrina wedding: ভিকি-ক্যাটের বিয়ের জল্পনার অবসান ! আজ-কালের মধ্যেই কোর্ট ম্যারেজ

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে 'ইন্ডিয়ান আইডল 12'-এর মঞ্চে হাজির হন অমিত কুমার । রিয়ালিটি শো-এর মঞ্চে এক এপিসোডে গানে গানে কিংবদন্তী কিশোর কুমারকে শ্রদ্ধার্ঘ জানান প্রতিযোগীরা । তবে সেই এপিসোডের প্রতিযোগীদের গান মোটেই পছন্দ হয়নি দর্শকদের । এমনকী অমিত কুমারেরও মন ভরেনি সেই গানে । তবু প্রশংসা করতে হয়েছিল তাঁকে । এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অবশ্য তিনি সত্যি কথাটা বলে দেন অকপটে । তিনি বলেন যে, টাকার জন্যই এই শো'এর অতিথি বিচারক হতে রাজি হয়েছিলেন তিনি । শুটিং শুরুর আগেই নাকি তাঁকে সকল প্রতিযোগীর প্রশংসা করতে বলা হয়েছিল । কিন্তু এ বার সুপার সিঙ্গারের প্রতিযোগীদের তিনি দরাজ প্রশংসা করলেন । বাকিটা জানতে হলে চোখ রাখতে হবে 'সুপার সিঙ্গার- সিজন 3'-এর আসন্ন পর্বের দিকে । এই শনি ও রবিবার রাত সাড়ে 9টায় চোখ রাখতে হবে টিভির পর্দায় ।

আরও পড়ুন: Tanusree Chakraborty on Antardhaan : অভিনয় থেকে রাজনীতি, 'অন্তর্ধান' মুক্তির আগে অকপট তনুশ্রী

কলকাতা, 3 ডিসেম্বর: 'সুপার সিঙ্গার-সিজন 3' (Super singer season 3)-এর মঞ্চে চলতি সপ্তাহে গানে গানে স্মরণ করা হবে কিশোর কুমারকে (Kishore Kumar)। হাজির থাকবেন কিশোর পুত্র খ্যাতনামা সঙ্গীতশিল্পী অমিত কুমার (Amit Kumar in Super singer season 3)।

রিয়ালিটির মঞ্চ মানেই নতুন প্রতিভা খুঁজে নেওয়ার কর্মযজ্ঞ । নতুনদের উঠে আসার প্ল্যাটফর্ম এই রিয়ালিটি শো । অবশ্য সুযোগ পাওয়ার পদ্ধতিটা বেশ কঠিন । সাধনা, নিষ্ঠা না থাকলে মঞ্চে জায়গা পাওয়ার স্বপ্ন না রাখাই শ্রেয় । অভিজ্ঞ বিচারকদের পাশাপাশি বিভিন্ন সময়ে মঞ্চে হাজির হন প্রবাদপ্রতিম শিল্পীরা । যাঁদের আনুকূল্যে সমৃদ্ধ হয়েছে টলিউড এবং বলিউড । একইভাবে নানা সময়ে রিয়ালিটি শো-এর মঞ্চে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় কিংবদন্তী শিল্পীদের । যাঁরা বেঁচে আছেন তাঁদের সৃষ্টিতে । এই সপ্তাহে 'সুপার সিঙ্গার'-এর মঞ্চে স্মরণ করা হবে কিশোর কুমারকে । হাজির থাকবেন তাঁর পুত্র সঙ্গীতশিল্পী অমিত কুমার ।

এই প্রথমবার এক মঞ্চে সুরে সুর মিলিয়ে গান গাইবেন অমিত কুমার এবং কুমার শানু (Kumar Sanu)। সুতরাং বোঝাই যাচ্ছে ধামাকেদার পারফরম্যান্স দেখতে চলেছে দর্শক । কুমার শানু বলেন, "আজও কিশোরদাকে আমি ফলো করি, আমার আইডল মনে করি এবং তাঁর ছেলে আমার শত্রু কোনওদিনই হতে পারে না । আমি তাঁকে ভালোবাসি । সত্যি কথা বলতে কী, আমাদের সে ভাবে কোনও যোগাযোগ ছিল না । এ বার যখন দেখা হল, এত কথা হল, আমাদের বন্ধুত্বটা গাঢ় হল । অমিত কুমারের সঙ্গে এক স্টেজে দাঁড়িয়ে দু'জনে গান গাইতে পারলাম এবার। কিন্তু এটা যে কেন এত দেরিতে হল সেটা উপরওয়ালা জানে । আরও আগে এটা হওয়া উচিত ছিল ।"

আরও পড়ুন: Amrapali shooting: বোলপুরে শুটিং চলছে রাজা চন্দর আম্রপালির

অমিত কুমার বলেন, "এই চ্যানেলে আজ থেকে আট বছর আগে 'ফিরে আসার গান' অনুষ্ঠানটি করেছিলাম । সেদিক থেকে এই চ্যানেলের সঙ্গে স্পেশাল মোমেন্ট, স্পেশাল রিলেশন তো রয়েছেই । আর এবার সুপার সিঙ্গারের স্টেজে যে বিচারকরা রয়েছেন - কুমার শানু, সোনু নিগাম এবং কৌশিকী চক্রবর্তী, তাঁদের সঙ্গে আমিও জড়িত হতে পেরে ভাল লাগছে । যেহেতু এই এপিসোডটা আমার বাবা শ্রী কিশোরে কুমারের উপর, তাই আমি আরও বেশি খুশি এবং অভিভূত । আরও একটা কথা নিশ্চয়ই বলব, এই গানের জগতে শেষ 55 বছর আমি যা দেখেছি, আর আমার যা অভিজ্ঞতা হয়েছে, সেটা যখন এই মঞ্চে দাঁড়িয়ে বলছি, তা সবাই খুব আপন করে গ্রহণ করে নিচ্ছে, এটাও বড় পাওয়া । এই মঞ্চের সব প্রতিযোগী খুবই প্রতিভাবান আর পরিশ্রমী । সব সময়ে নতুন কিছু শেখার চেষ্টা করে চলেছে ওরা । সকলেরই দেখছি একটা নিজেস্ব ধরন আছে । কারওকে নকল বা কাউকে অনুসরণ করার চেষ্টা করছে না ।"

আরও পড়ুন: Vicky Katrina wedding: ভিকি-ক্যাটের বিয়ের জল্পনার অবসান ! আজ-কালের মধ্যেই কোর্ট ম্যারেজ

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে 'ইন্ডিয়ান আইডল 12'-এর মঞ্চে হাজির হন অমিত কুমার । রিয়ালিটি শো-এর মঞ্চে এক এপিসোডে গানে গানে কিংবদন্তী কিশোর কুমারকে শ্রদ্ধার্ঘ জানান প্রতিযোগীরা । তবে সেই এপিসোডের প্রতিযোগীদের গান মোটেই পছন্দ হয়নি দর্শকদের । এমনকী অমিত কুমারেরও মন ভরেনি সেই গানে । তবু প্রশংসা করতে হয়েছিল তাঁকে । এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অবশ্য তিনি সত্যি কথাটা বলে দেন অকপটে । তিনি বলেন যে, টাকার জন্যই এই শো'এর অতিথি বিচারক হতে রাজি হয়েছিলেন তিনি । শুটিং শুরুর আগেই নাকি তাঁকে সকল প্রতিযোগীর প্রশংসা করতে বলা হয়েছিল । কিন্তু এ বার সুপার সিঙ্গারের প্রতিযোগীদের তিনি দরাজ প্রশংসা করলেন । বাকিটা জানতে হলে চোখ রাখতে হবে 'সুপার সিঙ্গার- সিজন 3'-এর আসন্ন পর্বের দিকে । এই শনি ও রবিবার রাত সাড়ে 9টায় চোখ রাখতে হবে টিভির পর্দায় ।

আরও পড়ুন: Tanusree Chakraborty on Antardhaan : অভিনয় থেকে রাজনীতি, 'অন্তর্ধান' মুক্তির আগে অকপট তনুশ্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.