ETV Bharat / sitara

Ushasie Chakraborty: সমুদ্রসৈকতে হট লুকে জলকেলি জুন আন্টির, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

সমুদ্রসৈকতে জলকেলি করছেন জুন আন্টি (June aunty) ৷ নিজের ফেসবুকের পাতায় তাঁর এই ভিডিয়ো পোস্ট করেছেন স্বয়ং উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) ৷ স্বাভাবিকভাবেই মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো ৷

sreemoyee-fame-june-aunty-ushasie-chakraborty-having-fun-at-sea-beach-video-gets-viral
সমুদ্রসৈকতে হট লুকে জলকেলি জুন আন্টির, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো
author img

By

Published : Jun 16, 2021, 1:49 PM IST

কলকাতা, 16 জুন : তিনি পর্দায় খলনায়িকা ৷ তবে টেলিভিশনে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ও নজরকাড়া চরিত্র জুন আন্টি (June aunty) ৷ অনেকটা তাঁর কাঁধে ভর করেই হইহই করে দু বছর পার করেছে শ্রীময়ী (Sreemoyee) ধারাবাহিক ৷ সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) ৷ সক্রিয়ও ৷ তাঁর পোস্টে প্রায় রোজই বানভাসি হয় ফেসবুকের পাতা ৷ এ বার ভাইরাল হয়েছে তাঁর আর একটি পোস্ট ৷ যেখানে সমুদ্রসৈকতে তাঁর জলকেলি করার একটি ভিডিয়ো পোস্ট করেছেন জুন আন্টি ৷

ভিডিয়োটি পুরনো ৷ তবে পুরনো বোতলে নতুন মদের মতোই সেই ভিডিয়ো নেশা ধরিয়েছে ভক্তদের মনে ৷ ভেজা শরীর, গায়ে এঁটে রয়েছে কালো স্যুইমস্য়ুট আর লেগিন্স, চোখে কালো রোদচশমা ৷ বরাবরের মতোই হট লুকে হাজির জুন আন্টি ৷ ব্য়াকগ্রাউন্ডে চলছে জনপ্রিয় হিন্দি ফিল্মের গান ৷ সমুদ্রের তরঙ্গে প্রথমে ভয় পেতে দেখা গিয়েছে উষসীকে ৷ তবে তিনি যে ঢেউয়ের কারণে ভয় পেয়ে চিত্কার করছেন না, সেটা জানিয়ে দেন অভিনেত্রী ৷ আর্তনাদের কারণ ছিল কনকনে ঠান্ডা জল ৷ ঠান্ডা জলে কাঁপতে কাঁপতেই সেই চিত্কার অবশ্য নিমেষে উধাও হয়ে যায় ৷ তখন শুধুই জলকেলি ৷ ঢেউয়ের ছন্দেই নাচের তালে কোমর দোলালেন সবার প্রিয় জুন আন্টি ৷

আরও পড়ুন: নারী শক্তিশালী হলেই সবাই তাঁকে অন্য নজরে দেখে: নুসরত

শ্রীময়ী ধারাবাহিকেও তাঁর কেতাদুরস্ত ফ্যাশন ও সাজপোশাক বেশ পছন্দ করেন অনেকেই ৷ খলনায়িকা হয়ে শ্রীময়ীর পরিবারের নানা ক্ষতি করলেও মানুষের মনে দাগ কেটেছেন উষসী চক্রবর্তী ৷ 2019 সালের 10 জুন যাত্রা শুরু হয় লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের এই ধারাবাহিকের ৷ শ্রীময়ী চরিত্রে ইন্দ্রাণী হালদারের জীবনের নানা ওঠা-পড়া দর্শকদের মনে জায়গা করে নিয়েছে শুরু থেকেই ৷ তবে তাঁর সতীনের চরিত্রে অভিনয় করা উষসী এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ ৷ পর্দার শ্রীময়ী নিজেও স্বীকার করে নিয়েছেন যে, জুন আন্টি তাঁর থেকেও বেশি জনপ্রিয় ৷ বিভিন্ন ক্ষেত্রে জুন আন্টিকে নিয়ে তৈরি হওয়া মিমই উষসীর জনপ্রিয়তা প্রমাণ করে দিয়েছে বলে দাবি করেন ইন্দ্রাণী ৷ দিনকয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে একটি মিমে জায়গা করে নিয়েছিলেন জুন আন্টি ৷ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে করা সেই মিমে লেখা হয়েছিল, "অমিতকাকু, তুমি জুন আন্টির থেকেও খারাপ!"

আরও পড়ুন: টিকা দেওয়া থাকলে ইউনিটে 50 জনকে নিয়ে করা যাবে শ্যুটিং, অনুমতি রাজ্যের

সম্প্রতি ধারাবাহিকের সফল্যের জয়যাত্রার 2 বছর পূর্ণ হয়েছে ৷ কিছুদিন অনুপস্থিতির পর আবারও ফিরিয়ে আনা হয়েছে জুন আন্টিকে ৷ স্ক্রিপ্ট মেনে 2 মাস হাজতবাসে ছিলেন তিনি ৷ তবে দিনকয়েক আগে ধারাবাহিকের টিআরপি পড়ে যাওয়ার কারণেই ফের জুন আন্টিকে ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করেন অনেকেই ৷ কারণ তাঁদের মতে, খলনায়িকা হয়েও জুন আন্টিই ধারাবাহিকের প্রাণশক্তি ৷ এত ভালোবাসা পেয়ে আপ্লুত উষসী চক্রবর্তীও ৷

সমুদ্রসৈকতে জুন আন্টি

আরও পড়ুন: উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ

গত 10 জুন শ্রীময়ীর নানা ছবির কোলাজ পোস্ট করে তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "ধন্যবাদ দর্শকদের যাঁরা জুনকে ঘেন্না করতে করতেও ভালবেসেছেন, যাঁরা মিম বানিয়েছেন, এমনকী হোয়াটসাপে যারা 'জুন' স্টিকার বানাতেও পিছপা হননি, যে কাকিমা জুনের উপর রাগ করে নিজের টিভিতেই রিমোট ছুড়েছেন, যে কাকিমা নিজের জন্মদিনে জুনের ছবি আঁকা কেক কেটেছেন, যিনি জুনের শাস্তি হওয়ার আনন্দে বাড়িতে ভাল মন্দ রেঁধেছেন আর যে পুঁচকে ছেলেটি ( I mean Arijit Mondal ) জুনের নাম দিয়ে স্লোগান লিখেছেন সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ । তোমরা না থাকলে দু বছরের এই যাত্রা এত রঙিন এত স্মৃতিমধুর কখনওই হত না ।" বর্তমানে মোট 6টি ভাষায় রিমেক সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকের ৷

কলকাতা, 16 জুন : তিনি পর্দায় খলনায়িকা ৷ তবে টেলিভিশনে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ও নজরকাড়া চরিত্র জুন আন্টি (June aunty) ৷ অনেকটা তাঁর কাঁধে ভর করেই হইহই করে দু বছর পার করেছে শ্রীময়ী (Sreemoyee) ধারাবাহিক ৷ সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) ৷ সক্রিয়ও ৷ তাঁর পোস্টে প্রায় রোজই বানভাসি হয় ফেসবুকের পাতা ৷ এ বার ভাইরাল হয়েছে তাঁর আর একটি পোস্ট ৷ যেখানে সমুদ্রসৈকতে তাঁর জলকেলি করার একটি ভিডিয়ো পোস্ট করেছেন জুন আন্টি ৷

ভিডিয়োটি পুরনো ৷ তবে পুরনো বোতলে নতুন মদের মতোই সেই ভিডিয়ো নেশা ধরিয়েছে ভক্তদের মনে ৷ ভেজা শরীর, গায়ে এঁটে রয়েছে কালো স্যুইমস্য়ুট আর লেগিন্স, চোখে কালো রোদচশমা ৷ বরাবরের মতোই হট লুকে হাজির জুন আন্টি ৷ ব্য়াকগ্রাউন্ডে চলছে জনপ্রিয় হিন্দি ফিল্মের গান ৷ সমুদ্রের তরঙ্গে প্রথমে ভয় পেতে দেখা গিয়েছে উষসীকে ৷ তবে তিনি যে ঢেউয়ের কারণে ভয় পেয়ে চিত্কার করছেন না, সেটা জানিয়ে দেন অভিনেত্রী ৷ আর্তনাদের কারণ ছিল কনকনে ঠান্ডা জল ৷ ঠান্ডা জলে কাঁপতে কাঁপতেই সেই চিত্কার অবশ্য নিমেষে উধাও হয়ে যায় ৷ তখন শুধুই জলকেলি ৷ ঢেউয়ের ছন্দেই নাচের তালে কোমর দোলালেন সবার প্রিয় জুন আন্টি ৷

আরও পড়ুন: নারী শক্তিশালী হলেই সবাই তাঁকে অন্য নজরে দেখে: নুসরত

শ্রীময়ী ধারাবাহিকেও তাঁর কেতাদুরস্ত ফ্যাশন ও সাজপোশাক বেশ পছন্দ করেন অনেকেই ৷ খলনায়িকা হয়ে শ্রীময়ীর পরিবারের নানা ক্ষতি করলেও মানুষের মনে দাগ কেটেছেন উষসী চক্রবর্তী ৷ 2019 সালের 10 জুন যাত্রা শুরু হয় লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের এই ধারাবাহিকের ৷ শ্রীময়ী চরিত্রে ইন্দ্রাণী হালদারের জীবনের নানা ওঠা-পড়া দর্শকদের মনে জায়গা করে নিয়েছে শুরু থেকেই ৷ তবে তাঁর সতীনের চরিত্রে অভিনয় করা উষসী এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ ৷ পর্দার শ্রীময়ী নিজেও স্বীকার করে নিয়েছেন যে, জুন আন্টি তাঁর থেকেও বেশি জনপ্রিয় ৷ বিভিন্ন ক্ষেত্রে জুন আন্টিকে নিয়ে তৈরি হওয়া মিমই উষসীর জনপ্রিয়তা প্রমাণ করে দিয়েছে বলে দাবি করেন ইন্দ্রাণী ৷ দিনকয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে একটি মিমে জায়গা করে নিয়েছিলেন জুন আন্টি ৷ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে করা সেই মিমে লেখা হয়েছিল, "অমিতকাকু, তুমি জুন আন্টির থেকেও খারাপ!"

আরও পড়ুন: টিকা দেওয়া থাকলে ইউনিটে 50 জনকে নিয়ে করা যাবে শ্যুটিং, অনুমতি রাজ্যের

সম্প্রতি ধারাবাহিকের সফল্যের জয়যাত্রার 2 বছর পূর্ণ হয়েছে ৷ কিছুদিন অনুপস্থিতির পর আবারও ফিরিয়ে আনা হয়েছে জুন আন্টিকে ৷ স্ক্রিপ্ট মেনে 2 মাস হাজতবাসে ছিলেন তিনি ৷ তবে দিনকয়েক আগে ধারাবাহিকের টিআরপি পড়ে যাওয়ার কারণেই ফের জুন আন্টিকে ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করেন অনেকেই ৷ কারণ তাঁদের মতে, খলনায়িকা হয়েও জুন আন্টিই ধারাবাহিকের প্রাণশক্তি ৷ এত ভালোবাসা পেয়ে আপ্লুত উষসী চক্রবর্তীও ৷

সমুদ্রসৈকতে জুন আন্টি

আরও পড়ুন: উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ

গত 10 জুন শ্রীময়ীর নানা ছবির কোলাজ পোস্ট করে তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "ধন্যবাদ দর্শকদের যাঁরা জুনকে ঘেন্না করতে করতেও ভালবেসেছেন, যাঁরা মিম বানিয়েছেন, এমনকী হোয়াটসাপে যারা 'জুন' স্টিকার বানাতেও পিছপা হননি, যে কাকিমা জুনের উপর রাগ করে নিজের টিভিতেই রিমোট ছুড়েছেন, যে কাকিমা নিজের জন্মদিনে জুনের ছবি আঁকা কেক কেটেছেন, যিনি জুনের শাস্তি হওয়ার আনন্দে বাড়িতে ভাল মন্দ রেঁধেছেন আর যে পুঁচকে ছেলেটি ( I mean Arijit Mondal ) জুনের নাম দিয়ে স্লোগান লিখেছেন সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ । তোমরা না থাকলে দু বছরের এই যাত্রা এত রঙিন এত স্মৃতিমধুর কখনওই হত না ।" বর্তমানে মোট 6টি ভাষায় রিমেক সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.