কলকাতা, 4 ফেব্রুয়ারি: বীরভূমের 'বাদাম কাকু'-র নাম ক্রমে আরও ছড়িয়ে পড়ছে ৷ দেদার রিল, ভিডিয়ো তৈরি হচ্ছে তাঁর সেই বিখ্যাত গান 'কাঁচা বাদাম' নিয়ে । ভাইরাল 'বাদাম কাকু' এবার হাজির হবেন দাদার মঞ্চে (Sourav Ganguly welcomes kacha badam singer Bhuban Badyakar)।
19 ফেব্রুয়ারি 'দাদাগিরি'র (Bhuban Badyakar in Dadagiri) মঞ্চে হতে চলেছে ধামাকা । হাজির থাকবেন জনপ্রিয় 'বাদাম কাকু' । তাঁকে ভুলে যাওয়া এই নেট জমানায় অসম্ভব ব্যাপার । তাঁর কথায়, সুরে, কণ্ঠে 'কাঁচা বাদাম' গানে তোলপাড় নেট দুনিয়া ৷ কেউ বানাচ্ছে রিল, কেউ গাইছে গুনগুনিয়ে ।
বীরভূম জেলার দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণ পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকার । পেশায় বাদাম বিক্রেতা । বিক্রির প্রয়োজনেই কাঁচা বাদাম নিয়ে গান বাঁধেন তিনি । আর তা গাওয়ার পরেই ভাইরাল । বিখ্যাত হয়ে ওঠেন এই বাদাম কাকু । বাংলার বুকে আজ তাঁকে চেনে না এমন মানুষ বিরল । সেই ভুবন বাদ্যকার এবার আসবেন 'দাদাগিরি'র মঞ্চে । তিনি আসবেন আর তাঁর 'কাঁচা বাদাম' গান হবে না, তা তো হতেই পারে না । গাইবেন "বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম"। শুনবেন দাদা-সহ সবাই । দাদাকে খাওয়াবেন নিজের আনা কাঁচা বাদাম । দাদা শুনবেন ভুবন বাদ্যকারের জীবনের গল্প । দাদার হাত থেকে ট্রফিও নেবেন তিনি ।
আরও পড়ুন: Dadagiri Season 9: দাদাগিরিতে এবার করোনাকালের বন্ধুদের কুর্নিশ
ভুবন বাদ্যকারের কথায়, "বাদাম বিক্রির জন্যই গানটা বাঁধি আর নিজেই গাই । সকলের ভাল লেগেছে, প্রশংসা পেয়েছি । ভালই লাগছে ।" এই গানের জন্য বিক্রিও বেড়ে গিয়েছে তাঁর ।
ভুবন বাদ্যকার ছাড়াও এদিনের এপিসোডে হাজির থাকবেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya in Dadagiri)। সরকার পক্ষের গান 'খেলা হবে' তাঁরই সৃষ্টি । তাঁর জীবনের গল্পও শুনবেন দাদা ।
এদিনের এপিসোডে ভুবন বাদ্যকার এবং দেবাংশু ভট্টাচার্য ছাড়াও হাজির থাকবেন বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্যরা ।
আরও পড়ুন: AMC Election 2022 : তৃণমূলের প্রচারে ভুবন, হরির লুটের মতো বাদাম কুড়োতে কোভিড ভুলল জনতা