ETV Bharat / sitara

Bhuban Badyakar in Dadagiri: দাদাগিরির মঞ্চে বাদাম কাকু, থাকবেন তৃণমূল যুবনেতা দেবাংশুও - দাদাগিরিতে ভুবন বাদ্যকর

দাদাগিরির মঞ্চে বাদাম কাকু (Bhuban Badyakar in Dadagiri) ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly welcomes kacha badam singer Bhuban Badyakar) শোনাবেন তাঁর গান 'কাঁচা বাদাম' ৷ খাওয়াবেনও ৷ এছাড়াও থাকবেন তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya in Dadagiri)।

Sourav Ganguly welcomes kacha badam singer Bhuban Badyakar in Dadagiri show
দাদাগিরির মঞ্চে বাদাম কাকু, থাকবেন তৃণমূল যুবনেতা দেবাংশুও
author img

By

Published : Feb 4, 2022, 1:02 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি: বীরভূমের 'বাদাম কাকু'-র নাম ক্রমে আরও ছড়িয়ে পড়ছে ৷ দেদার রিল, ভিডিয়ো তৈরি হচ্ছে তাঁর সেই বিখ্যাত গান 'কাঁচা বাদাম' নিয়ে । ভাইরাল 'বাদাম কাকু' এবার হাজির হবেন দাদার মঞ্চে (Sourav Ganguly welcomes kacha badam singer Bhuban Badyakar)।

19 ফেব্রুয়ারি 'দাদাগিরি'র (Bhuban Badyakar in Dadagiri) মঞ্চে হতে চলেছে ধামাকা । হাজির থাকবেন জনপ্রিয় 'বাদাম কাকু' । তাঁকে ভুলে যাওয়া এই নেট জমানায় অসম্ভব ব্যাপার । তাঁর কথায়, সুরে, কণ্ঠে 'কাঁচা বাদাম' গানে তোলপাড় নেট দুনিয়া ৷ কেউ বানাচ্ছে রিল, কেউ গাইছে গুনগুনিয়ে ।

বীরভূম জেলার দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণ পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকার । পেশায় বাদাম বিক্রেতা । বিক্রির প্রয়োজনেই কাঁচা বাদাম নিয়ে গান বাঁধেন তিনি । আর তা গাওয়ার পরেই ভাইরাল । বিখ্যাত হয়ে ওঠেন এই বাদাম কাকু । বাংলার বুকে আজ তাঁকে চেনে না এমন মানুষ বিরল । সেই ভুবন বাদ্যকার এবার আসবেন 'দাদাগিরি'র মঞ্চে । তিনি আসবেন আর তাঁর 'কাঁচা বাদাম' গান হবে না, তা তো হতেই পারে না । গাইবেন "বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম"। শুনবেন দাদা-সহ সবাই । দাদাকে খাওয়াবেন নিজের আনা কাঁচা বাদাম । দাদা শুনবেন ভুবন বাদ্যকারের জীবনের গল্প । দাদার হাত থেকে ট্রফিও নেবেন তিনি ।

Sourav Ganguly welcomes kacha badam singer Bhuban Badyakar in Dadagiri show
দাদাগিরিতে বাদাম কাকু

আরও পড়ুন: Dadagiri Season 9: দাদাগিরিতে এবার করোনাকালের বন্ধুদের কুর্নিশ

ভুবন বাদ্যকারের কথায়, "বাদাম বিক্রির জন্যই গানটা বাঁধি আর নিজেই গাই । সকলের ভাল লেগেছে, প্রশংসা পেয়েছি । ভালই লাগছে ।" এই গানের জন্য বিক্রিও বেড়ে গিয়েছে তাঁর ।

ভুবন বাদ্যকার ছাড়াও এদিনের এপিসোডে হাজির থাকবেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya in Dadagiri)। সরকার পক্ষের গান 'খেলা হবে' তাঁরই সৃষ্টি । তাঁর জীবনের গল্পও শুনবেন দাদা ।

Sourav Ganguly welcomes kacha badam singer Bhuban Badyakar in Dadagiri show
দাদাগিরিতে দেবাংশু

এদিনের এপিসোডে ভুবন বাদ্যকার এবং দেবাংশু ভট্টাচার্য ছাড়াও হাজির থাকবেন বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্যরা ।

আরও পড়ুন: AMC Election 2022 : তৃণমূলের প্রচারে ভুবন, হরির লুটের মতো বাদাম কুড়োতে কোভিড ভুলল জনতা

কলকাতা, 4 ফেব্রুয়ারি: বীরভূমের 'বাদাম কাকু'-র নাম ক্রমে আরও ছড়িয়ে পড়ছে ৷ দেদার রিল, ভিডিয়ো তৈরি হচ্ছে তাঁর সেই বিখ্যাত গান 'কাঁচা বাদাম' নিয়ে । ভাইরাল 'বাদাম কাকু' এবার হাজির হবেন দাদার মঞ্চে (Sourav Ganguly welcomes kacha badam singer Bhuban Badyakar)।

19 ফেব্রুয়ারি 'দাদাগিরি'র (Bhuban Badyakar in Dadagiri) মঞ্চে হতে চলেছে ধামাকা । হাজির থাকবেন জনপ্রিয় 'বাদাম কাকু' । তাঁকে ভুলে যাওয়া এই নেট জমানায় অসম্ভব ব্যাপার । তাঁর কথায়, সুরে, কণ্ঠে 'কাঁচা বাদাম' গানে তোলপাড় নেট দুনিয়া ৷ কেউ বানাচ্ছে রিল, কেউ গাইছে গুনগুনিয়ে ।

বীরভূম জেলার দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণ পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকার । পেশায় বাদাম বিক্রেতা । বিক্রির প্রয়োজনেই কাঁচা বাদাম নিয়ে গান বাঁধেন তিনি । আর তা গাওয়ার পরেই ভাইরাল । বিখ্যাত হয়ে ওঠেন এই বাদাম কাকু । বাংলার বুকে আজ তাঁকে চেনে না এমন মানুষ বিরল । সেই ভুবন বাদ্যকার এবার আসবেন 'দাদাগিরি'র মঞ্চে । তিনি আসবেন আর তাঁর 'কাঁচা বাদাম' গান হবে না, তা তো হতেই পারে না । গাইবেন "বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম"। শুনবেন দাদা-সহ সবাই । দাদাকে খাওয়াবেন নিজের আনা কাঁচা বাদাম । দাদা শুনবেন ভুবন বাদ্যকারের জীবনের গল্প । দাদার হাত থেকে ট্রফিও নেবেন তিনি ।

Sourav Ganguly welcomes kacha badam singer Bhuban Badyakar in Dadagiri show
দাদাগিরিতে বাদাম কাকু

আরও পড়ুন: Dadagiri Season 9: দাদাগিরিতে এবার করোনাকালের বন্ধুদের কুর্নিশ

ভুবন বাদ্যকারের কথায়, "বাদাম বিক্রির জন্যই গানটা বাঁধি আর নিজেই গাই । সকলের ভাল লেগেছে, প্রশংসা পেয়েছি । ভালই লাগছে ।" এই গানের জন্য বিক্রিও বেড়ে গিয়েছে তাঁর ।

ভুবন বাদ্যকার ছাড়াও এদিনের এপিসোডে হাজির থাকবেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya in Dadagiri)। সরকার পক্ষের গান 'খেলা হবে' তাঁরই সৃষ্টি । তাঁর জীবনের গল্পও শুনবেন দাদা ।

Sourav Ganguly welcomes kacha badam singer Bhuban Badyakar in Dadagiri show
দাদাগিরিতে দেবাংশু

এদিনের এপিসোডে ভুবন বাদ্যকার এবং দেবাংশু ভট্টাচার্য ছাড়াও হাজির থাকবেন বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্যরা ।

আরও পড়ুন: AMC Election 2022 : তৃণমূলের প্রচারে ভুবন, হরির লুটের মতো বাদাম কুড়োতে কোভিড ভুলল জনতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.