ETV Bharat / sitara

Sohini Banerjee in Uron Tubri: প্রতিবাদের আরেক নাম তুবড়ি, নয়া চরিত্র নিয়ে উচ্ছ্বসিত সোহিনী

নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি' (Uron Tubri)তে মুখ্য চরিত্রে থাকছেন সোহিনী বন্দ্যোপাধ্যায় (Sohini Banerjee in Uron Tubri) ৷

Sohini Banerjee to act in new Bengali TV serial Uron Tubri
প্রতিবাদের আরেক নাম তুবড়ি, নয়া চরিত্র নিয়ে উচ্ছ্বসিত সোহিনী
author img

By

Published : Mar 15, 2022, 12:56 PM IST

Updated : Mar 15, 2022, 4:40 PM IST

কলকাতা, 15 মার্চ: আসছে নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি' (Uron Tubri)। এই ধারাবাহিকের (new Bengali TV serial) হাত ধরেই ছোট পর্দায় প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোহিনী বন্দ্যোপাধ্যায়কে । যদিও এর আগে 'অলৌকিক না লৌকিক' সিরিজে একমাত্র মহিলা চরিত্রে ছিলেন সোহিনী । এরপর 'কী করে বলব তোমায়' এবং 'শ্রীময়ী' ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ৷ আর এবার সোহিনী মুখ্য ভূমিকায় । ধারাবাহিকের পরিচালনায় অমিত দাস।

'উড়ন তুবড়ি' মূলত তিন বোনের গল্প । মাকে নিয়ে তিন বোনের লড়াই এই ধারাবাহিকের মূল রসদ । এই ধারাবাহিকে চপ ব্যবসায়ীর ভূমিকায় দেখা যাবে লাবণী সরকারকে । তিন বোনের মায়ের চরিত্রে তিনিই । সোহিনী ছাড়াও অন্য দুই বোনের চরিত্রে রয়েছেন সৌমি চট্টোপাধ্যায় এবং সুকন্যা বসু । রয়েছেন অভিজিৎ গুহ এবং ঋ সেন-সহ আরও অনেকে ।

Sohini Banerjee to act in new Bengali TV serial Uron Tubri
মুখ্য চরিত্রে সোহিনী

তিন মেয়েকে নিয়ে ঠেলা গাড়িতে চপ বিক্রি করে সংসার চালায় এক মহিলা । মহিলার স্বামীর চরিত্রে অভিজিৎ গুহ। স্ত্রী এবং মেয়েদের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই । এর কারণ জানান দেবে ধারাবাহিক । তবে এই ধারাবাহিকে তুবড়ি অর্থাৎ সোহিনীর সংলাপ ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে নেট পাড়ায় । "আমি ফুলঝুড়িও নই, আমি কালীপটকাও নই, আমি তুবড়ি, একবার জ্বললে সহজে নিভি না ।"

Sohini Banerjee to act in new Bengali TV serial Uron Tubri
তিন বোনের লড়াই নিয়ে গল্প

আরও পড়ুন: Holi celebration in Television: দোল উপলক্ষ্যে টেলিভিশনে রংয়ের খেলা, রইল তালিকা

প্রোমো জানান দেয়, ফের গরিব বনাম বড়লোকের গল্প বলবে এই ধারাবাহিক । এ বার দেখার পালা ধারাবাহিক নির্মাণের মুন্সিয়ানা কতটা প্রভাব ফেলে দর্শকমনে । ধারাবাহিকের পরিচালনায় সন্দীপ চৌধুরী ।

Sohini Banerjee to act in new Bengali TV serial Uron Tubri
নয়া ধারাবাহিকে সোহিনী

একটি কন্নড় চ্যানেলে ‘পুত্তকখানা মাক্কালু’ ধারাবাহিকে এই একই ধরনের গল্প দেখা গিয়েছে । তবে সেখানে ইডলি ধোসা বিক্রি করতে দেখা গিয়েছে চরিত্রদের । চরিত্র প্রসঙ্গে সোহিনী বলেন, "সোহিনীও প্রতিবাদী তবে তুবড়ির মতো করে নয় । ভাল কথায় বুঝলে ভাল, তুবড়ি নাহলে তুবড়ির মতো করে বুঝিয়ে দেবে । হাতও চালিয়ে দিতে পারে সে । সে অন্যায় সহ্য করে না । তার সামনে একজন অপরিচিতর সঙ্গে অন্যায় হলেও সে গর্জে ওঠে । বাড়ির মেজো বোন সে । কিন্তু বড় বোনের মতো তদারকি করে সংসারের । কিন্তু খুব নরম ভাবে । ওকে ওর মা তুলি বলেও ডাকে আবার তুবড়ি বলে । মাকে ছেড়ে বাবা চলে গিয়েছে । অন্য একজনকে বিয়ে করেছে । সুতরাং লড়াইটা কতটা কঠিন মা এবং তিন বোনের তা বোঝাই যাচ্ছে । খুব চ্যালেঞ্জিং চরিত্রটা । বাস্তবে আমি শান্ত । ফলে তুবড়ির মতো দুরন্ত হয়ে ওঠাটা বেশ চ্যালেঞ্জ আমার কাছে । কিন্তু দারুণ চরিত্র । প্রতিবাদের আরেক নাম তুবড়ি । যে সহজে নেভে না ।"

Sohini Banerjee to act in new Bengali TV serial Uron Tubri
তুবড়ি সোহিনী

আরও পড়ুন: Anirban Bhattacharya on Tiktiki: টিকটিকির ট্রেলার লঞ্চে সোজাসাপটা ধ্রুব-অনির্বাণ

28 মার্চ থেকে প্রতিদিন সন্ধে 6 টায় দেখা যাবে এই ধারাবাহিক ।

কলকাতা, 15 মার্চ: আসছে নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি' (Uron Tubri)। এই ধারাবাহিকের (new Bengali TV serial) হাত ধরেই ছোট পর্দায় প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোহিনী বন্দ্যোপাধ্যায়কে । যদিও এর আগে 'অলৌকিক না লৌকিক' সিরিজে একমাত্র মহিলা চরিত্রে ছিলেন সোহিনী । এরপর 'কী করে বলব তোমায়' এবং 'শ্রীময়ী' ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ৷ আর এবার সোহিনী মুখ্য ভূমিকায় । ধারাবাহিকের পরিচালনায় অমিত দাস।

'উড়ন তুবড়ি' মূলত তিন বোনের গল্প । মাকে নিয়ে তিন বোনের লড়াই এই ধারাবাহিকের মূল রসদ । এই ধারাবাহিকে চপ ব্যবসায়ীর ভূমিকায় দেখা যাবে লাবণী সরকারকে । তিন বোনের মায়ের চরিত্রে তিনিই । সোহিনী ছাড়াও অন্য দুই বোনের চরিত্রে রয়েছেন সৌমি চট্টোপাধ্যায় এবং সুকন্যা বসু । রয়েছেন অভিজিৎ গুহ এবং ঋ সেন-সহ আরও অনেকে ।

Sohini Banerjee to act in new Bengali TV serial Uron Tubri
মুখ্য চরিত্রে সোহিনী

তিন মেয়েকে নিয়ে ঠেলা গাড়িতে চপ বিক্রি করে সংসার চালায় এক মহিলা । মহিলার স্বামীর চরিত্রে অভিজিৎ গুহ। স্ত্রী এবং মেয়েদের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই । এর কারণ জানান দেবে ধারাবাহিক । তবে এই ধারাবাহিকে তুবড়ি অর্থাৎ সোহিনীর সংলাপ ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে নেট পাড়ায় । "আমি ফুলঝুড়িও নই, আমি কালীপটকাও নই, আমি তুবড়ি, একবার জ্বললে সহজে নিভি না ।"

Sohini Banerjee to act in new Bengali TV serial Uron Tubri
তিন বোনের লড়াই নিয়ে গল্প

আরও পড়ুন: Holi celebration in Television: দোল উপলক্ষ্যে টেলিভিশনে রংয়ের খেলা, রইল তালিকা

প্রোমো জানান দেয়, ফের গরিব বনাম বড়লোকের গল্প বলবে এই ধারাবাহিক । এ বার দেখার পালা ধারাবাহিক নির্মাণের মুন্সিয়ানা কতটা প্রভাব ফেলে দর্শকমনে । ধারাবাহিকের পরিচালনায় সন্দীপ চৌধুরী ।

Sohini Banerjee to act in new Bengali TV serial Uron Tubri
নয়া ধারাবাহিকে সোহিনী

একটি কন্নড় চ্যানেলে ‘পুত্তকখানা মাক্কালু’ ধারাবাহিকে এই একই ধরনের গল্প দেখা গিয়েছে । তবে সেখানে ইডলি ধোসা বিক্রি করতে দেখা গিয়েছে চরিত্রদের । চরিত্র প্রসঙ্গে সোহিনী বলেন, "সোহিনীও প্রতিবাদী তবে তুবড়ির মতো করে নয় । ভাল কথায় বুঝলে ভাল, তুবড়ি নাহলে তুবড়ির মতো করে বুঝিয়ে দেবে । হাতও চালিয়ে দিতে পারে সে । সে অন্যায় সহ্য করে না । তার সামনে একজন অপরিচিতর সঙ্গে অন্যায় হলেও সে গর্জে ওঠে । বাড়ির মেজো বোন সে । কিন্তু বড় বোনের মতো তদারকি করে সংসারের । কিন্তু খুব নরম ভাবে । ওকে ওর মা তুলি বলেও ডাকে আবার তুবড়ি বলে । মাকে ছেড়ে বাবা চলে গিয়েছে । অন্য একজনকে বিয়ে করেছে । সুতরাং লড়াইটা কতটা কঠিন মা এবং তিন বোনের তা বোঝাই যাচ্ছে । খুব চ্যালেঞ্জিং চরিত্রটা । বাস্তবে আমি শান্ত । ফলে তুবড়ির মতো দুরন্ত হয়ে ওঠাটা বেশ চ্যালেঞ্জ আমার কাছে । কিন্তু দারুণ চরিত্র । প্রতিবাদের আরেক নাম তুবড়ি । যে সহজে নেভে না ।"

Sohini Banerjee to act in new Bengali TV serial Uron Tubri
তুবড়ি সোহিনী

আরও পড়ুন: Anirban Bhattacharya on Tiktiki: টিকটিকির ট্রেলার লঞ্চে সোজাসাপটা ধ্রুব-অনির্বাণ

28 মার্চ থেকে প্রতিদিন সন্ধে 6 টায় দেখা যাবে এই ধারাবাহিক ।

Last Updated : Mar 15, 2022, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.