ETV Bharat / sitara

Team Mithai in Hill Station : পাহাড়ে গিয়ে কাছাকাছি মিঠাই-সিদ্ধার্থ - পাহাড়ে মিঠাইয়ের শুটিং

পাহাড়ে শুটিং হল জনপ্রিয় বাংলা ধারাবাহিক মিঠাইয়ের (Team Mithai in Hill Station) ৷ সেখানে গিয়েই কাছাকাছি এল মিঠাই ও সিদ্ধার্থ (shooting of Bengali serial Mithai) ৷

Team Mithai in Hill Station Shooting
পাহাড়ে গিয়ে কাছাকাছি মিঠাই-সিদ্ধার্থ
author img

By

Published : Feb 17, 2022, 7:15 PM IST

Updated : Feb 18, 2022, 11:09 AM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : বাংলা ধারাবাহিক 'মিঠাই'য়ের টিম পাড়ি দিল পাহাড়ে (Team Mithai in Hill Station) । সেখানেই প্রেম জমবে উচ্ছেবাবু আর মিঠাই রানির ।

টিআরপি-তে বড় রকমের ধাক্কা খেয়েছে ধারাবাহিক 'মিঠাই'(shooting of Bengali serial Mithai)। শীর্ষ স্থান থেকে এক ধাক্কায় পঞ্চমে নেমে এসেছে এই ধারাবাহিক । নানাবিধ কারণে নানা সময়ে ট্রোলও হতে হয়েছে এই ধারাবাহিককে । মিঠাই এবং উচ্ছেবাবুর প্রেম আবার প্রেম নয় এই টালবাহানাতে এতদিন মজেছিল দর্শককূল । এবার সম্ভবত তারা অন্য কিছু চাইছে । তাই বোধহয় মুখ ফিরেছে অন্যদিকে । এই সবই অনুমান । তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা অপার । গল্পে মোচড় আনছেন কাহিনিকার ।

এ বার উচ্ছেবাবু এবং মিঠাইয়ের (Soumitrisha Kundu in Mithai) জমজমাট প্রেম দেখতে প্রস্তুত থাকতে বলছেন কাহিনিকার । প্রেম জমবে ভূস্বর্গ পাহাড়ের মনোরম পরিবেশে । সেখানেই প্রেমের জোয়ারে ভাসবে মিঠাই আর তার উচ্ছেবাবু । গোটা টিম পাহাড়ে চুটিয়ে শুটিং সেরে ফিরেছে । 14 থেকে 20 ফেব্রুয়ারি দর্শককে পাহাড়ে নিয়ে যাবে 'মিঠাই'। থাকবে কেবল ভাল লাগা আর ভালোবাসার ঝলক ।

Team Mithai in Hill Station Shooting
পাহাড়ে মিঠাই-সিদ্ধার্থ

আরও পড়ুন: Mithai Bengali Serial : মিঠাইয়ের মৌনব্রত ভাঙাতে মরিয়া তোর্সা, জমে উঠেছে ‘মিঠাই’

ওদিকে বসুন্ধরা বসুকে প্রোপোজ করে বসে আছে রুদ্র ৷ এ দিকে রুদ্রর প্রেমে হাবুডুবু খাচ্ছে নিপা । বসুন্ধরা কি গ্রহণ করবে রুদ্রর প্রস্তাব ? নাকি সে অন্য কারওকে ভালোবাসে ? এই নিয়ে ফের চমক ফিরছে চিত্রনাট্যে । সুতরাং ঘুরে দাঁড়ানোর চেষ্টা অপরিসীম । বাকিটা সময় বলবে । সিদ্ধার্থ, মানে আদৃত রায় (Adrit Roy in Mithai) এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তাঁরা টিআরপি'র জন্য অভিনয় করেন না, মানুষের মনোরঞ্জনের জন্য অভিনয় করেন । আর তাঁদের অভিনয়ে সত্যিই কাবু হয়েছে দর্শক । সম্প্রতি টিআরপি মুখে হাসি না ফোটালেও মিঠাইকে ভালোবাসে না এমন বাঙালি দর্শক কমই আছে ।

এবার পাহাড়ে মিঠাই-সিদ্ধার্থের রোম্যান্স

এই ধারাবাহিক প্রসঙ্গে আরও একটা কথা না বললে নয় ৷ প্রত্যেক ধারাবাহিকেই মূল পুরুষ চরিত্রের একটা না একটা নামকরণ করে গল্পের নায়িকা । এখানে 'উচ্ছেবাবু'। এই উচ্ছেবাবুর এটিই প্রথম ধারাবাহিক । তিনি বড় পর্দা এবং ওয়েবের মুখ । ছোট পর্দাতে এসেও অল্পদিনের মধ্যেই করেছেন বাজিমাত । বলা বাহুল্য, আদৃত-সৌমিতৃষার জুটি প্রথম দিনই একপ্রকার লুফে নিয়েছে দর্শক । এই সপ্তাহে তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ ।

আরও পড়ুন: Mithai: রসগোল্লার বিরিয়ানির রেসিপি দিল মিঠাই

কলকাতা, 17 ফেব্রুয়ারি : বাংলা ধারাবাহিক 'মিঠাই'য়ের টিম পাড়ি দিল পাহাড়ে (Team Mithai in Hill Station) । সেখানেই প্রেম জমবে উচ্ছেবাবু আর মিঠাই রানির ।

টিআরপি-তে বড় রকমের ধাক্কা খেয়েছে ধারাবাহিক 'মিঠাই'(shooting of Bengali serial Mithai)। শীর্ষ স্থান থেকে এক ধাক্কায় পঞ্চমে নেমে এসেছে এই ধারাবাহিক । নানাবিধ কারণে নানা সময়ে ট্রোলও হতে হয়েছে এই ধারাবাহিককে । মিঠাই এবং উচ্ছেবাবুর প্রেম আবার প্রেম নয় এই টালবাহানাতে এতদিন মজেছিল দর্শককূল । এবার সম্ভবত তারা অন্য কিছু চাইছে । তাই বোধহয় মুখ ফিরেছে অন্যদিকে । এই সবই অনুমান । তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা অপার । গল্পে মোচড় আনছেন কাহিনিকার ।

এ বার উচ্ছেবাবু এবং মিঠাইয়ের (Soumitrisha Kundu in Mithai) জমজমাট প্রেম দেখতে প্রস্তুত থাকতে বলছেন কাহিনিকার । প্রেম জমবে ভূস্বর্গ পাহাড়ের মনোরম পরিবেশে । সেখানেই প্রেমের জোয়ারে ভাসবে মিঠাই আর তার উচ্ছেবাবু । গোটা টিম পাহাড়ে চুটিয়ে শুটিং সেরে ফিরেছে । 14 থেকে 20 ফেব্রুয়ারি দর্শককে পাহাড়ে নিয়ে যাবে 'মিঠাই'। থাকবে কেবল ভাল লাগা আর ভালোবাসার ঝলক ।

Team Mithai in Hill Station Shooting
পাহাড়ে মিঠাই-সিদ্ধার্থ

আরও পড়ুন: Mithai Bengali Serial : মিঠাইয়ের মৌনব্রত ভাঙাতে মরিয়া তোর্সা, জমে উঠেছে ‘মিঠাই’

ওদিকে বসুন্ধরা বসুকে প্রোপোজ করে বসে আছে রুদ্র ৷ এ দিকে রুদ্রর প্রেমে হাবুডুবু খাচ্ছে নিপা । বসুন্ধরা কি গ্রহণ করবে রুদ্রর প্রস্তাব ? নাকি সে অন্য কারওকে ভালোবাসে ? এই নিয়ে ফের চমক ফিরছে চিত্রনাট্যে । সুতরাং ঘুরে দাঁড়ানোর চেষ্টা অপরিসীম । বাকিটা সময় বলবে । সিদ্ধার্থ, মানে আদৃত রায় (Adrit Roy in Mithai) এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তাঁরা টিআরপি'র জন্য অভিনয় করেন না, মানুষের মনোরঞ্জনের জন্য অভিনয় করেন । আর তাঁদের অভিনয়ে সত্যিই কাবু হয়েছে দর্শক । সম্প্রতি টিআরপি মুখে হাসি না ফোটালেও মিঠাইকে ভালোবাসে না এমন বাঙালি দর্শক কমই আছে ।

এবার পাহাড়ে মিঠাই-সিদ্ধার্থের রোম্যান্স

এই ধারাবাহিক প্রসঙ্গে আরও একটা কথা না বললে নয় ৷ প্রত্যেক ধারাবাহিকেই মূল পুরুষ চরিত্রের একটা না একটা নামকরণ করে গল্পের নায়িকা । এখানে 'উচ্ছেবাবু'। এই উচ্ছেবাবুর এটিই প্রথম ধারাবাহিক । তিনি বড় পর্দা এবং ওয়েবের মুখ । ছোট পর্দাতে এসেও অল্পদিনের মধ্যেই করেছেন বাজিমাত । বলা বাহুল্য, আদৃত-সৌমিতৃষার জুটি প্রথম দিনই একপ্রকার লুফে নিয়েছে দর্শক । এই সপ্তাহে তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ ।

আরও পড়ুন: Mithai: রসগোল্লার বিরিয়ানির রেসিপি দিল মিঠাই

Last Updated : Feb 18, 2022, 11:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.