কলকাতা, 24 সেপ্টেম্বর: একটু ভেবে বলুন তো ! ধরুন আপনি খুব মন দিয়ে কোনও রান্না করছেন । এবং সেটা সকলকে খাওয়াবেন বলে আপনি দারুণ এক্সাইটেড ৷ আর কেউ এসে আপনার সেই রান্নায় ব্যাঘাত ঘটাল ৷ পুরো রান্নাটা ঘেঁটে ঘ করে দিল । আর আপনাকে গোটা রান্নাটা আবার করতে হল । কেমন লাগবে আপনার ? রেগে আগুন হয়ে যাবেন তো ? এ বার ঠিক এ রকমই এক দৃশ্যের সাক্ষী হবে দর্শক ৷ 25 সেপ্টেম্বর থেকে সম্প্রচারিত হবে পেট ফাটানো হাসির কুকারি শো 'গোলেমালে গোল' (Golemale Gol)। সঞ্চালনায় থাকছেন সৌরভ দাস (Saurav Das)।
ফের এক হাসি-মজার শো-এর সঞ্চালকের ভূমিকায় অভিনেতা সৌরভ দাস । তিনিই এই শো-এর নাটের গুরু বলা যায় । রাঁধুনিদের নানাবিধ চ্যালেঞ্জের মুখে ফেলবেন তিনিই । অনিলাভ চট্টোপাধ্যায় প্রযোজিত 'গোলেমালে গোল'-এর পরিচালক সঙ্গীত তিওয়ারি ।
শো'টিতে থাকবে দুটি দল । একটি 'গুবলেট', অন্যটি 'রাপচিক'। গুবলেট গ্যাং-এ আছেন সঙ্ঘশ্রী সিনহা মিত্র, তানিয়া রায়, রাজু মজুমদার, সায়ন ঘোষ, ভিকি নন্দী, তরঙ্গ সরকার । আর 'রাপচিক' দলে আছেন, জিতু, মোনালিসা পাল, অনন্যা বিশ্বাস, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সমিধ মুখোপাধ্যায় ও দর্শনা বণিক । এঁরা প্রত্যেকেই রান্নাবান্না করবেন । আর প্রত্যেকেই কোনও না কোনওভাবে গোল পাকাবেন । গোটা বিষয়টা যেমন মজাদার তেমনই গোলমেলে । বাকিটা চমক হিসেবেই থাক ।
আরও পড়ুন: Madan Mitra: আঙুর ফল টক, লাইভে এসে ট্রোলের জবাব ‘কালারফুল’ মদনের
বিচারকের ভূমিকায় থাকছেন শেফ দোয়েল সারেঙ্গি। রাঁধুনিদের রান্না চেখে দেখবেন তিনি ৷ তিনি আবার নাকি সব রান্না চেখেই একইরকম এক্সপ্রেশন দেন । তাতে কোন রান্নাটা খুব ভাল হল তা বোঝা দায়, এমনটাই ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এসে বললেন রাপচিক দলের সদস্য জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন: Yohani De Silva: ভারতে আসছেন 'ম্যানিকে মাগে হিথে' খ্যাত ইয়োহানি, কবে কোথায় পারফরম্যান্স ?
অদ্ভুত সব নাম দেওয়া হবে রান্নার । যেমন, ডিম-মুরগির ভালোবাসা, চিকেন তালপাতুরি, চিকেন কদম ফুল, পমফ্রেট অন তাওয়া পাতে পড়লে হাওয়া । এই প্রতিযোগিতায় কোনও এলিমিনেশনের বালাই নেই । সুতরাং নেই কোনও টেনশন । রাঁধুনিদের যা কিছু টেনশন, তা ওই রান্না ঘিরেই । রান্না জমে গেলে থাকবে প্রতি পর্বে জয়ের মুকুট । এ রকম ভাবেই সাজানো হয়েছে এপিসোডগুলিকে । পরিচালকের কথায়, সেই অর্থে ছকে বাঁধা কোনও ফরম্যাট নেই এই শো'তে । এমন এক শো'এ সঞ্চালকের দায়িত্ব পেয়ে খুশি সৌরভ দাসও ।
আরও পড়ুন: Srijit Mukherji Birthday: মিথিলা-আয়রার সঙ্গে জন্মদিনের কেক কাটলেন সৃজিত
25 সেপ্টেম্বর থেকে শনি ও রবিবার ঠিক দুপুর 3টে থেকে 4টে দেখুন 'গোলেমালে গোল'।
আরও পড়ুন: Mahalaya: মহিষাসুরমর্দিনী শুভশ্রী, মহালয়ায় দেবীর কোন রূপে মিঠাই-শ্যামা-যমুনা ঢাকিরা ?