মুম্বই : আপকামিং ওয়েব সিরিজ় 'তাণ্ডব'-এ দেখা যাবে সইফ আলি খানকে । সেখানে এক রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে তাঁকে । পতৌদি প্যালেসের বিভিন্ন জায়গায় এই সিরিজ়ের শুটিং হয়েছে বলে জানা গিয়েছে । এর আগে এই প্রাসাদের মধ্যে কখনও শুটিংয়ের অনুমতি দেননি তিনি । তবে এই প্রথম প্রাসাদের মধ্যে কোনও শুটিং করা হয়েছে ।
'তাণ্ডব'-এ সইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার, মহম্মদ জ়ীশান আয়ুব, কৃতিকা কামরাসহ আরও অনেকে । সিরিজ়ে সইফের চরিত্রের নাম সমর প্রতাপ সিং । এক রাজনৈতিক পরিবারের সন্তান সে । বাবার মৃত্যুর পর প্রধানমন্ত্রীর চেয়ারে বসার জন্য সে মুখিয়ে রয়েছে । যদিও সেই চেয়ারে বসার ইচ্ছে রয়েছে আরও অনেকেরই । আর এভাবেই শুরু হয় রাজনীতির খেলা । সিরিজ়ের পরতে পরতে মিশে থাকবে রাজনীতি ।
আর এই সিরিজ়ের শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয় হরিয়ানায় অবস্থিত পতৌদি প্যালেস । প্রাসাদটিকে শুটিংয়ের জন্য দেওয়া প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সইফ বলেন, "মাঝে মধ্যে এই প্রাসাদকে শুটিংয়ের জন্য দেওয়াতে আমার কোনও আপত্তি নেই । আসলে বছরের 340দিন এটা এমনই পড়ে থাকে । সেখানে কেউ যায় না । আর শুটিং টিমকে দিলে তারা ওই জায়গার দেখাশোনা করে । যদিও প্রাসাদের মধ্যে শুটিংয়ের বিষয় নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম । আসলে প্রাসাদের বাইরের অংশে শুটিং করার ক্ষেত্রে আমার কোনও আপত্তি ছিল না । কিন্তু, 'তাণ্ডব'-এর ক্ষেত্রে আমি প্রাসাদের ভিতরে শুটিংয়ের অনুমতি দিয়েছিলাম । আমার মনে হয়েছিল এই প্রাসাদের মধ্যে শুটিংয়ের ফলে একটা রাজকীয় লুক আসবে । আর সেখানে যেই দাঁড়াবেন তাঁকেই দেখতে ভালো লাগবে ।"
যদিও একটা সময় সেই প্রাসাদ সইফের হাতছাড়া হয়ে গিয়েছিল । এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, "ওই প্রাসাদের সঙ্গে আমার টাকার তেমন কোনও সম্পর্ক নেই । আমার ঠাকুমার জন্য ঠাকুরদা ওই প্রাসাদ তৈরি করেছিলেন । এরপর আমার বাবা এক হোটেল মালিকের কাছে সেই প্রাসাদ ভাড়াতে দিয়েছিলেন । তারা অবশ্য ভালোই খেয়াল রাখত । কিন্তু, আমি চাইনি ওই প্রাসাদ হোটেল হিসেবে ব্যবহার করা হোক । তাই অনেক কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে সেই প্রাসাদ ফের কিনে নিয়েছিলাম । সেখানেই আমার বাবা ও ঠাকুরদাকে সমাধি দেওয়া হয়েছে । তাই ওই প্রাসাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে ।" 15 জানুয়ারি অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে এই সিরিজ় ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">