কলকাতা , 20 এপ্রিল : দীর্ঘ ন'মাস পর চলার অবশেষে সুরেলা সফরের সমাপ্তি হল 'সারেগামাপা'র ৷ গ্র্যান্ড ফিনালের শেষে সেরার শিরোপা জিতে নেন লোকসংগীত শিল্পী অর্কদ্বীপ মিশ্র ৷
কিন্তু , অর্কদ্বীপ মিশ্রের হাতে 'সারেগামাপা'র ট্রফি যেন কোনও মতেই মেনে নিতে পারছে না নেটাগরিকরা ৷ খুব স্বাভাবিকভাবেই রবিবার রাত থেকেই ট্রোলের মুখে পড়তে শুরু করেছেন অর্কদ্বীপ মিশ্র সহ ওই রিয়্যালিটি শোয়ের অন্য বিচারকগণ ৷
ট্রোলারদের অধিকাংশের দাবি , ফাইনালে বিজয়ী হওয়ার যোগ্য দাবিদার নন অর্কদ্বীপ মিশ্র ৷ বরং এঁদের মধ্যে বেশিরভাগ নেটাগরিকই রক্তিম , নীহারিকা , বিদীপ্তা অথবা অনুষ্কাকেই দেখতে চেয়েছিলেন ফাইনালে বিজয়ী হিসেবে ৷
এমনকি , নেটাগরিকেরা দুর্নীতির অভিযোগও এনেছেন রিয়্যালিটি শোয়ের বিচারকদের বিরুদ্ধে ৷ তাঁরা লেখেন , টাকার বিনিময়ে এমন বিচার করেছেন বিচারকের দল ৷
এই ঘটনার পর ইমন চক্রবর্তী ইটিভি ভারতকে বলেন , অর্কদ্বীপকে তিনি দীর্ঘদিন ধরে চেনেন ৷ অতএব তাঁর যোগ্যতা সম্পর্কে গায়িকার ধারণা আছে ৷ একইসঙ্গে তিনি বলেন, 'মানুষের রুচি তলানিতে ঠেকেছে ৷ তাই তাঁরা নিজেদের পছন্দ ও অপছন্দকে প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছে ৷ পুঁথিগত শিক্ষাই সব নয় , মননের শিক্ষাও খুব জরুরি মতামত প্রকাশের জন্য ৷ '