ETV Bharat / sitara

শঙ্খ ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড - শঙ্খ ঘোষের প্রয়াণ

তাঁর স্মৃতিচারণা করতে গিয়ে গলা ধরে আসল পরিচালক নন্দিতা রায়ের ৷ নন্দিতা এবং শিব প্রসাদ জুটির সঙ্গে শঙ্খ ঘোষের হৃদ্যতা দীর্ঘদিনের । বাকরুদ্ধ নন্দিতা ৷ তিনি জানানেল, শঙ্খ ঘোষার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রয়াণে একটা প্রজন্ম শেষ হয়ে গেল ৷ তাঁর কবিতা আমাদের বেঁচে থাকার পথ দেখিয়েছে ৷ শঙ্খ ঘোষের চলে যাওয়াতে অভিভাবকহীন হলাম ৷

শঙ্খ ঘোষ
শঙ্খ ঘোষ
author img

By

Published : Apr 21, 2021, 7:25 PM IST

Updated : Apr 21, 2021, 9:01 PM IST

কলকাতা, 21 এপ্রিল : করোনা কেড়ে নিল বাংলার আরও এক নক্ষত্রের প্রাণ ৷ প্রয়াত হয়েছেন কবি শঙ্খ ঘোষ ৷ কোভিডে আক্রান্ত হয়ে 89 বছরে মৃত্যু হল কবি শঙ্খ ঘোষের ৷ সাহিত্যে এবং বাংলা কবিতায় মহীরুহ পতন বলা যেতে পারে শঙ্খ ঘোষের প্রয়াণকে । তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সাহিত্য, চলচ্চিত্র এবং থিয়েটার জগতে ৷

তাঁর স্মৃতিচারণা করতে গিয়ে গলা ধরে আসল পরিচালক নন্দিতা রায়ের ৷ নন্দিতা এবং শিব প্রসাদ জুটির সঙ্গে শঙ্খ ঘোষের হৃদ্যতা দীর্ঘদিনের । বাকরুদ্ধ নন্দিতা ৷ তিনি জানানেল, শঙ্খ ঘোষার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রয়াণে একটা প্রজন্ম শেষ হয়ে গেল ৷ তাঁর কবিতা আমাদের বেঁচে থাকার পথ দেখিয়েছে ৷ শঙ্খ ঘোষের চলে যাওয়াতে অভিভাবকহীন হলাম ৷

শঙ্খ ঘোষের প্রয়াণে গভীরভাবে শোকাহত জনপ্রিয় গায়িকা লোপামুদ্রা মিত্র ৷ শঙ্খ ঘোষের কবিতা নিয়ে অনেক গান গেয়েছেন তিনি ৷ কবির প্রয়াণ গায়িকার কাছে অভিভাবকহীন হবারই সমান ৷ বিভিন্ন সময় রাজনৈতিক ভাবে বিদ্ধ করা হয়েছে কবিকে ৷ সেই প্রসঙ্গে গায়িকাকে প্রশ্ন করলে তিনি কবির কবিতার লাইন ধারেই বলেন ,"চুপ কর শব্দহীন হও।"

বীরভূমে শুটিঁংয়ে ব্যস্ত অভিনেত্রী সোহিনী সরকার ৷ সকালেই পেয়েছেন কবির প্রয়াণের খবর ৷ তাই ভারাক্রান্ত অভিনেত্রীর মন ৷ তিনি জানালেন কোভিড একে একে বহু গুণীজনের প্রাণ কেড়ে নিয়েছে ৷ তাতে বাকরুদ্ধ তিনি ৷

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কথায়, কিছু মানুষ আছেন যাঁরা অদ্বিতীয় ৷ তাঁদের মতো এই জগতে দ্বিতীয় কেউ নেই ৷ কবি শঙ্খ ঘোষও তাঁদের মধ্যে একজন ৷ তিনি বলেন, "আমরা এমন একটা সময়ে আছি যেখানে মজবুত শিঁরদাড়ার মানুষের বড় অভাব ৷ সেখানে এমন একটা সোজা শিঁরদাড়ার মানুষ চলে গেল, যা বেদনাদায়ক ৷" কবি শঙ্খ ঘোষ অভিনেত্রীর কাছে আদর্শ ৷ কবির প্রয়াণে অসহায় বোধ করছেন সুদীপ্তা ৷

শঙ্খ ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড

শঙ্খ ঘোষের প্রয়াণ শুধু বাংলা সাহিত্য নয় বাংলা সংস্কৃতির ক্ষতি, বললেন অভিনেতা দেবশঙ্কর হালদার ৷ তিনি আরও বলেন, বাংলার অভিনেতাদের কাছে শঙ্খ ঘোষ একজন বন্ধু, পথ প্রদর্শক এবং অভিভাবক ৷

কবি জয় গোস্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি কথা বলার মতো অবস্থায় নেই। তাই আজ কবি প্রয়াণে কবি লেখা দুটি লাইন বারবার মাথায় আসছে তা হল
সব তো ঠিক করাই আছে এখন কেবল
বিদায় নেওয়া
সবার দিকে চোখ
যাবার বেলায় প্রণাম, প্রণাম

আরও পড়ুন : শঙ্খ প্রয়াণে শোকপ্রকাশ মোদি, ধনকড়ের

কলকাতা, 21 এপ্রিল : করোনা কেড়ে নিল বাংলার আরও এক নক্ষত্রের প্রাণ ৷ প্রয়াত হয়েছেন কবি শঙ্খ ঘোষ ৷ কোভিডে আক্রান্ত হয়ে 89 বছরে মৃত্যু হল কবি শঙ্খ ঘোষের ৷ সাহিত্যে এবং বাংলা কবিতায় মহীরুহ পতন বলা যেতে পারে শঙ্খ ঘোষের প্রয়াণকে । তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সাহিত্য, চলচ্চিত্র এবং থিয়েটার জগতে ৷

তাঁর স্মৃতিচারণা করতে গিয়ে গলা ধরে আসল পরিচালক নন্দিতা রায়ের ৷ নন্দিতা এবং শিব প্রসাদ জুটির সঙ্গে শঙ্খ ঘোষের হৃদ্যতা দীর্ঘদিনের । বাকরুদ্ধ নন্দিতা ৷ তিনি জানানেল, শঙ্খ ঘোষার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রয়াণে একটা প্রজন্ম শেষ হয়ে গেল ৷ তাঁর কবিতা আমাদের বেঁচে থাকার পথ দেখিয়েছে ৷ শঙ্খ ঘোষের চলে যাওয়াতে অভিভাবকহীন হলাম ৷

শঙ্খ ঘোষের প্রয়াণে গভীরভাবে শোকাহত জনপ্রিয় গায়িকা লোপামুদ্রা মিত্র ৷ শঙ্খ ঘোষের কবিতা নিয়ে অনেক গান গেয়েছেন তিনি ৷ কবির প্রয়াণ গায়িকার কাছে অভিভাবকহীন হবারই সমান ৷ বিভিন্ন সময় রাজনৈতিক ভাবে বিদ্ধ করা হয়েছে কবিকে ৷ সেই প্রসঙ্গে গায়িকাকে প্রশ্ন করলে তিনি কবির কবিতার লাইন ধারেই বলেন ,"চুপ কর শব্দহীন হও।"

বীরভূমে শুটিঁংয়ে ব্যস্ত অভিনেত্রী সোহিনী সরকার ৷ সকালেই পেয়েছেন কবির প্রয়াণের খবর ৷ তাই ভারাক্রান্ত অভিনেত্রীর মন ৷ তিনি জানালেন কোভিড একে একে বহু গুণীজনের প্রাণ কেড়ে নিয়েছে ৷ তাতে বাকরুদ্ধ তিনি ৷

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কথায়, কিছু মানুষ আছেন যাঁরা অদ্বিতীয় ৷ তাঁদের মতো এই জগতে দ্বিতীয় কেউ নেই ৷ কবি শঙ্খ ঘোষও তাঁদের মধ্যে একজন ৷ তিনি বলেন, "আমরা এমন একটা সময়ে আছি যেখানে মজবুত শিঁরদাড়ার মানুষের বড় অভাব ৷ সেখানে এমন একটা সোজা শিঁরদাড়ার মানুষ চলে গেল, যা বেদনাদায়ক ৷" কবি শঙ্খ ঘোষ অভিনেত্রীর কাছে আদর্শ ৷ কবির প্রয়াণে অসহায় বোধ করছেন সুদীপ্তা ৷

শঙ্খ ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড

শঙ্খ ঘোষের প্রয়াণ শুধু বাংলা সাহিত্য নয় বাংলা সংস্কৃতির ক্ষতি, বললেন অভিনেতা দেবশঙ্কর হালদার ৷ তিনি আরও বলেন, বাংলার অভিনেতাদের কাছে শঙ্খ ঘোষ একজন বন্ধু, পথ প্রদর্শক এবং অভিভাবক ৷

কবি জয় গোস্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি কথা বলার মতো অবস্থায় নেই। তাই আজ কবি প্রয়াণে কবি লেখা দুটি লাইন বারবার মাথায় আসছে তা হল
সব তো ঠিক করাই আছে এখন কেবল
বিদায় নেওয়া
সবার দিকে চোখ
যাবার বেলায় প্রণাম, প্রণাম

আরও পড়ুন : শঙ্খ প্রয়াণে শোকপ্রকাশ মোদি, ধনকড়ের

Last Updated : Apr 21, 2021, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.