ETV Bharat / sitara

Ranojoy on the small screen : নয় বছর পর ছোটপর্দায় রণজয়, জোড়া নায়িকা নিয়ে কেমন হবে নতুন ইনিংস - Ranojoy is his starting his new journey in Mega serials after nine years

পাক্কা নয় বছর পর ফের মেগা সিরিয়ালে অভিনয়ে রণজয়। লীনা গঙ্গোপাধ্যায়ের গল্পে আইপিএস অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। চরিত্র নিয়ে ইটিভি ভারতকে জানালেন যাবতীয় কথা (Ranojoy is coming back to Mega in a collaboration with Leena Gangopadhyay )।

Ranojoy on the small screen
লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে প্রায় নয় বছর পর মেগা সিরিয়ালে ফিরছেন অভিনেতা রণজয়
author img

By

Published : Jan 7, 2022, 12:08 PM IST

Updated : Jan 7, 2022, 5:57 PM IST

কলকাতা, 7 জানুয়ারি : লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে আসতে চলেছে নতুন ধারাবাহিক 'গুড্ডি'। আর এই ধারাবাহিকের হাত ধরেই প্রায় নয় বছর পর মেগা সিরিয়ালে ফিরছেন অভিনেতা রণজয় । গ্ল্যামার দুনিয়ায় রণজয়ের অভিষেক ঘটে মেগা সিরিয়ালের হাত ধরেই (Ranojoy is his starting his new journey in Mega serials after nine years) । ইটিভি বাংলায় সম্প্রচারিত 'সাঁঝবেলা' ধারাবাহিক দিয়েই তাঁর কেরিয়ারের শুরু । এরপর একে একে 'রোশনি', 'দুই ভুবনের পারে' ধারাবাহিকে অভিনয় করার পর মুম্বই চলে যান তিনি । ব্যস্ত হয়ে পড়েন বড় পর্দা, মডেলিং এবং ওয়েব সিরিজ নিয়ে । খ্যাতিও মেলে প্রচুর। বাংলা, হিন্দি দুই ভাষাতেই অভিনয়ে দর্শকের মন মজিয়েছেন রণজয় ।

এবার লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে তাঁর জীবনে রয়েছেন দুজন নায়িকা। একজন মধুরিমা বসাক অন্যজন শ্যামপ্তি মুদলি । ধারাবাহিকের গল্প আবর্তিত হয় আইপিএস অফিসার যশ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে । তার পোস্টিং পাহাড়ে । তাঁর স্ত্রী পেশায় একজন শিক্ষিকা । পাহাড়ে যেখানে বসবাস করে এই দম্পতি, সেখানকার কেয়ারটেকারের মেয়ে গুড্ডি পুলিশ অফিসার হতে চায় । তাঁর আদর্শ সেই আইপিএস অফিসার অনুজ চট্টোপাধ্যায় । সেই মেয়েটিকে আবার পড়ান পুলিশ অফিসারের স্ত্রী । গল্পের বাঁক অনুযায়ী, পুলিশ অফিসারের স্ত্রী মারা যান । এরপর স্বাভাবিকভাবেই গল্প এগোবে যশ এবং গুড্ডিকে ঘিরে । কীভাবে তাঁরা একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে সেটাই দেখার ।

রণজয়ের স্ত্রী'র চরিত্রে দেখা যাবে মধুরিমা বসাককে । আর গুড্ডির চরিত্রে রয়েছেন শ্যামপ্তি । এ ছাড়াও আছেন চন্দন সেন, বিদিশা চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে । লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই প্রথমবার কাজ করছেন রণজয় । এই কারণে বেশ খুশি অভিনেতা। তিনি বলেন, "লীনাদি'র গল্প বলা নিয়ে তো কোনও কথা হবে না । আমি এই প্রথমবার ডাক পেলাম লীনাদি'র কাছ থেকে । পাশাপাশি এই চ্যানেলের সঙ্গে আমার সম্পর্কও বেশ ভাল । অনেক যত্ন নিয়ে কাজ হচ্ছে । সিনেমার মতো করে কাজ হচ্ছে । প্রোমো শুট হয়ে গেছে । শুটিংও শুরু হয়েছে ।"

অনেকদিন পর ছোটপর্দায় ফেরা? কেমন লাগছে? এই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, "অভিনয়ে থাকাটাই বড় কথা । ছিলাম, আছি এটাই সৌভাগ্য । তবে অনেকদিন পর ছোটপর্দায় ফিরছি । ভাল তো লাগছেই । শুরুটা এই প্ল্যাটফর্মেই ছিল । সব প্ল্যাটফর্মই আমার কাছে আদরের । সব প্ল্যাটফর্মেই কাজ করেছি । আরও করতে চাই ।" ছোটপর্দার ব্যস্ততা প্রভাব ফেলবে না তো ওয়েব কিংবা বড় পর্দায়? রণজয়ের সাফ জবাব, "সিনেমা, ওয়েব কোনওটাই তো নির্দিষ্ট একজনকে কেন্দ্রে রেখে আবর্তিত হয় না । তাই মোটামুটি ১৪-১৫ দিনের মধ্যেই কাজ গুটিয়ে যায় । ফলে, ওই ৬-৭ দিনের একটা ব্যস্ততা থাকে। সেটা মেগা সিরিয়াল করতে করতে ঠিক করে নেওয়া যায় । ৬-৭ মাস পর অত চাপ থাকে না । ছুটি পাওয়া যায় । ফলে, সিরিয়ালে কাজ করার পাশাপাশি আমি বড় পর্দায় বা ওয়েবেও কাজ করতে পারব বলে আশা রাখি ।"

আরও পড়ুন : বাংলা ধারাবাহিকে নয়া ট্রেন্ড উড়ন্ত সিঁদুর, উত্তাল নেট দুনিয়া

আবারও পুলিশ অফিসারের ভূমিকায় । ভাল লাগে বারবার এরকম চরিত্র করতে, এই প্রশ্নের জবাবে, "এই নিয়ে তিনবার করছি । মন্দ লাগে না । এই ধারাবাহিকে আমি খুব ডিসিপ্লিন্ড এবং নিয়ম নীতিতে বিশ্বাসী এক পুলিশ অফিসারের চরিত্রে । 'বনবিবি' ছবিতেও এমনই এক চরিত্রে আছি । যদিও বাস্তবে আমি অযথা সব ব্যাপারে নিয়মনীতি মেনে চলি না । যেটুকু দরকার সেটুকু করি । এই ধারাবাহিকে কতখানি কী রকম তা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি ।" কোন স্লটে এই ধারাবাহিক আসবে তা জানা যায়নি এখনও । এই চ্যানেলে ১০ জানুয়ারি থেকে 'খড়কুটো' সম্প্রচারিত হবে দুপুর ২:৩০ মিনিটে । সন্ধে সাড়ে ৭ টায় 'আলতা ফড়িং'। 'গুড্ডি' এলে কোনও ধারাবাহিকের স্লট পরিবর্তন হবে নাকি সেটাই দেখার ।

কলকাতা, 7 জানুয়ারি : লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে আসতে চলেছে নতুন ধারাবাহিক 'গুড্ডি'। আর এই ধারাবাহিকের হাত ধরেই প্রায় নয় বছর পর মেগা সিরিয়ালে ফিরছেন অভিনেতা রণজয় । গ্ল্যামার দুনিয়ায় রণজয়ের অভিষেক ঘটে মেগা সিরিয়ালের হাত ধরেই (Ranojoy is his starting his new journey in Mega serials after nine years) । ইটিভি বাংলায় সম্প্রচারিত 'সাঁঝবেলা' ধারাবাহিক দিয়েই তাঁর কেরিয়ারের শুরু । এরপর একে একে 'রোশনি', 'দুই ভুবনের পারে' ধারাবাহিকে অভিনয় করার পর মুম্বই চলে যান তিনি । ব্যস্ত হয়ে পড়েন বড় পর্দা, মডেলিং এবং ওয়েব সিরিজ নিয়ে । খ্যাতিও মেলে প্রচুর। বাংলা, হিন্দি দুই ভাষাতেই অভিনয়ে দর্শকের মন মজিয়েছেন রণজয় ।

এবার লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে তাঁর জীবনে রয়েছেন দুজন নায়িকা। একজন মধুরিমা বসাক অন্যজন শ্যামপ্তি মুদলি । ধারাবাহিকের গল্প আবর্তিত হয় আইপিএস অফিসার যশ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে । তার পোস্টিং পাহাড়ে । তাঁর স্ত্রী পেশায় একজন শিক্ষিকা । পাহাড়ে যেখানে বসবাস করে এই দম্পতি, সেখানকার কেয়ারটেকারের মেয়ে গুড্ডি পুলিশ অফিসার হতে চায় । তাঁর আদর্শ সেই আইপিএস অফিসার অনুজ চট্টোপাধ্যায় । সেই মেয়েটিকে আবার পড়ান পুলিশ অফিসারের স্ত্রী । গল্পের বাঁক অনুযায়ী, পুলিশ অফিসারের স্ত্রী মারা যান । এরপর স্বাভাবিকভাবেই গল্প এগোবে যশ এবং গুড্ডিকে ঘিরে । কীভাবে তাঁরা একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে সেটাই দেখার ।

রণজয়ের স্ত্রী'র চরিত্রে দেখা যাবে মধুরিমা বসাককে । আর গুড্ডির চরিত্রে রয়েছেন শ্যামপ্তি । এ ছাড়াও আছেন চন্দন সেন, বিদিশা চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে । লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই প্রথমবার কাজ করছেন রণজয় । এই কারণে বেশ খুশি অভিনেতা। তিনি বলেন, "লীনাদি'র গল্প বলা নিয়ে তো কোনও কথা হবে না । আমি এই প্রথমবার ডাক পেলাম লীনাদি'র কাছ থেকে । পাশাপাশি এই চ্যানেলের সঙ্গে আমার সম্পর্কও বেশ ভাল । অনেক যত্ন নিয়ে কাজ হচ্ছে । সিনেমার মতো করে কাজ হচ্ছে । প্রোমো শুট হয়ে গেছে । শুটিংও শুরু হয়েছে ।"

অনেকদিন পর ছোটপর্দায় ফেরা? কেমন লাগছে? এই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, "অভিনয়ে থাকাটাই বড় কথা । ছিলাম, আছি এটাই সৌভাগ্য । তবে অনেকদিন পর ছোটপর্দায় ফিরছি । ভাল তো লাগছেই । শুরুটা এই প্ল্যাটফর্মেই ছিল । সব প্ল্যাটফর্মই আমার কাছে আদরের । সব প্ল্যাটফর্মেই কাজ করেছি । আরও করতে চাই ।" ছোটপর্দার ব্যস্ততা প্রভাব ফেলবে না তো ওয়েব কিংবা বড় পর্দায়? রণজয়ের সাফ জবাব, "সিনেমা, ওয়েব কোনওটাই তো নির্দিষ্ট একজনকে কেন্দ্রে রেখে আবর্তিত হয় না । তাই মোটামুটি ১৪-১৫ দিনের মধ্যেই কাজ গুটিয়ে যায় । ফলে, ওই ৬-৭ দিনের একটা ব্যস্ততা থাকে। সেটা মেগা সিরিয়াল করতে করতে ঠিক করে নেওয়া যায় । ৬-৭ মাস পর অত চাপ থাকে না । ছুটি পাওয়া যায় । ফলে, সিরিয়ালে কাজ করার পাশাপাশি আমি বড় পর্দায় বা ওয়েবেও কাজ করতে পারব বলে আশা রাখি ।"

আরও পড়ুন : বাংলা ধারাবাহিকে নয়া ট্রেন্ড উড়ন্ত সিঁদুর, উত্তাল নেট দুনিয়া

আবারও পুলিশ অফিসারের ভূমিকায় । ভাল লাগে বারবার এরকম চরিত্র করতে, এই প্রশ্নের জবাবে, "এই নিয়ে তিনবার করছি । মন্দ লাগে না । এই ধারাবাহিকে আমি খুব ডিসিপ্লিন্ড এবং নিয়ম নীতিতে বিশ্বাসী এক পুলিশ অফিসারের চরিত্রে । 'বনবিবি' ছবিতেও এমনই এক চরিত্রে আছি । যদিও বাস্তবে আমি অযথা সব ব্যাপারে নিয়মনীতি মেনে চলি না । যেটুকু দরকার সেটুকু করি । এই ধারাবাহিকে কতখানি কী রকম তা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি ।" কোন স্লটে এই ধারাবাহিক আসবে তা জানা যায়নি এখনও । এই চ্যানেলে ১০ জানুয়ারি থেকে 'খড়কুটো' সম্প্রচারিত হবে দুপুর ২:৩০ মিনিটে । সন্ধে সাড়ে ৭ টায় 'আলতা ফড়িং'। 'গুড্ডি' এলে কোনও ধারাবাহিকের স্লট পরিবর্তন হবে নাকি সেটাই দেখার ।

Last Updated : Jan 7, 2022, 5:57 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.