কলকাতা শহরের বহু জায়গায় উদযাপিত হবে কবিগুরুর জন্মদিন। জনসাধারণের জন্য সে সব জায়গা খোলা। আপনি চাইলেই সেখানে গিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করতে পারেন নিজের মতো করে।
ক্যাথিড্রাল রোড : পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং কলকাতার পুরসভা আয়োজন করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের। আজ বিকেল ৫:৩০টায় জন্মজয়ন্তীর সূচনা। আপনি চাইলে সেখানে যোগদান করতে পারেন।
ইউনিভার্সিটি ইনস্টিটিউট : আজই ইউনিভার্সিটি ইনস্টিটিউটে বিকেল ৪:৩০টের সময় আয়োজিত হবে রবীন্দ্র জন্মোৎসব।
মধুসূদন মঞ্চ : বিকেল ৫টার সময়। রবীন্দ্রজয়ন্তী বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত হয়েছে "দিল ডাক, পঁচিশে বৈশাখ"। মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করেছে দক্ষিণ কলকাতার সাংস্কৃতিক চক্র।
শ্রী রামকৃষ্ণ আশ্রম : বালির শ্রী রামকৃষ্ণ আশ্রমে বিকেল ৫:১৫তে অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্রজয়ন্তী। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিমান মুখোপাধ্যায় এবং চৈতালি বাগচী।
নেহেরু চিলড্রেনস মিউজিয়াম : বিকেল ৫টা থেকে ৭টা টেগর ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্র সংগীত এবং রবীন্দ্র নৃত্য।
রবীন্দ্রচর্চা ভবন : দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত রবীন্দ্র গ্রন্থ প্রদর্শনী হবে রবীন্দ্রচর্চা ভবনে।
গ্যালারি গোল্ড : ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। সকাল ১০:৩০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে "সকাল থেকে রাত, শুধুই রবীন্দ্রনাথ"।
দক্ষিণী ভবন : দক্ষিণীকে বলা হয় রবীন্দ্র সংগীত চর্চার পীঠস্থান। দক্ষিণীর প্রাক্তনীরা আজ একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন সন্ধ্যা ৬:৩০টায়।
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি : আজ যে বাড়িতে রবীন্দ্রানুরাগীদের সবচেয়ে বেশি আনাগোনা, সেটি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। যে বাড়িতে জন্মেছিলেন কবিগুরু। সেখানে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে সকাল ৬টা থেকে। চলবে রাত ৮টা পর্যন্ত। সেখানেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে "লোকশিল্প ও কারুকৃতি মেলা"। জোড়াসাঁকোতে বিকেল ৫:৩০টায় অনুষ্ঠিত হবে "জীবনের ধ্রুবতারা"। বক্তা অমিত দাস। গানে থাকবেন বৈতানিকের শিল্পীরা।