ETV Bharat / sitara

শহরজুড়ে রবীন্দ্রজয়ন্তী পালন

আজ 25 শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী।

সংগৃহীত ছবি
author img

By

Published : May 9, 2019, 3:19 PM IST

কলকাতা শহরের বহু জায়গায় উদযাপিত হবে কবিগুরুর জন্মদিন। জনসাধারণের জন্য সে সব জায়গা খোলা। আপনি চাইলেই সেখানে গিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করতে পারেন নিজের মতো করে।


ক্যাথিড্রাল রোড : পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং কলকাতার পুরসভা আয়োজন করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের। আজ বিকেল ৫:৩০টায় জন্মজয়ন্তীর সূচনা। আপনি চাইলে সেখানে যোগদান করতে পারেন।

ইউনিভার্সিটি ইনস্টিটিউট : আজই ইউনিভার্সিটি ইনস্টিটিউটে বিকেল ৪:৩০টের সময় আয়োজিত হবে রবীন্দ্র জন্মোৎসব।

মধুসূদন মঞ্চ : বিকেল ৫টার সময়। রবীন্দ্রজয়ন্তী বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত হয়েছে "দিল ডাক, পঁচিশে বৈশাখ"। মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করেছে দক্ষিণ কলকাতার সাংস্কৃতিক চক্র।

শ্রী রামকৃষ্ণ আশ্রম : বালির শ্রী রামকৃষ্ণ আশ্রমে বিকেল ৫:১৫তে অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্রজয়ন্তী। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিমান মুখোপাধ্যায় এবং চৈতালি বাগচী।

নেহেরু চিলড্রেনস মিউজিয়াম : বিকেল ৫টা থেকে ৭টা টেগর ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্র সংগীত এবং রবীন্দ্র নৃত্য।

রবীন্দ্রচর্চা ভবন : দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত রবীন্দ্র গ্রন্থ প্রদর্শনী হবে রবীন্দ্রচর্চা ভবনে।

গ্যালারি গোল্ড : ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। সকাল ১০:৩০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে "সকাল থেকে রাত, শুধুই রবীন্দ্রনাথ"।

দক্ষিণী ভবন : দক্ষিণীকে বলা হয় রবীন্দ্র সংগীত চর্চার পীঠস্থান। দক্ষিণীর প্রাক্তনীরা আজ একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন সন্ধ্যা ৬:৩০টায়।

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি : আজ যে বাড়িতে রবীন্দ্রানুরাগীদের সবচেয়ে বেশি আনাগোনা, সেটি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। যে বাড়িতে জন্মেছিলেন কবিগুরু। সেখানে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে সকাল ৬টা থেকে। চলবে রাত ৮টা পর্যন্ত। সেখানেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে "লোকশিল্প ও কারুকৃতি মেলা"। জোড়াসাঁকোতে বিকেল ৫:৩০টায় অনুষ্ঠিত হবে "জীবনের ধ্রুবতারা"। বক্তা অমিত দাস। গানে থাকবেন বৈতানিকের শিল্পীরা।

কলকাতা শহরের বহু জায়গায় উদযাপিত হবে কবিগুরুর জন্মদিন। জনসাধারণের জন্য সে সব জায়গা খোলা। আপনি চাইলেই সেখানে গিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করতে পারেন নিজের মতো করে।


ক্যাথিড্রাল রোড : পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং কলকাতার পুরসভা আয়োজন করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের। আজ বিকেল ৫:৩০টায় জন্মজয়ন্তীর সূচনা। আপনি চাইলে সেখানে যোগদান করতে পারেন।

ইউনিভার্সিটি ইনস্টিটিউট : আজই ইউনিভার্সিটি ইনস্টিটিউটে বিকেল ৪:৩০টের সময় আয়োজিত হবে রবীন্দ্র জন্মোৎসব।

মধুসূদন মঞ্চ : বিকেল ৫টার সময়। রবীন্দ্রজয়ন্তী বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত হয়েছে "দিল ডাক, পঁচিশে বৈশাখ"। মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করেছে দক্ষিণ কলকাতার সাংস্কৃতিক চক্র।

শ্রী রামকৃষ্ণ আশ্রম : বালির শ্রী রামকৃষ্ণ আশ্রমে বিকেল ৫:১৫তে অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্রজয়ন্তী। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিমান মুখোপাধ্যায় এবং চৈতালি বাগচী।

নেহেরু চিলড্রেনস মিউজিয়াম : বিকেল ৫টা থেকে ৭টা টেগর ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্র সংগীত এবং রবীন্দ্র নৃত্য।

রবীন্দ্রচর্চা ভবন : দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত রবীন্দ্র গ্রন্থ প্রদর্শনী হবে রবীন্দ্রচর্চা ভবনে।

গ্যালারি গোল্ড : ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। সকাল ১০:৩০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে "সকাল থেকে রাত, শুধুই রবীন্দ্রনাথ"।

দক্ষিণী ভবন : দক্ষিণীকে বলা হয় রবীন্দ্র সংগীত চর্চার পীঠস্থান। দক্ষিণীর প্রাক্তনীরা আজ একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন সন্ধ্যা ৬:৩০টায়।

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি : আজ যে বাড়িতে রবীন্দ্রানুরাগীদের সবচেয়ে বেশি আনাগোনা, সেটি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। যে বাড়িতে জন্মেছিলেন কবিগুরু। সেখানে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে সকাল ৬টা থেকে। চলবে রাত ৮টা পর্যন্ত। সেখানেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে "লোকশিল্প ও কারুকৃতি মেলা"। জোড়াসাঁকোতে বিকেল ৫:৩০টায় অনুষ্ঠিত হবে "জীবনের ধ্রুবতারা"। বক্তা অমিত দাস। গানে থাকবেন বৈতানিকের শিল্পীরা।

Intro:আজ 25 শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী। কলকাতা শহরের বহু জায়গায় উদযাপিত হবে কবিগুরুর জন্মদিন। জনসাধারণের জন্য সেসব জায়গা খোলা। আপনি চাইলেই সেখানে গিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করতে পারেন নিজের মতো করে।


Body:ক্যাথিড্রাল রোডে : পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং কলকাতার পুরসভা আয়োজন করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের। আজ বিকেল ৫:৩০টায় জন্মজয়ন্তীর সূচনা। আপনি চাইলে সেখানে যোগদান করতে পারেন।

ইউনিভার্সিটি ইনস্টিটিউট : আজই ইউনিভার্সিটি ইনস্টিটিউটে বিকেল ৪:৩০টের সময় আয়োজিত হবে রবীন্দ্র জন্মোৎসব।

মধুসূদন মঞ্চ : বিকেল ৫টার সময়। রবীন্দ্রজয়ন্তী বিশেষ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত হয়েছে "দিল ডাক, পঁচিশে বৈশাখ"। মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করেছে দক্ষিণ কলকাতার সাংস্কৃতিক চক্র।

শ্রী রামকৃষ্ণ আশ্রম : বালির শ্রী রামকৃষ্ণ আশ্রমে বিকেল ৫:১৫তে অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্রজয়ন্তী। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিমান মুখোপাধ্যায় এবং চৈতালি বাগচী।

নেহেরু চিলড্রেনস মিউজিয়াম : বিকেল ৫টা থেকে ৭টা টেগর ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্র সংগীত এবং রবীন্দ্র নৃত্য।

রবীন্দ্রচর্চা ভবন : দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত রবীন্দ্র গ্রন্থ প্রদর্শনী হবে রবীন্দ্রচর্চা ভবনে।

গ্যালারি গোল্ড : ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। সকাল ১০:৩০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে "সকাল থেকে রাত, শুধুই রবীন্দ্রনাথ"।

দক্ষিণী ভবন : দক্ষিণীকে বলা হয় রবীন্দ্র সংগীত চর্চার পীঠস্থান। দক্ষিণীর প্রাক্তনীরা আজ একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন সন্ধ্যা ৬:৩০টায়।




Conclusion:জোড়াসাঁকো ঠাকুরবাড়ি : আজ যে বাড়িতে রবীন্দ্রানুরাগীদের সবচেয়ে বেশি আনাগোনা, সেটি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। যে বাড়িতে জন্মেছিলেন কবিগুরু। সেখানে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে সকাল ৬টা থেকে। চলবে রাত ৮টা পর্যন্ত। সেখানেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে "লোকশিল্প ও কারুকৃতি মেলা"। জোড়াসাঁকোতে বিকেল ৫:৩০টায় অনুষ্ঠিত হবে "জীবনের ধ্রুবতারা"। বক্তা অমিত দাস। গানে থাকবেন বৈতানিকের শিল্পীরা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.