ফাগুন বউ ধারাবাহিকে আগের এপিসোডে দর্শক দেখেছিলেন, অনুরূপ বৃষ্টিলেখাকে দেখে প্রথমে চিনতে অস্বীকার করে। পরে অবশ্য পরিবারের চাপে বৃষ্টিলেখাকে বিয়ে করতে বাধ্য হয় সে। কিন্তু সে পরিবারের সকলকে বারবার বলার চেষ্টা করে যে সে বৃষ্টিলেখাকে চেনেই না। তার সঙ্গে কোনও রেজিস্ট্রি করে বিয়ে অনুরূপ করেনি। যদিও তার কথায় পরিবারের কেউই বিশ্বাস করেনি।
ঠিক কী উদ্দেশ্যে বৃষ্টিলেখা রোদ্দুর ও মহুলের বাড়িতে এসেছে তা স্পষ্ট নয়। তবে ঘটনাচক্রে দেখা যায় অনুরূপসত্যি কথা বলছে। সে আদৌ বৃষ্টিলেখাকে চেনে না এবংতার সঙ্গে কোনওম্যারেজ রেজিস্ট্রি তার হয়নি।
আগামী সপ্তাহেরএপিসোডে দর্শক দেখতে পাবেন, হঠাৎ রোদ্দুর ও মহুলের বাড়িতে আসে পুলিশ। প্রশ্ন করে তাদের বাড়িতে নতুন কোনও মেয়ে এসেছে কি না। রোদ্দুর ও মহুল বৃষ্টিলেখার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পুলিশকে দেখে অস্বস্তিতে পড়ে যায় বৃষ্টিলেখা। তবে তার পাশে দাঁড়ায় অনুরূপ। নিজের স্ত্রীয়ের পরিচয় দেয় সে। এরপরই পুলিশ সেখান থেকে চলে যায়। তবে একটা সন্দেহ থেকে যায় মহুলের মনে। তাহলে কি সত্যি নিজের পরিচয় বদলে এক সন্ত্রাসবাদীই ঢুকে পড়েছে রোদ্দুর ও মহুলের সংসারে ? তা অবশ্য সময় বলবে। আগামী এপিসোডে থাকছে আরও চমক।