ETV Bharat / sitara

রোদ্দুর-মহুলের বাড়িতে পুলিশ, খোঁজ চলছে মহিলা সন্ত্রাসবাদীর

বৃষ্টিলেখা-অনুরূপের বিয়ে নিয়ে কেটেছে ধারাবাহিক 'ফাগুন বউ'-এর বেশ কয়েকটি এপিসোড। তবে হঠাৎই রোদ্দুর ও মহুলের বাড়িতে আসে পুলিশ। খোঁজ চলছে এক মহিলা আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর। বৃষ্টিলেখাকে দেখে পুলিশের কিছু একটা সন্দেহ হয়। তাহলে কি বৃষ্টিলেখাই সেই সন্ত্রাসবাদী ?

বৃষ্টিলেখা
author img

By

Published : Mar 16, 2019, 6:39 PM IST

ফাগুন বউ ধারাবাহিকে আগের এপিসোডে দর্শক দেখেছিলেন, অনুরূপ বৃষ্টিলেখাকে দেখে প্রথমে চিনতে অস্বীকার করে। পরে অবশ্য পরিবারের চাপে বৃষ্টিলেখাকে বিয়ে করতে বাধ্য হয় সে। কিন্তু সে পরিবারের সকলকে বারবার বলার চেষ্টা করে যে সে বৃষ্টিলেখাকে চেনেই না। তার সঙ্গে কোনও রেজিস্ট্রি করে বিয়ে অনুরূপ করেনি। যদিও তার কথায় পরিবারের কেউই বিশ্বাস করেনি।

ঠিক কী উদ্দেশ্যে বৃষ্টিলেখা রোদ্দুর ও মহুলের বাড়িতে এসেছে তা স্পষ্ট নয়। তবে ঘটনাচক্রে দেখা যায় অনুরূপসত্যি কথা বলছে। সে আদৌ বৃষ্টিলেখাকে চেনে না এবংতার সঙ্গে কোনওম্যারেজ রেজিস্ট্রি তার হয়নি।

আগামী সপ্তাহেরএপিসোডে দর্শক দেখতে পাবেন, হঠাৎ রোদ্দুর ও মহুলের বাড়িতে আসে পুলিশ। প্রশ্ন করে তাদের বাড়িতে নতুন কোনও মেয়ে এসেছে কি না। রোদ্দুর ও মহুল বৃষ্টিলেখার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পুলিশকে দেখে অস্বস্তিতে পড়ে যায় বৃষ্টিলেখা। তবে তার পাশে দাঁড়ায় অনুরূপ। নিজের স্ত্রীয়ের পরিচয় দেয় সে। এরপরই পুলিশ সেখান থেকে চলে যায়। তবে একটা সন্দেহ থেকে যায় মহুলের মনে। তাহলে কি সত্যি নিজের পরিচয় বদলে এক সন্ত্রাসবাদীই ঢুকে পড়েছে রোদ্দুর ও মহুলের সংসারে ? তা অবশ্য সময় বলবে। আগামী এপিসোডে থাকছে আরও চমক।

ফাগুন বউ ধারাবাহিকে আগের এপিসোডে দর্শক দেখেছিলেন, অনুরূপ বৃষ্টিলেখাকে দেখে প্রথমে চিনতে অস্বীকার করে। পরে অবশ্য পরিবারের চাপে বৃষ্টিলেখাকে বিয়ে করতে বাধ্য হয় সে। কিন্তু সে পরিবারের সকলকে বারবার বলার চেষ্টা করে যে সে বৃষ্টিলেখাকে চেনেই না। তার সঙ্গে কোনও রেজিস্ট্রি করে বিয়ে অনুরূপ করেনি। যদিও তার কথায় পরিবারের কেউই বিশ্বাস করেনি।

ঠিক কী উদ্দেশ্যে বৃষ্টিলেখা রোদ্দুর ও মহুলের বাড়িতে এসেছে তা স্পষ্ট নয়। তবে ঘটনাচক্রে দেখা যায় অনুরূপসত্যি কথা বলছে। সে আদৌ বৃষ্টিলেখাকে চেনে না এবংতার সঙ্গে কোনওম্যারেজ রেজিস্ট্রি তার হয়নি।

আগামী সপ্তাহেরএপিসোডে দর্শক দেখতে পাবেন, হঠাৎ রোদ্দুর ও মহুলের বাড়িতে আসে পুলিশ। প্রশ্ন করে তাদের বাড়িতে নতুন কোনও মেয়ে এসেছে কি না। রোদ্দুর ও মহুল বৃষ্টিলেখার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পুলিশকে দেখে অস্বস্তিতে পড়ে যায় বৃষ্টিলেখা। তবে তার পাশে দাঁড়ায় অনুরূপ। নিজের স্ত্রীয়ের পরিচয় দেয় সে। এরপরই পুলিশ সেখান থেকে চলে যায়। তবে একটা সন্দেহ থেকে যায় মহুলের মনে। তাহলে কি সত্যি নিজের পরিচয় বদলে এক সন্ত্রাসবাদীই ঢুকে পড়েছে রোদ্দুর ও মহুলের সংসারে ? তা অবশ্য সময় বলবে। আগামী এপিসোডে থাকছে আরও চমক।

Intro:বৃষ্টিলেখা কি সেই আন্তর্জাতিক নারী সন্ত্রাসবাদি

অমিত চক্রবর্তী, কলকাতা‌: ফাগুন বৌ ধারাবাহিকের আগের সপ্তাহে দর্শকরা দেখেছিলেন অনুরূপ বৃষ্টি দেখে প্রথমে চিনতে অস্বীকার করলেও কিন্তু শেষ পর্যন্ত পরিবারের চাপে এবং রোদ্দুরের কঠোর অবস্থানে বৃষ্টি কাকে বিয়ে করতে বাধ্য হয় কিন্তু সে পরিবারের সকলকে বারবার বলার চেষ্টা করে যে সে বৃষ্টি লেখাকে চেনেই না এবং তার সাথে কোন রকমে রেজিস্ট্রি ম্যারেজ করে নি তবুও পরিবারের কেউ তার কথা শুনতে রাজি হয় না কারণ অনুরূপ এর অতীত ইতিহাস সকলেরই জানা পরিবারের চাপে অনুরূপ বিয়েতে সম্মত হয় এবং বাড়ির সকলে মিলে হৈ হুল্লোড় এর মাধ্যমে অনুরূপ ও বৃষ্টি লেখার বিয়ে দিয়ে দেয়


Body:তবে ঘটনাচক্রে দেখা যায় অনুরূপ ই সত্যি কথা বলছে সে আদৌ বৃষ্টিলেখা কে চেনে না এবং তার সাথে কোনদিনই ম্যারেজ রেজিস্ট্রি তার হয়নি বৃষ্টি লেখা কারোর কথা অনুরূপ কে ফাঁসাতে চাইছে কিন্তু কার কথায় অনুরূপ কে সে ফাঁসাতে চাইছে সেটা সামনে আসেন যদিও বিয়ে যখন সম্পন্ন হয়ে গেছে তখন অনুরূপ বৃষ্টিলেখা সঙ্গে ঘর করতে শুরু করে আর অন্যদিকে বাড়ির মধ্যে থেকে মহুল জানতে পারে যে তাদের পরিবারের সদস্য তুলতুলি স্বামী অনির্বাণ পরিবারের মধ্যে থেকেই নারী পাচার চক্রের সঙ্গে জড়িত আর এই ঘটনা শোনা মাত্রই ক্ষোভে ফেটে পড়ে এবং পরিবারের সকলকে এই ঘটনা জানিয়ে দেয়


Conclusion:আর আগামী সপ্তাহে ফাগুন বউ ধারাবাহিক এ দেখা যাবে এক নতুন চমক কারণ পুলিশ নতুন একজন অপরাধীকে খুঁজে খুঁজে অনুরোধের বাড়িতে এসে পৌঁছায় আচমকা পুলিশকে বাড়িতে দেখতে পেরে সবাই হকচকিয়ে ওঠে মূল দরজা খুলে পুলিশের সাথে কথা বলে জানতে পারি যে এক মহিলা সন্ত্রাসবাদি রূপ বদল করে কলকাতা শহরের বুকে কোন এক পরিবারে গিয়ে আশ্রয় নিয়েছে। কিছুই সময়ই মহুল সেই কর্তব্যরত পুলিশকে জানায় যে একজন নতুন মহিলা আমাদের পরিবারে এসেছেন যার নাম বৃষ্টি লেখা মৌলের মুখ থেকে এমন কথা শুনে অনুরূপ পুলিশকে এগিয়ে গিয়ে বলে ইনি নতুন কেউ নন আমি তাকে বিয়ে করেছি উনি আমার স্ত্রী এই কথা শুনে আশ্বস্ত হয়ে পুলিশ সেখান থেকে চলে যায় এবং তাদেরকে সাবধানে থাকার অনুরোধ জানায় এবং বলে আবার ফেরত আসবো। তবে এখন দেখার পুলিশ যে নারী সন্ত্রাসবাদীর খোঁজে এসেছে সেই কি আসলে রুপ বদল করে বৃষ্টি লেখা হয়ে অনুরূপ ও রোদ্দুরের পরিবারে প্রবেশ করেছে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.