মুম্বই : একসঙ্গে কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস । সোশাল মিডিয়ায় নিজেদের প্রথম প্রোজেক্টের ঘোষণাও করেছেন তাঁরা ।
2018 সালের 1 ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন নিক ও প্রিয়াঙ্কা । বিয়ের পর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাঁদের । যদিও একসঙ্গে এখনও পর্যন্ত কোনও কাজ করেননি তাঁরা । তবে এবার একসঙ্গে একটি প্রোজেক্টে দেখা যাবে তাঁদের ।
কী সেই প্রোজেক্ট ? খুব তাড়াতাড়ি একটি ওয়েব সিরিজ় আনতে চলেছেন নিক ও প্রিয়াঙ্কা । সেখানে হবু দম্পতিদের সঙ্গে কথা বলতে দেখা যাবে তাঁদের । হবু দম্পতিরা নিজেদের প্রেমের কাহিনি নিক-প্রিয়াঙ্কার সঙ্গে শেয়ার করে নেবেন ।
আজ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন নিক । লেখেন, "আমি ও প্রিয়াঙ্কা এই সিরিজ়ের জন্য খুবই আনন্দিত । অ্যামাজ়ন প্রাইমে দেখা যাবে এই সিরিজ়টি ।" এই সিরিজ়ের মাধ্যমে হবু দম্পতিরা নিজেদের প্রেমের কাহিনি দর্শকদের সামনে তুলে ধরবেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন নিক । তার ক্যাপশনে লেখেন, "প্রিয়াঙ্কা ও আমি চাই আপনারা আমাদের নতুন সিরিজ়ের পার্ট হোন । যাঁরা 2020-র গ্রীষ্মের আগে বিয়ের পরিকল্পনা করছেন আমরা তাঁদের প্রেমের গল্প শুনতে চাই ।"
এর আগে একটি মিউজ়িক ভিডিয়োতে একসঙ্গে দেখা গিয়েছিল নিক ও প্রিয়াঙ্কাকে । পাশাপাশি সেই ভিডিয়োতে ছিলেন কেভিন ও জো জোনাস এবং তাঁদের স্ত্রীরা । তবে প্রিয়াঙ্কার সঙ্গে আলাদাভাবে কাজ করতে দেখা যায়নি নিককে । এই ওয়েব সিরিজ়ে প্রথমবার একে অপরের সঙ্গে কাজ করবেন তাঁরা ।