ETV Bharat / sitara

New serial Uran Tubri : চিনে নিন নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি'র অভিনেতাদের - New serial Uran Tubri

২৮ মার্চ থেকে টিভির পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি'। তিন বোন আর তাদের দুঃখী মায়ের গল্প নিয়ে এই ধারাবাহিক (New serial Uran Tubri is Coming Soon)।

New serial Uran Tubri
চিনে নিন নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি'র অভিনেতাদের
author img

By

Published : Mar 26, 2022, 5:40 PM IST

Updated : Mar 26, 2022, 9:59 PM IST

কলকাতা, 26 মার্চ : ২৮ মার্চ থেকে টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি' (New serial Uran Tubri is Coming Soon)। তিন বোন আর তাদের দুঃখী মায়ের গল্পই প্রধান উপজীব্য এই ধারাবাহিকের । তুবড়ি, তোরা আর তিন্নি তাদের মায়ের সঙ্গে চপ ব্যবসা সামলায় ঠেলা গাড়িতে । তোরা আর তিন্নি শান্তশিষ্ট ।

কিন্তু তুবড়ি? সে ডাকাবুকো, প্রতিবাদী । অচেনা মানুষের প্রতি অন্যায় হলেও সে প্রতিবাদে গর্জে ওঠে । বাড়াবাড়ি দেখতে দু'চার ঘা বসিয়ে দিতেও তার হাত কাঁপে না । অথচ ঘরে সে নরম, সংসারী । এই মেয়ের জীবনে প্রেম আসবে কি? বাংলা ধারাবাহিকের নিয়মে আসা উচিত । আসবে বৈকি । তার জীবনে আসবে অর্জুন । কীভাবে গড়ে উঠবে প্রেম? দেখার দিন আসন্ন । তুবড়িদের বাবা অন্যত্র বিয়ে করে চলে গিয়েছেন স্ত্রী এবং তিন মেয়েকে ফেলে রেখে । কিন্তু কেন? সেদিকেও রয়েছে ঘটনার ঘনঘটা ।

আরও পড়ুন : অস্কারের মঞ্চেও করোনার কড়া বিধিনিষেধ

এই চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে । অভিজিতের দ্বিতীয় স্ত্রী'র চরিত্রে অভিনয় করছেন ঋ সেন । নয় নয় করে বেশ কয়েকটি ধারাবাহিক করা হয়ে গেল তাঁর । নেগেটিভ, পজিটিভ মিলিয়ে ভালই সাড়া ফেলেছেন টেলিজগতে । তুবড়ির চরিত্রে সোহিনী বন্দ্যোপাধ্যায় । তুবড়ির মায়ের চরিত্রে দেখা যাবে লাবণী সরকার আর অর্জুনের বাবার চরিত্রে রয়েছেন বিকাশ ভট্টাচার্য ৷ তোরার চরিত্রে সুকন্যা ঘোষ, তিন্নির চরিত্রে সৌমি চট্টোপাধ্যায়, অর্জুনের চরিত্রে স্বস্তিক ঘোষ আর অর্জুনের মায়ের চরিত্রে দেখা যাবে ঋতা দত্ত চক্রবর্তীকে। প্রত্যেকেই শুটিংয়ের ফাঁকে নিজেদের চরিত্র নিয়ে বললেন দু'চার কথা।

কলকাতা, 26 মার্চ : ২৮ মার্চ থেকে টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি' (New serial Uran Tubri is Coming Soon)। তিন বোন আর তাদের দুঃখী মায়ের গল্পই প্রধান উপজীব্য এই ধারাবাহিকের । তুবড়ি, তোরা আর তিন্নি তাদের মায়ের সঙ্গে চপ ব্যবসা সামলায় ঠেলা গাড়িতে । তোরা আর তিন্নি শান্তশিষ্ট ।

কিন্তু তুবড়ি? সে ডাকাবুকো, প্রতিবাদী । অচেনা মানুষের প্রতি অন্যায় হলেও সে প্রতিবাদে গর্জে ওঠে । বাড়াবাড়ি দেখতে দু'চার ঘা বসিয়ে দিতেও তার হাত কাঁপে না । অথচ ঘরে সে নরম, সংসারী । এই মেয়ের জীবনে প্রেম আসবে কি? বাংলা ধারাবাহিকের নিয়মে আসা উচিত । আসবে বৈকি । তার জীবনে আসবে অর্জুন । কীভাবে গড়ে উঠবে প্রেম? দেখার দিন আসন্ন । তুবড়িদের বাবা অন্যত্র বিয়ে করে চলে গিয়েছেন স্ত্রী এবং তিন মেয়েকে ফেলে রেখে । কিন্তু কেন? সেদিকেও রয়েছে ঘটনার ঘনঘটা ।

আরও পড়ুন : অস্কারের মঞ্চেও করোনার কড়া বিধিনিষেধ

এই চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে । অভিজিতের দ্বিতীয় স্ত্রী'র চরিত্রে অভিনয় করছেন ঋ সেন । নয় নয় করে বেশ কয়েকটি ধারাবাহিক করা হয়ে গেল তাঁর । নেগেটিভ, পজিটিভ মিলিয়ে ভালই সাড়া ফেলেছেন টেলিজগতে । তুবড়ির চরিত্রে সোহিনী বন্দ্যোপাধ্যায় । তুবড়ির মায়ের চরিত্রে দেখা যাবে লাবণী সরকার আর অর্জুনের বাবার চরিত্রে রয়েছেন বিকাশ ভট্টাচার্য ৷ তোরার চরিত্রে সুকন্যা ঘোষ, তিন্নির চরিত্রে সৌমি চট্টোপাধ্যায়, অর্জুনের চরিত্রে স্বস্তিক ঘোষ আর অর্জুনের মায়ের চরিত্রে দেখা যাবে ঋতা দত্ত চক্রবর্তীকে। প্রত্যেকেই শুটিংয়ের ফাঁকে নিজেদের চরিত্র নিয়ে বললেন দু'চার কথা।

Last Updated : Mar 26, 2022, 9:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.