ETV Bharat / sitara

শুরু হল নতুন শো 'সুপার সিংগার' - জিৎ গাঙ্গুলি

বিচারক হিসেবে রয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু ও জিৎ গাঙ্গুলি । সঞ্চালনা করছেন যীশু সেনগুপ্ত ।

dgf
dfg
author img

By

Published : Jan 17, 2020, 9:30 PM IST

কলকাতা : শুরু হল নতুন রিয়েলিটি শো 'সুপার সিংগার'। এই শো-এর মাধ্যমে দেশ তথা বাংলার নতুন প্রজন্মের গায়ক-গায়িকারা জাতীয় মঞ্চে নিজেদের মেলে ধরার একটা সুযোগ পাবেন । বিচারক হিসেবে রয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু ও জিৎ গাঙ্গুলি । সঞ্চালনা করছেন যীশু সেনগুপ্ত ।

এই শো সম্পর্কে কবিতা কৃষ্ণমূর্তি বলেন, "আমি সব ধরনের রিয়েলিটি শোতে খুব একটা যোগ দিই না । কিন্তু, এই শো-তে পরিচালক যেভাবে আমাদের নিজেদের মতো করে কাজের সুযোগ দিয়েছেন এতে আমরা প্রতিযোগীদের গ্রুম করার সুযোগ পাচ্ছি । বাচ্চারা ভালো গান গাইছে বলে আমার আরও ভালো লাগছে । আশা করি এর মাধ্যমে আমরা ভালো গায়কদের পাব ।"

শো-এর সঞ্চালক হিসেবে থাকতে পেরে যীশু বলেন, "আমার গান সব সময়ই ভালো লাগে । আর সেই জায়গা থেকে একটা মিউজ়িকাল শো হোস্ট করা আমার কাছে আনন্দের বিষয় । আর স্টেজে প্রতিযোগীরা যেভাবে নিজেদের অনুভূতির সঙ্গে পারফর্ম করে তার জন্য আলাদা প্রস্তুতির প্রয়োজন হয় না । এদের সঙ্গে আমি যখন স্টেজে উঠি, তখন নিজেরই মনটা ভালো হয়ে যায় ।"

সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলি বলেন, "এখন ইন্ডিভিজুয়াল মিউজ়িক খুবই জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে । কারণ নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে এদেরকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে । আজও আমি নিজেকে ভালো ভাবে প্রতিষ্ঠিত করার জন্য ছুটে চলেছি । আমার দৃঢ় বিশ্বাস আমি যেভাবে 'সুপার সিংগার'-কে দেখছি, তাতে গানের পাশাপাশি এখানে বাজনাও একটা বড় জায়গা জুড়ে থাকবে । আর বাংলা হল গানের পীঠস্থান ।"

দেখুন ভিডিয়ো

কলকাতা : শুরু হল নতুন রিয়েলিটি শো 'সুপার সিংগার'। এই শো-এর মাধ্যমে দেশ তথা বাংলার নতুন প্রজন্মের গায়ক-গায়িকারা জাতীয় মঞ্চে নিজেদের মেলে ধরার একটা সুযোগ পাবেন । বিচারক হিসেবে রয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু ও জিৎ গাঙ্গুলি । সঞ্চালনা করছেন যীশু সেনগুপ্ত ।

এই শো সম্পর্কে কবিতা কৃষ্ণমূর্তি বলেন, "আমি সব ধরনের রিয়েলিটি শোতে খুব একটা যোগ দিই না । কিন্তু, এই শো-তে পরিচালক যেভাবে আমাদের নিজেদের মতো করে কাজের সুযোগ দিয়েছেন এতে আমরা প্রতিযোগীদের গ্রুম করার সুযোগ পাচ্ছি । বাচ্চারা ভালো গান গাইছে বলে আমার আরও ভালো লাগছে । আশা করি এর মাধ্যমে আমরা ভালো গায়কদের পাব ।"

শো-এর সঞ্চালক হিসেবে থাকতে পেরে যীশু বলেন, "আমার গান সব সময়ই ভালো লাগে । আর সেই জায়গা থেকে একটা মিউজ়িকাল শো হোস্ট করা আমার কাছে আনন্দের বিষয় । আর স্টেজে প্রতিযোগীরা যেভাবে নিজেদের অনুভূতির সঙ্গে পারফর্ম করে তার জন্য আলাদা প্রস্তুতির প্রয়োজন হয় না । এদের সঙ্গে আমি যখন স্টেজে উঠি, তখন নিজেরই মনটা ভালো হয়ে যায় ।"

সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলি বলেন, "এখন ইন্ডিভিজুয়াল মিউজ়িক খুবই জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে । কারণ নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে এদেরকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে । আজও আমি নিজেকে ভালো ভাবে প্রতিষ্ঠিত করার জন্য ছুটে চলেছি । আমার দৃঢ় বিশ্বাস আমি যেভাবে 'সুপার সিংগার'-কে দেখছি, তাতে গানের পাশাপাশি এখানে বাজনাও একটা বড় জায়গা জুড়ে থাকবে । আর বাংলা হল গানের পীঠস্থান ।"

দেখুন ভিডিয়ো
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: গান ই একমাত্র পারে সমস্ত জ্বালা যন্ত্রণা, বেদনা দুঃখকে নিরাময় করে মানুষের মধ্যে ভালোবাসা জায়গাতে। আর সেই ভালোবাসার বার্তা নিয়েই শুরু হলো নতুন রিয়ালিটি শো সুপার সিঙ্গার। নতুন এই রিয়েলিটি শো এর মাধ্যমে দেশ তথা বাংলার নতুন প্রজন্মের গায়ক-গায়িকারা জাতীয় মঞ্চে নিজেদের কে মেলে ধরার একটা সুযোগ পেতে চলেছেন। নতুন এই রিয়েলিটি শো এর বিচারক হিসেবে দেখা যাবে কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু ও জিৎ গাঙ্গুলী কে। আর এই শোয়ের উপস্থাপক হিসেবে রয়েছেন বাংলা তথা হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। নতুন এই রিয়েলিটি শো এর জন্য জোরকদমে শুটিং চলছে বাসন্তী হাইওয়ে নিকট অবস্থিত 21st century স্টুডিওতে। যেখানে অডিশন এর মাঝে তিন বিচারক এবং সটির উপস্থাপক সাংবাদিকদের মুখোমুখি হয় শেয়ার করলেন এই শোকে কেন্দ্র করে তাদের আশা প্রত্যাশার কথা। নতুন ইডিএল টিস্যুর প্রসঙ্গে কবিতা কৃষ্ণমূর্তি জানালেন," আমি সব ধরনের রিয়েলিটি শোতে খুব একটা পার্টিসিপেশন করিনা। কিন্তু এই সুপার সিঙ্গার রিয়েলিটি শোতে, পরিচালক আমাকে কুমার শানু কে এবং জিৎ গাঙ্গুলী কে যে ভাবে ভালোভাবে নিজেদের মনের মত কাজ করার সুযোগ দিচ্ছেন, তাতে আমরা নতুন দিয়ে যেভাবে দেখতে পাচ্ছি সেভাবে তাদেরকে গ্রুম করারও সুযোগ পাচ্ছি। আর আমি আরও খুশি হয়েছি এই অনুষ্ঠানে এসে এটা দেখতে পেরে যে,বাচ্চারা এতো ভালো গাইছে যে আমরা আশা করি নতুন আমরা বেশ কিছু ভালো সিঙ্গার পেতে চলেছি। এই শোয়ের সঞ্চালক হিসেবে থাকতে পেরে যীশু সেনগুপ্ত জানালেন," আমার গান সব সময় তুই ভালো লাগে। আর সেই জায়গা থেকে একটা মিউজিক্যাল শো হোস্ট করা আমার কাছে একটা আনন্দের ব্যাপার। আর স্টেজে ইমোশন নিয়ে যেভাবে তারা পারফর্ম করেন, তার জন্য আলাদা কোন প্রিপারেশন করতে হয়না। এদের সঙ্গে আমি যখন স্টেজে উঠি, তখন নিজেরই মনটা কোথাও গিয়ে ভালো হয়ে যায়"। সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলী জানালেন," এখন ইন্ডিভিজুয়াল মিউজিক খুবই জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে এদেরকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। আজও কিন্তু আমি নিজেকে আরও ভালো ভাবে প্রতিষ্ঠিত করবার জন্য ছুটে চলেছি। কিন্তু এদের প্রত্যেকের যদি একটা আলাদা করে প্লাটফর্ম থাকে,যেখানে তারা নিজেদের ইচ্ছামত গান লিখতে পারে, করতে পারে। আমার দৃঢ় বিশ্বাস আমি যেভাবে সুপার সিঙ্গার কে দেখছি, তাতে গানের পাশাপাশি এখানে বাজনাও একটা বড় জায়গা জুড়ে থাকবে। আর বাংলা হলো গানের পীঠস্থান"।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.