ETV Bharat / sitara

শুটিং চালু রাখার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ফেডারেশনের - করোনা ও শুটিং

শুটিং চালু রাখার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাবে ফেডারেশন ৷ স্বরূপ বিশ্বাস জানান , তাঁরা মমতা বন্দোপাধ্যায়ের কাছে চিঠি লিখবেন যাতে অল্প করে হলেও শুটিংয়ের কাজ চালানো যায় ।

Letter from the Federation to the Chief Minister requesting to continue the shooting
Letter from the Federation to the Chief Minister requesting to continue the shooting
author img

By

Published : May 16, 2021, 8:59 AM IST

Updated : May 16, 2021, 2:00 PM IST

কলকাতা , 16 মে : শুটিং চালু রাখার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাতে চলেছে ফেডারেশন ৷ শনিবার সন্ধ্যেবেলা সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন স্বরূপ বিশ্বাস ৷

লাগাম ছাড়া করোনা সংক্রমণে রাশ টানতে রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে কড়া বিধিনিষেধ ৷ তালা পড়েছে স্টুডিও পাড়ায় ৷ দুশ্চিন্তায় টেকনিশিয়ানরা ।

আরও পড়ুন : ঈদে দোয়া উপহার দিল কে এস এস

সেই দুরাবস্থার কথা মাথায় রেখেই শনিবার সাংবাদিক সম্মেলনে মমতা বন্দোপাধ্যায়ের কাছে চিঠি লেখার অভীপ্সা প্রকাশ করেন স্বরূপ বিশ্বাস ৷ তিনি জানান , কোভিড প্রোটোকল মেনেই শুটিং চালু করার অনুরোধ জানাবেন মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে ৷ শুটিং চালু করার জন্য যৌথভাবে আবেদন জানাবে ইনপা , আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন ।

কলকাতা , 16 মে : শুটিং চালু রাখার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাতে চলেছে ফেডারেশন ৷ শনিবার সন্ধ্যেবেলা সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন স্বরূপ বিশ্বাস ৷

লাগাম ছাড়া করোনা সংক্রমণে রাশ টানতে রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে কড়া বিধিনিষেধ ৷ তালা পড়েছে স্টুডিও পাড়ায় ৷ দুশ্চিন্তায় টেকনিশিয়ানরা ।

আরও পড়ুন : ঈদে দোয়া উপহার দিল কে এস এস

সেই দুরাবস্থার কথা মাথায় রেখেই শনিবার সাংবাদিক সম্মেলনে মমতা বন্দোপাধ্যায়ের কাছে চিঠি লেখার অভীপ্সা প্রকাশ করেন স্বরূপ বিশ্বাস ৷ তিনি জানান , কোভিড প্রোটোকল মেনেই শুটিং চালু করার অনুরোধ জানাবেন মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে ৷ শুটিং চালু করার জন্য যৌথভাবে আবেদন জানাবে ইনপা , আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন ।

Last Updated : May 16, 2021, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.