ETV Bharat / sitara

Anumita Dutta on Indrajit Bose : ইন্দ্রজিতের জনপ্রিয়তা বেশি, অকপট 'সাথী' অনুমিতা - Anumita Dutta shares her thoughts on the upcoming serial Sathi

বাংলা টেলিভিশনের পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'সাথী' । 'পাণ্ডব গোয়েন্দা' ধারাবাহিকের বাচ্চু থুড়ি অনুমিতা দত্ত এবার জুটি বাঁধছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসুর সঙ্গে । নতুন চরিত্র নিয়ে ইটিভি ভারতের সঙ্গে অকপট আড্ডা দিলেন অনুমিত দত্ত (Anumita Dutta shares her thoughts on the upcoming serial Sathi) ।

My craze can't be compared with Indrajit Da, says Anumita Dutta
ইন্দ্রজিৎ দা'র সঙ্গে আমার ক্রেজ-এর তুলনা চলে না, নতুন ধারাবাহিক 'সাথী' প্রসঙ্গে বললেন অনুমিতা দত্ত
author img

By

Published : Jan 2, 2022, 9:22 AM IST

কলকাতা, 2 জানুয়ারি : অংশুমান প্রত্যুষের পরিচালনায় 'ফ্রেন্ডস কমিউনিকেশন'-এর প্রযোজনায় আসছে নতুন ধারাবাহিক 'সাথী'৷ আর এই ধারাবাহিকে এবার এক নতুন জুটিকে দেখতে চলেছে বাঙালি দর্শক । টেলিভিশনের পর্দায় এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন 'পাণ্ডব গোয়েন্দা' ধারাবাহিকের বাচ্চু অর্থাৎ অনুমিতা দত্ত এবং টেলি জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসু ৷ 'রাশি', 'গোয়েন্দা গিন্নি', 'দেবীপক্ষ', 'আমলকি', 'পাণ্ডব গোয়েন্দা'-সহ একাধিক ধারাবাহিকে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন ইন্দ্রজিৎ বসু । সম্প্রতি শেষ হয়েছে 'ধ্রুবতারা'৷ সেখানেও নেগেটিভ এবং পজিটিভ দুই শেডেই দর্শকমনে প্রভাব ফেলেছেন ইন্দ্রজিৎ । ওদিকে অনুমিতা দত্ত অভিনয় করেছেন 'পাণ্ডব গোয়েন্দা'তে । এই দুই অভিনেতা এবার জুটি বাঁধছেন 'সাথী' ধারাবাহিকে (Anumita Dutta shares her thoughts on the upcoming serial Sathi) ।

'সাথী'-র চরিত্র নিয়ে জানতে চাইলে অনুমিতা জানান, "সুমেধা একজন বাবলি ক্যারেক্টারের মেয়ে । সে ছোটবেলাতেই বাবা-মাকে হারায় । আশ্রমের কর্ণধার আনন্দ ঠাকুরের কাছে বড় হয় সুমেধা । তাঁকেই সুমেধা বাবা বলে ডাকে । সেই আনন্দ ঠাকুরই সুমেধাকে নাম দেয় বৃষ্টি । সুমেধার কাছে আনন্দ ঠাকুর এবং আশ্রমের বাচ্চারাই সব । সে সাবলম্বী এবং মনে করে ভালবাসা দিয়েই সব কিছু জয় করা যায় ।" ইন্দ্রজিৎ বসুর সঙ্গে কাজ করতে পেরে কেমন লাগছে, জানতে চাইলে অনুমিতা বলেন, "ইন্দ্রজিৎদা বহুদিন ধরে কাজ করছে । আমি সেই জায়গায় নতুন । ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভাল লাগছে । অনেককিছু শেখার আছে ওঁর কাছে । সবথেকে বড় কথা ভীষণ ভাল মানুষ ইন্দ্রদা ।"

প্রসঙ্গত, 'পাণ্ডব গোয়েন্দা' চলাকালীন অনুমিতার ফ্যান ফলোয়ার ছিল আকাশছোঁয়া । আর 'সাথী' শুরু হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে অনুমিতার ছবি । একইসঙ্গে ইন্দ্রজিতের ফ্যান ফলোয়ার নিয়ে কথা তোলা বাতুলতা মাত্র । দুজনের নতুন জুটি নিয়ে বেশ খুশি নেট দুনিয়া । এই ব্যাপারে অনুমিতার বক্তব্য, "বাচ্চু চরিত্রটা আমার কাছে শুধু একটা মেগা সিরিয়ালের ক্যারেক্টার নয়, বাচ্চু আমার কাছে ইমোশন । আমার প্রথম কাজ ছিল ওটা । প্রথম সবকিছুই স্পেশাল হয় । বাচ্চু চরিত্রটা আমাকে দর্শকের কাছে খুব আপন করে তুলেছে । অনেক ভালবাসা পেয়েছি । এর জন্য আমি কৃতজ্ঞ দর্শকের কাছে । আর 'সাথী' শুরু হওয়ার আগেই দর্শকের মধ্যে যে এক্সাইটমেন্ট আমি দেখছি তাতে উৎসাহ এবং কাজের প্রতি দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে । "

Anumita Dutta on Indrajit Bose
টেলিভিশনের পর্দায় এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন 'পাণ্ডব গোয়েন্দা' ধারাবাহিকের বাচ্চু অর্থাৎ অনুমিতা দত্ত এবং টেলি জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসু

ইন্দ্রজিৎ এবং অনুমিতা দুজনেরই দারুণ ক্রেজ । কী মনে হয় জুটিটা জমে যাবে? এই প্রশ্ন রাখলে অভিনেত্রী জানান, "ইন্দ্রজিৎদাকে নিয়ে উন্মাদনার সঙ্গে আমাকে নিয়ে উন্মাদনার তুলনা চলে না ৷ ইন্দ্রদা অনেক অভিজ্ঞ এবং দারুণ অভিনেতা । ওঁর ফ্যান অগণিত । সেখানে আমি কিছুই না । কিন্তু বাচ্চুর জন্য আমিও যতটা ভালবাসা পেয়েছি তা অনেক । জানি না আমি অতটা পাওয়ার যোগ্য কিনা । কিন্তু দর্শকের এই ভালবাসাটা আমার কাছে খুব দামি । আমার তো ইন্দ্রদা'র সঙ্গে কাজ করতে দারুণ লাগছে । আশা করি অন্যদেরও মনে ধরবে আমাদের এই অনস্ক্রিন জুটি ।"

আরও পড়ুন : করোনা আক্রান্ত পরিচালক সৃজিত ও সুরকার জিৎ

আনন্দ ঠাকুরের চরিত্রে দেখা যাবে দেবদূত ঘোষকে। অনুমিতার কথায়, "দেবদূতদার সঙ্গে কাজ করছি এটাও আমার এক বড় পাওয়া । ভীষণ মজার এবং ভাল মানুষ দেবদূতদা । তাই আমারও কাজ করতে মজা লাগছে । " ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শুটিং, অর্থাৎ খুব তাড়াতাড়ি এই পর্দায় এই নতুন গল্প দেখতে পাবেন দর্শকরা ৷

কলকাতা, 2 জানুয়ারি : অংশুমান প্রত্যুষের পরিচালনায় 'ফ্রেন্ডস কমিউনিকেশন'-এর প্রযোজনায় আসছে নতুন ধারাবাহিক 'সাথী'৷ আর এই ধারাবাহিকে এবার এক নতুন জুটিকে দেখতে চলেছে বাঙালি দর্শক । টেলিভিশনের পর্দায় এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন 'পাণ্ডব গোয়েন্দা' ধারাবাহিকের বাচ্চু অর্থাৎ অনুমিতা দত্ত এবং টেলি জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসু ৷ 'রাশি', 'গোয়েন্দা গিন্নি', 'দেবীপক্ষ', 'আমলকি', 'পাণ্ডব গোয়েন্দা'-সহ একাধিক ধারাবাহিকে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন ইন্দ্রজিৎ বসু । সম্প্রতি শেষ হয়েছে 'ধ্রুবতারা'৷ সেখানেও নেগেটিভ এবং পজিটিভ দুই শেডেই দর্শকমনে প্রভাব ফেলেছেন ইন্দ্রজিৎ । ওদিকে অনুমিতা দত্ত অভিনয় করেছেন 'পাণ্ডব গোয়েন্দা'তে । এই দুই অভিনেতা এবার জুটি বাঁধছেন 'সাথী' ধারাবাহিকে (Anumita Dutta shares her thoughts on the upcoming serial Sathi) ।

'সাথী'-র চরিত্র নিয়ে জানতে চাইলে অনুমিতা জানান, "সুমেধা একজন বাবলি ক্যারেক্টারের মেয়ে । সে ছোটবেলাতেই বাবা-মাকে হারায় । আশ্রমের কর্ণধার আনন্দ ঠাকুরের কাছে বড় হয় সুমেধা । তাঁকেই সুমেধা বাবা বলে ডাকে । সেই আনন্দ ঠাকুরই সুমেধাকে নাম দেয় বৃষ্টি । সুমেধার কাছে আনন্দ ঠাকুর এবং আশ্রমের বাচ্চারাই সব । সে সাবলম্বী এবং মনে করে ভালবাসা দিয়েই সব কিছু জয় করা যায় ।" ইন্দ্রজিৎ বসুর সঙ্গে কাজ করতে পেরে কেমন লাগছে, জানতে চাইলে অনুমিতা বলেন, "ইন্দ্রজিৎদা বহুদিন ধরে কাজ করছে । আমি সেই জায়গায় নতুন । ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভাল লাগছে । অনেককিছু শেখার আছে ওঁর কাছে । সবথেকে বড় কথা ভীষণ ভাল মানুষ ইন্দ্রদা ।"

প্রসঙ্গত, 'পাণ্ডব গোয়েন্দা' চলাকালীন অনুমিতার ফ্যান ফলোয়ার ছিল আকাশছোঁয়া । আর 'সাথী' শুরু হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে অনুমিতার ছবি । একইসঙ্গে ইন্দ্রজিতের ফ্যান ফলোয়ার নিয়ে কথা তোলা বাতুলতা মাত্র । দুজনের নতুন জুটি নিয়ে বেশ খুশি নেট দুনিয়া । এই ব্যাপারে অনুমিতার বক্তব্য, "বাচ্চু চরিত্রটা আমার কাছে শুধু একটা মেগা সিরিয়ালের ক্যারেক্টার নয়, বাচ্চু আমার কাছে ইমোশন । আমার প্রথম কাজ ছিল ওটা । প্রথম সবকিছুই স্পেশাল হয় । বাচ্চু চরিত্রটা আমাকে দর্শকের কাছে খুব আপন করে তুলেছে । অনেক ভালবাসা পেয়েছি । এর জন্য আমি কৃতজ্ঞ দর্শকের কাছে । আর 'সাথী' শুরু হওয়ার আগেই দর্শকের মধ্যে যে এক্সাইটমেন্ট আমি দেখছি তাতে উৎসাহ এবং কাজের প্রতি দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে । "

Anumita Dutta on Indrajit Bose
টেলিভিশনের পর্দায় এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন 'পাণ্ডব গোয়েন্দা' ধারাবাহিকের বাচ্চু অর্থাৎ অনুমিতা দত্ত এবং টেলি জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসু

ইন্দ্রজিৎ এবং অনুমিতা দুজনেরই দারুণ ক্রেজ । কী মনে হয় জুটিটা জমে যাবে? এই প্রশ্ন রাখলে অভিনেত্রী জানান, "ইন্দ্রজিৎদাকে নিয়ে উন্মাদনার সঙ্গে আমাকে নিয়ে উন্মাদনার তুলনা চলে না ৷ ইন্দ্রদা অনেক অভিজ্ঞ এবং দারুণ অভিনেতা । ওঁর ফ্যান অগণিত । সেখানে আমি কিছুই না । কিন্তু বাচ্চুর জন্য আমিও যতটা ভালবাসা পেয়েছি তা অনেক । জানি না আমি অতটা পাওয়ার যোগ্য কিনা । কিন্তু দর্শকের এই ভালবাসাটা আমার কাছে খুব দামি । আমার তো ইন্দ্রদা'র সঙ্গে কাজ করতে দারুণ লাগছে । আশা করি অন্যদেরও মনে ধরবে আমাদের এই অনস্ক্রিন জুটি ।"

আরও পড়ুন : করোনা আক্রান্ত পরিচালক সৃজিত ও সুরকার জিৎ

আনন্দ ঠাকুরের চরিত্রে দেখা যাবে দেবদূত ঘোষকে। অনুমিতার কথায়, "দেবদূতদার সঙ্গে কাজ করছি এটাও আমার এক বড় পাওয়া । ভীষণ মজার এবং ভাল মানুষ দেবদূতদা । তাই আমারও কাজ করতে মজা লাগছে । " ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শুটিং, অর্থাৎ খুব তাড়াতাড়ি এই পর্দায় এই নতুন গল্প দেখতে পাবেন দর্শকরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.