ETV Bharat / sitara

flying vermilion trend in Bengali TV serials: বাংলা ধারাবাহিকে নয়া ট্রেন্ড উড়ন্ত সিঁদুর, উত্তাল নেট দুনিয়া

বাংলা ধারাবাহিকের নয়া ট্রেন্ড - 'উড়ন্ত সিঁদুর' (flying vermilion trend in Bengali TV serials)৷ পরপর কয়েকটি ধারাবাহিকে দেখা গিয়েছে নায়কের হাত থেকে সিঁদুর উড়ে গিয়ে পড়ছে নায়িকার সিঁথিতে ৷ তবে এই অবাস্তব দৃশ্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন নেট নাগরিকরা (flying vermilion trend in serials trolled)৷

author img

By

Published : Jan 4, 2022, 4:34 PM IST

flying vermilion trend in bengali tv serials trolled by netizens
বাংলা ধারাবাহিকের নয়া ট্রেন্ড ফ্লাইং সিঁদুর, উত্তাল নেট দুনিয়া

কলকাতা, 4 জানুয়ারি: ধারাবাহিকের নয়া ট্রেন্ড উড়ন্ত সিঁদুর (flying vermilion trend in Bengali TV serials) ৷ যদিও এটা একেবারেই না পসন্দ দর্শকদের । প্রতিবাদে সরব নেট পাড়া (flying vermilion trend in serials trolled)।

বাংলা ধারাবাহিকে বিয়ে, সামাজিক অনুষ্ঠান, বাঙালির বারো মাসে তেরো পার্বণের পাশপাশি জায়গা করে নিয়েছে 'ফ্লাইং সিঁদুর'। অধিকাংশ ধারাবাহিকেই দেখানো হচ্ছে সেই দৃশ্য । কখনও একজনকে সিঁদুর পরাতে গিয়ে তা উড়ে গিয়ে পড়ছে অন্যজনের কপালে, কখনও বা হাতের ধাক্কায় তা পড়ছে নায়িকার কপালে, কখনও বা আবার দেবী দুর্গাকে বরণের সিঁদুরও নায়কের হাতে লেগে উড়ে পড়ছে নায়িকার সিঁথিতে । আর ব্যস, তারপরেই ইচ্ছা বা অনিচ্ছা যা-ই হোক না কেন, ঘর বাঁধতে হচ্ছে দু‘টিকে । না হলেই ঘটছে বিপত্তি । এই তো ক'দিন আগেই 'খড়কুটো'র (Khorkuto serial) সৌজন্য মুখুজ্যের হাতে লেগে সিঁদুর উড়ে গিয়ে পড়ল গুনগুনের তিন্নি দিদির সিঁথিতে । আর তা নিয়ে যা কেলোর কীর্তি হল তা তো বলাই বাহুল্য । অবশেষে অবশ্য জয় সৌজন্যরই হয় । এখন গুনগুনের সঙ্গে মান অভিমানের পালা বদলে তারা সুখী দম্পতি ।

আরও পড়ুন: Indrajit Bose : আমি সবথেকে ফাঁকিবাজ অভিনেতা, অকপট ইন্দ্রজিৎ

ওদিকে 'মন ফাগুন'-এও (Mon Phagun serial) ওই একই দৃশ্য দেখেছে দর্শক । পিহুর মান বাঁচাতে ঋষি তাকে বিয়ে করতে চাইলেও পিহু কারও দয়া চায়নি । তাই সে বাধা দেয় । কিন্তু বাধা দিলে কী হবে, লেখিকা তো দুজনের বিয়ে বেঁধেই রেখেছেন লেখনীতে । তাই ঋষিকে বাধা দেওয়া সিঁদুর ঠিক বুমেরাং-এর মতো উড়ে এসে পড়ে পিহুর সিঁথিতে । গল্প এখন যেদিকে এগোচ্ছে তাতে তারা ভালই আছে ।

সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'গাঁটছড়া'তেও এ হেন দৃশ্য দেখে ফেলেছে দর্শক । ঋদ্ধিমান সিংহ রায়ের হাতে লেগে মা দুর্গার সিঁদুর উড়ে গিয়ে পড়ল খড়ির সিঁথিতে ।

flying vermilion trend in bengali tv serials trolled by netizens
সরব নেটপাড়া

আরও পড়ুন: Anirban Bhattacharya is making a feature film: বছরের প্রথম দিনেই সুখবর, ফিচার ফিল্মের জগতে অভিষেক করছেন অনির্বাণ ভট্টাচার্য

বাংলা ধারাবাহিকে এই ট্রেন্ড খুব পুরনো নয় । গল্পের নাটকীয়তা জমাতেই এহেন দৃশ্যের শরণাপন্ন হন নির্মাতারা । কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ । মতামত প্রকাশের মুক্ত মঞ্চ রয়েছে । কোনও এপিসোডের কাহিনি পছন্দ না হলেই গর্জে ওঠে নেট নাগরিকবৃন্দ । দর্শক আসলে অস্বাভাবিক, অবাস্তব কিছু দেখতে রাজি নয় । তাই তারা ফ্লাইং সিঁদুর নিয়েও বেশ চটেছেন । এই অবাস্তব দৃশ্য তাঁদের মন ভরাচ্ছে না ৷ তাই নিজেদের মতামত সামনে এনেছে অনেকেই ৷

টিভির পর্দায় আসছে আরও অনেক ধারাবাহিক । তালিকায় আছে 'পিলু', 'আলতা ফড়িং', 'সাথী'। সেখানেও কি ফ্লাইং সিঁদুর দৃশ্য দেখবেন দর্শক, নাকি গল্পের নাটকীয়তা বোঝাতে আসবে অন্য কোনও ট্রেন্ড ? নজর থাকবে ।

কলকাতা, 4 জানুয়ারি: ধারাবাহিকের নয়া ট্রেন্ড উড়ন্ত সিঁদুর (flying vermilion trend in Bengali TV serials) ৷ যদিও এটা একেবারেই না পসন্দ দর্শকদের । প্রতিবাদে সরব নেট পাড়া (flying vermilion trend in serials trolled)।

বাংলা ধারাবাহিকে বিয়ে, সামাজিক অনুষ্ঠান, বাঙালির বারো মাসে তেরো পার্বণের পাশপাশি জায়গা করে নিয়েছে 'ফ্লাইং সিঁদুর'। অধিকাংশ ধারাবাহিকেই দেখানো হচ্ছে সেই দৃশ্য । কখনও একজনকে সিঁদুর পরাতে গিয়ে তা উড়ে গিয়ে পড়ছে অন্যজনের কপালে, কখনও বা হাতের ধাক্কায় তা পড়ছে নায়িকার কপালে, কখনও বা আবার দেবী দুর্গাকে বরণের সিঁদুরও নায়কের হাতে লেগে উড়ে পড়ছে নায়িকার সিঁথিতে । আর ব্যস, তারপরেই ইচ্ছা বা অনিচ্ছা যা-ই হোক না কেন, ঘর বাঁধতে হচ্ছে দু‘টিকে । না হলেই ঘটছে বিপত্তি । এই তো ক'দিন আগেই 'খড়কুটো'র (Khorkuto serial) সৌজন্য মুখুজ্যের হাতে লেগে সিঁদুর উড়ে গিয়ে পড়ল গুনগুনের তিন্নি দিদির সিঁথিতে । আর তা নিয়ে যা কেলোর কীর্তি হল তা তো বলাই বাহুল্য । অবশেষে অবশ্য জয় সৌজন্যরই হয় । এখন গুনগুনের সঙ্গে মান অভিমানের পালা বদলে তারা সুখী দম্পতি ।

আরও পড়ুন: Indrajit Bose : আমি সবথেকে ফাঁকিবাজ অভিনেতা, অকপট ইন্দ্রজিৎ

ওদিকে 'মন ফাগুন'-এও (Mon Phagun serial) ওই একই দৃশ্য দেখেছে দর্শক । পিহুর মান বাঁচাতে ঋষি তাকে বিয়ে করতে চাইলেও পিহু কারও দয়া চায়নি । তাই সে বাধা দেয় । কিন্তু বাধা দিলে কী হবে, লেখিকা তো দুজনের বিয়ে বেঁধেই রেখেছেন লেখনীতে । তাই ঋষিকে বাধা দেওয়া সিঁদুর ঠিক বুমেরাং-এর মতো উড়ে এসে পড়ে পিহুর সিঁথিতে । গল্প এখন যেদিকে এগোচ্ছে তাতে তারা ভালই আছে ।

সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'গাঁটছড়া'তেও এ হেন দৃশ্য দেখে ফেলেছে দর্শক । ঋদ্ধিমান সিংহ রায়ের হাতে লেগে মা দুর্গার সিঁদুর উড়ে গিয়ে পড়ল খড়ির সিঁথিতে ।

flying vermilion trend in bengali tv serials trolled by netizens
সরব নেটপাড়া

আরও পড়ুন: Anirban Bhattacharya is making a feature film: বছরের প্রথম দিনেই সুখবর, ফিচার ফিল্মের জগতে অভিষেক করছেন অনির্বাণ ভট্টাচার্য

বাংলা ধারাবাহিকে এই ট্রেন্ড খুব পুরনো নয় । গল্পের নাটকীয়তা জমাতেই এহেন দৃশ্যের শরণাপন্ন হন নির্মাতারা । কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ । মতামত প্রকাশের মুক্ত মঞ্চ রয়েছে । কোনও এপিসোডের কাহিনি পছন্দ না হলেই গর্জে ওঠে নেট নাগরিকবৃন্দ । দর্শক আসলে অস্বাভাবিক, অবাস্তব কিছু দেখতে রাজি নয় । তাই তারা ফ্লাইং সিঁদুর নিয়েও বেশ চটেছেন । এই অবাস্তব দৃশ্য তাঁদের মন ভরাচ্ছে না ৷ তাই নিজেদের মতামত সামনে এনেছে অনেকেই ৷

টিভির পর্দায় আসছে আরও অনেক ধারাবাহিক । তালিকায় আছে 'পিলু', 'আলতা ফড়িং', 'সাথী'। সেখানেও কি ফ্লাইং সিঁদুর দৃশ্য দেখবেন দর্শক, নাকি গল্পের নাটকীয়তা বোঝাতে আসবে অন্য কোনও ট্রেন্ড ? নজর থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.