কলকাতা : 2019 সালের 56তম ফেমিনা মিস ইন্ডিয়ার খোঁজ শুরু হয়েছে মাসখানেক আগে থেকে। দেশজুড়ে বিচারকরা খুঁজছে মিস ইন্ডিয়া 2019। এবার সেই খোঁজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গেও। সম্প্রতি হয়ে গেল 56তম ফেমিনা মিস ইন্ডিয়ার অডিশন। বাংলা থেকে তিনজনকে বেছে নেওয়া হয়েছে। যাঁদের মধ্যে প্রথম হয়েছেন নেহা ঝা, দ্বিতীয় সুস্মিতা রায় ও তৃতীয় মধুমিতা দাস।
রবিবার ১০০ জনকে নিয়ে শুরু হয় সৌন্দর্য প্রতিযোগিতা। একের পর এক রাউন্ডে বাদ পড়তে থাকে প্রতিযোগীরা। অবশেষে ফাইনাল রাউন্ডে বেছে নেওয়া হয় তিন প্রতিযোগীকে। তাঁরা রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে পরের পর্বে। সেখানে ইস্ট জ়োনের বিভিন্ন রাজ্য থেকে বেছে নেওয়া প্রতিযোগীদের মধ্য়ে হবে লড়াই। তাঁদের থেকেই হাতেগোনা প্রতিযোগী যাবে মুম্বইয়ে ফেমিনা মিস ইন্ডিয়ার মূল মঞ্চে। সেখানে চলবে তাঁদের গ্রুমিং। আগামী ২৩ এপ্রিল কলকাতাই হবে এই প্রতিযোগীতা। পূর্ব ভারতের এই প্রতিযোগীদের মেন্টর হিসেবে দেখা যাবে নেহা ধুপিয়াকে।
আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে 56তম ফেমিনা মিস ইন্ডিয়ার মূল অনুষ্ঠান। সঞ্চালক হিসেবে ধরা দেবেন পরিচালক-প্রযোজক করণ জোহার ও বলিউড হার্টথ্রব ভিকি কৌশল। প্রত্যেক বছরের মতো এই বছরও মিস ইন্ডিয়া বিজেতা প্রতিনিধিত্ব করবে 2019 মিস ওয়ার্ল্ড। এছাড়াও মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ও মিস ইউনাইটেড কন্টিনেন্টও প্রতিনিধিত্ব করবেন তিনি।