ETV Bharat / sitara

কলকাতায় খোঁজ শুরু ফেমিনা মিস ইন্ডিয়ার

আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে 56তম ফেমিনা মিস ইন্ডিয়ার মূল অনুষ্ঠান। সঞ্চালক হিসেবে ধরা দেবেন পরিচালক-প্রযোজক করণ জোহার ও বলিউড হার্টথ্রব ভিকি কৌশল।

ফেমিনা মিস ইন্ডিয়া
author img

By

Published : Apr 9, 2019, 3:15 PM IST

কলকাতা : 2019 সালের 56তম ফেমিনা মিস ইন্ডিয়ার খোঁজ শুরু হয়েছে মাসখানেক আগে থেকে। দেশজুড়ে বিচারকরা খুঁজছে মিস ইন্ডিয়া 2019। এবার সেই খোঁজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গেও। সম্প্রতি হয়ে গেল 56তম ফেমিনা মিস ইন্ডিয়ার অডিশন। বাংলা থেকে তিনজনকে বেছে নেওয়া হয়েছে। যাঁদের মধ্যে প্রথম হয়েছেন নেহা ঝা, দ্বিতীয় সুস্মিতা রায় ও তৃতীয় মধুমিতা দাস।

রবিবার ১০০ জনকে নিয়ে শুরু হয় সৌন্দর্য প্রতিযোগিতা। একের পর এক রাউন্ডে বাদ পড়তে থাকে প্রতিযোগীরা। অবশেষে ফাইনাল রাউন্ডে বেছে নেওয়া হয় তিন প্রতিযোগীকে। তাঁরা রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে পরের পর্বে। সেখানে ইস্ট জ়োনের বিভিন্ন রাজ্য থেকে বেছে নেওয়া প্রতিযোগীদের মধ্য়ে হবে লড়াই। তাঁদের থেকেই হাতেগোনা প্রতিযোগী যাবে মুম্বইয়ে ফেমিনা মিস ইন্ডিয়ার মূল মঞ্চে। সেখানে চলবে তাঁদের গ্রুমিং। আগামী ২৩ এপ্রিল কলকাতাই হবে এই প্রতিযোগীতা। পূর্ব ভারতের এই প্রতিযোগীদের মেন্টর হিসেবে দেখা যাবে নেহা ধুপিয়াকে।

আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে 56তম ফেমিনা মিস ইন্ডিয়ার মূল অনুষ্ঠান। সঞ্চালক হিসেবে ধরা দেবেন পরিচালক-প্রযোজক করণ জোহার ও বলিউড হার্টথ্রব ভিকি কৌশল। প্রত্যেক বছরের মতো এই বছরও মিস ইন্ডিয়া বিজেতা প্রতিনিধিত্ব করবে 2019 মিস ওয়ার্ল্ড। এছাড়াও মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ও মিস ইউনাইটেড কন্টিনেন্টও প্রতিনিধিত্ব করবেন তিনি।

কলকাতা : 2019 সালের 56তম ফেমিনা মিস ইন্ডিয়ার খোঁজ শুরু হয়েছে মাসখানেক আগে থেকে। দেশজুড়ে বিচারকরা খুঁজছে মিস ইন্ডিয়া 2019। এবার সেই খোঁজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গেও। সম্প্রতি হয়ে গেল 56তম ফেমিনা মিস ইন্ডিয়ার অডিশন। বাংলা থেকে তিনজনকে বেছে নেওয়া হয়েছে। যাঁদের মধ্যে প্রথম হয়েছেন নেহা ঝা, দ্বিতীয় সুস্মিতা রায় ও তৃতীয় মধুমিতা দাস।

রবিবার ১০০ জনকে নিয়ে শুরু হয় সৌন্দর্য প্রতিযোগিতা। একের পর এক রাউন্ডে বাদ পড়তে থাকে প্রতিযোগীরা। অবশেষে ফাইনাল রাউন্ডে বেছে নেওয়া হয় তিন প্রতিযোগীকে। তাঁরা রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে পরের পর্বে। সেখানে ইস্ট জ়োনের বিভিন্ন রাজ্য থেকে বেছে নেওয়া প্রতিযোগীদের মধ্য়ে হবে লড়াই। তাঁদের থেকেই হাতেগোনা প্রতিযোগী যাবে মুম্বইয়ে ফেমিনা মিস ইন্ডিয়ার মূল মঞ্চে। সেখানে চলবে তাঁদের গ্রুমিং। আগামী ২৩ এপ্রিল কলকাতাই হবে এই প্রতিযোগীতা। পূর্ব ভারতের এই প্রতিযোগীদের মেন্টর হিসেবে দেখা যাবে নেহা ধুপিয়াকে।

আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে 56তম ফেমিনা মিস ইন্ডিয়ার মূল অনুষ্ঠান। সঞ্চালক হিসেবে ধরা দেবেন পরিচালক-প্রযোজক করণ জোহার ও বলিউড হার্টথ্রব ভিকি কৌশল। প্রত্যেক বছরের মতো এই বছরও মিস ইন্ডিয়া বিজেতা প্রতিনিধিত্ব করবে 2019 মিস ওয়ার্ল্ড। এছাড়াও মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ও মিস ইউনাইটেড কন্টিনেন্টও প্রতিনিধিত্ব করবেন তিনি।

Intro:ফেমিনা মিস ইন্ডিয়া কলকাতা থেকে নির্বাচিত হলেন তিন বাঙালি কন্যা নেহা, সুস্মিতা ও মধুমিতা

অমিত চক্রবর্তী, কলকাতা: ঐশ্বরিয়া রায়, সুস্মিতা সেন, লারা দত্ত,প্রিয়াঙ্কা চোপড়া ও দিয়া মির্জা এই নাম গুলি শুনলে একদিকে যেমন এদের অসাধারণ অভিনয় প্রতিভার কথা মনে পড়ে তেমনি আরেকদিকে মনে পড়ে এদের অসাধারণ সৌন্দর্যের কথা। যে সৌন্দর্য সারা ভারতবাসীকে মাতিয়ে তুলতে পারে। কিন্তু এদের শুরুটা ছিল মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় খেতাব অর্জন করে। যার পর এরা ধীরে ধীরে সারা বিশ্বের সেরা সুন্দরীর তকমা অর্জন করেছিলেন।আবারো শুরু হতে চলেছে সেই ফেমিনা মিস ইন্ডিয়া সৌন্দর্য প্রতিযোগিতা। সেই উপলক্ষে সারা দেশ থেকে মেয়েরা এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন জানাতে থাকেন।সেই উপলক্ষে গতকাল কলকাতার এফবিবি স্টরে ১০০ জন সুন্দরীদের নিয়ে শুরু হলো পশ্চিমবঙ্গের এই সৌন্দর্য প্রতিযোগিতার প্রথম রাউন্ডের অডিশন। এদিনের এই অডিশন প্রক্রিয়ার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফেমিনা মিস ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল 2018 প্রার্থনা সরকার,বিখ্যাত ফ্যাশন ডিজাইনার স্নেহাশীষ ভট্টাচারিয়া ও মডেল মোহাম্মদ ইকবাল।





উল্লেখ করলেই একদিকে যেমন আপামর ভারতবাসী এদের রূপে ও গুণে মুগ্ধ হয়েছেন তেমনি এদের অভিনয় প্রতিভার


Body:সারা পশ্চিমবঙ্গ থেকে এই সৌন্দর্য প্রতিযোগিতায় গতকাল তিন জনকে নির্বাচিত করা হয় তাদের মধ্যে প্রথম হন নেহা ঝা, দ্বিতীয় হন সুস্মিতা রায় আর তৃতীয় হন মধুমিতা দাস। আগামী ২৩ তারিখ কলকাতায় বসতে চলেছে পূর্ব ভারতের প্রতি কটা রাজ্য থেকে নির্বাচিত হওয়া তিনজন সুন্দরীদের নিয়ে ফাইনাল প্রতিযোগিতা। যেখান থেকে একজন করে নির্বাচিত সুন্দরী মুম্বাইতে যাবে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। পূর্ব ভারতের এই সমস্ত প্রতিযোগীদের মেন্টর হিসেবে দেখা যাবে এককালের সুন্দরী অভিনেত্রী নেহা ধুপিয়া কে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.