ETV Bharat / sitara

Kathakali Chakraborty: ব্যোমকেশ হন আবির, আর আমি সত্যবতী : স্বপ্ন 'কাঞ্চি'র কথাকলির - Television actress

নতুন ধারাবাহিক কাঞ্চিতে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী কথাকলি চক্রবর্তী ৷ তবে তাঁর স্বপ্ন ব্যোমকেশ আবির চট্টোপাধ্য়ায়ের সত্যবতী হওয়ার ৷

Exclusive interview of Television actress Kathakali Chakraborty
Kathakali Chakraborty: আবির ব্যোমকেশের সত্যবতী হতে চাই: কথাকলি চক্রবর্তী
author img

By

Published : Sep 12, 2021, 6:19 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'কাঞ্চি'। গল্প আবর্তিত কাঞ্চি নামে এক পাহাড়ি মেয়েকে ঘিরে ৷ লেপচা মেয়ে কাঞ্চি দড়ির উপর চড়ে খেলা দেখিয়ে, নেচে, গেয়ে রোজগার করে ৷ এমনকী খেলা দেখানোর ফাঁকে সে চুরিও করে । এ ভাবেই একদিন তার পাহাড়েই দেখা হয় এক দম্পতির সঙ্গে । তাদের গাড়ির চাকা চুরি করে নেয় কাঞ্চির বাচ্চা পার্টি । সেই দম্পতি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে । এরপর তাদের বাচ্চাকে দত্তক নেয় কাঞ্চি ৷ সে বাচ্চাটিকে একদিন কলকাতায় তার নিজের বাড়িতে ফেরত দিতে যায় । এই হল গল্পের মোড়ক । তারপর কী কী হয়, তা জানতে হলে দেখতে হবে ধারাবাহিক 'কাঞ্চি' ।

কাঞ্চির চরিত্রে অভিনয় করছেন নবাগতা কথাকলি চক্রবর্তী । সহজ সরল বাংলা ভাষার বদলে লেপচা টানে বাংলা-হিন্দির মিশ্রণে কথা বলতে হচ্ছে তাঁকে । চরিত্রের জন্য এবং ভাষার জন্য কতটা হোমওয়ার্ক করেছেন কথাকলি ? এ হেন আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজলেন নবনীতা দত্তগুপ্ত । কী বললেন কথাকলি ?

আরও পড়ুন: Dev Saswata: হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর নজরকাড়া ট্রেলার, দেবের প্রশংসায় দরাজ শাশ্বত

Exclusive interview of Television actress Kathakali Chakraborty
কথাকলির ফটোশ্যুট

ইটিভি ভারত: কথাকলি থেকে কাঞ্চি -- ব্যাপারটা ঘটল কীভাবে ?

কথাকলি: খুব সিম্পল । যে দিন থেকে সিনেমা কী, কাদের নিয়ে একটা সিনেমা তৈরি হয়, অভিনয় মানে কী - এ সব বুঝতে শিখেছি, সে দিন থেকেই আমার অভিনেত্রী হওয়ার শখ । একটা অভিনয় শিক্ষার প্রতিষ্ঠানে আমি অভিনয়ও শিখেছি । এরপরে একটি চ্যানেলে পুলিশ ফাইলস-এ আমি একটি লিড রোল করি । আর তার এক মাসের মধ্যেই কাঞ্চি চরিত্রের জন্য ডাক পাই ওই চ্যানেল থেকেই । আর তাই আজ আমি কাঞ্চি ।

Exclusive interview of Television actress Kathakali Chakraborty
কথাকলি চক্রবর্তী

ইটিভি ভারত: লেখাপড়ার পাঠ চুকিয়েই কি অভিনয়ে আসা ? নাকি এখনও পড়ছো ?

কথাকলি: আমি মণীন্দ্র কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে পড়ছি । থার্ড ইয়ার ।



ইটিভি ভারত: লেখাপড়ায় গাফিলতি অনুভব করছ না ?

কথাকলি: তা তো একটু গাফিলতি হচ্ছেই । কিন্তু কী করব, ভালবাসার অভিনয়টা তো করবই । তবে, সামলে নিচ্ছি । উতরে যাব ।

ইটিভি ভারত: অভিনয় আর লেখাপড়ার পাশাপাশি আর কী করা হয় ?

কথাকলি: নাচ । আমি সেমি ক্লাসিক্যাল নাচের তালিম নিয়েছি । বলিউড ডান্সও করি । অনেক স্টেজ পারফরম্যান্সও করেছি একসময়ে । তবে এখন সময়ের অভাবে আর সেভাবে নাচটা করা হচ্ছে না ।

Exclusive interview of Television actress Kathakali Chakraborty
Kathakali Chakraborty: আবির ব্যোমকেশের সত্যবতী হতে চাই: কথাকলি চক্রবর্তী

আরও পড়ুন: Taranga: অসুখওয়ালা পলাশের তরঙ্গে গা ভাসাবেন সোহিনী-রণজয়

ইটিভি ভারত: কাঞ্চি পাহাড়ি লেপচা মেয়ে । তার ভাষাও স্পষ্ট বাংলা নয় । লেপচাদের কথা বলার টান রপ্ত করলে কীভাবে ?

কথাকলি: আমি ওয়ার্কশপ করেছি অনেক ৷ তারপর ওই টানে কথা বলতে সাবলীল হয়েছি ।

ইটিভি ভারত: ধারাবাহিকে তোমাকে দড়ির উপর দিয়ে হাঁটতে হচ্ছে ৷ বেশ শক্ত তো কাজটা...

কথাকলি: আমি কিন্তু সবটাই নিজে করছি । চরিত্রটার জন্য অনেক ওয়ার্কশপ করেছি ৷ আরও অনেক চমক দেবে কাঞ্চি । আরও অনেক খেলা দেখাবে সে । দর্শকের ভাল লাগলেই আমার পরিশ্রম সার্থক ।

আরও পড়ুন: Koneenica Banerjee: সর্বজয়াকে টেক্কা দেবে সহচরী ? আশায় দেবশ্রীভক্ত কণীনিকা

ইটিভি ভারত: অন্যান্য সব চ্যানেলে আরও কত তো চরিত্র । কোন চরিত্রটা দেখে কাজের অনুপ্রেরণা পাও ?

কথাকলি: আমি 'কাঞ্চি'তে যাঁদের সঙ্গে অভিনয় করছি, যেমন ভাস্বরদা (ভাস্বর চট্টোপাধ্যায়), তুলিকাদি (তুলিকা বসু), পরিচালক মনীশ ঘোষ-সহ বাকিদের কাছ থেকে প্রতিদিন শিখছি । তাঁরাই আমার অনুপ্রেরণা । এঁদের সাপোর্ট না-পেলে আমার অভিনয়টাই হত না হয়তো । আরেকজনের কথা না-বললে চলে না । তিনি আমার বাবা । বাবা চাইতেন আমি অভিনয় করি । বাবার সাপোর্ট ছিল বলেই অভিনয়টা করতে পারছি ৷

ইটিভি ভারত: বড় পর্দায় কার সঙ্গে কাজ করার স্বপ্ন ?

কথাকলি: আমি ব্যোমকেশ পড়েছি, দেখেছি । আমি চাই বারবার আবির চট্টোপাধ্যায়ই ব্যোমকেশ হোক । আমি স্বপ্ন দেখি, আবিরদা ব্যোমকেশ আর আমি সত্যবতী । সোজা কথায়, আমি আবির ব্যোমকেশের সত্যবতী হতে চাই ।

আরও পড়ুন: Nitishastra: চারটি ছোটগল্পের সমষ্টি নীতিশাস্ত্র, থাকছেন ইমন-মিথিলা-ঋতব্রত

কথাকলির টেলিজার্নি আরও কোন কোন দিকে বাঁক নেয়, তা দেখতে অপেক্ষায় থাকবেন তাঁর ভক্তরা ।

কলকাতা, 12 সেপ্টেম্বর: বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'কাঞ্চি'। গল্প আবর্তিত কাঞ্চি নামে এক পাহাড়ি মেয়েকে ঘিরে ৷ লেপচা মেয়ে কাঞ্চি দড়ির উপর চড়ে খেলা দেখিয়ে, নেচে, গেয়ে রোজগার করে ৷ এমনকী খেলা দেখানোর ফাঁকে সে চুরিও করে । এ ভাবেই একদিন তার পাহাড়েই দেখা হয় এক দম্পতির সঙ্গে । তাদের গাড়ির চাকা চুরি করে নেয় কাঞ্চির বাচ্চা পার্টি । সেই দম্পতি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে । এরপর তাদের বাচ্চাকে দত্তক নেয় কাঞ্চি ৷ সে বাচ্চাটিকে একদিন কলকাতায় তার নিজের বাড়িতে ফেরত দিতে যায় । এই হল গল্পের মোড়ক । তারপর কী কী হয়, তা জানতে হলে দেখতে হবে ধারাবাহিক 'কাঞ্চি' ।

কাঞ্চির চরিত্রে অভিনয় করছেন নবাগতা কথাকলি চক্রবর্তী । সহজ সরল বাংলা ভাষার বদলে লেপচা টানে বাংলা-হিন্দির মিশ্রণে কথা বলতে হচ্ছে তাঁকে । চরিত্রের জন্য এবং ভাষার জন্য কতটা হোমওয়ার্ক করেছেন কথাকলি ? এ হেন আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজলেন নবনীতা দত্তগুপ্ত । কী বললেন কথাকলি ?

আরও পড়ুন: Dev Saswata: হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর নজরকাড়া ট্রেলার, দেবের প্রশংসায় দরাজ শাশ্বত

Exclusive interview of Television actress Kathakali Chakraborty
কথাকলির ফটোশ্যুট

ইটিভি ভারত: কথাকলি থেকে কাঞ্চি -- ব্যাপারটা ঘটল কীভাবে ?

কথাকলি: খুব সিম্পল । যে দিন থেকে সিনেমা কী, কাদের নিয়ে একটা সিনেমা তৈরি হয়, অভিনয় মানে কী - এ সব বুঝতে শিখেছি, সে দিন থেকেই আমার অভিনেত্রী হওয়ার শখ । একটা অভিনয় শিক্ষার প্রতিষ্ঠানে আমি অভিনয়ও শিখেছি । এরপরে একটি চ্যানেলে পুলিশ ফাইলস-এ আমি একটি লিড রোল করি । আর তার এক মাসের মধ্যেই কাঞ্চি চরিত্রের জন্য ডাক পাই ওই চ্যানেল থেকেই । আর তাই আজ আমি কাঞ্চি ।

Exclusive interview of Television actress Kathakali Chakraborty
কথাকলি চক্রবর্তী

ইটিভি ভারত: লেখাপড়ার পাঠ চুকিয়েই কি অভিনয়ে আসা ? নাকি এখনও পড়ছো ?

কথাকলি: আমি মণীন্দ্র কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে পড়ছি । থার্ড ইয়ার ।



ইটিভি ভারত: লেখাপড়ায় গাফিলতি অনুভব করছ না ?

কথাকলি: তা তো একটু গাফিলতি হচ্ছেই । কিন্তু কী করব, ভালবাসার অভিনয়টা তো করবই । তবে, সামলে নিচ্ছি । উতরে যাব ।

ইটিভি ভারত: অভিনয় আর লেখাপড়ার পাশাপাশি আর কী করা হয় ?

কথাকলি: নাচ । আমি সেমি ক্লাসিক্যাল নাচের তালিম নিয়েছি । বলিউড ডান্সও করি । অনেক স্টেজ পারফরম্যান্সও করেছি একসময়ে । তবে এখন সময়ের অভাবে আর সেভাবে নাচটা করা হচ্ছে না ।

Exclusive interview of Television actress Kathakali Chakraborty
Kathakali Chakraborty: আবির ব্যোমকেশের সত্যবতী হতে চাই: কথাকলি চক্রবর্তী

আরও পড়ুন: Taranga: অসুখওয়ালা পলাশের তরঙ্গে গা ভাসাবেন সোহিনী-রণজয়

ইটিভি ভারত: কাঞ্চি পাহাড়ি লেপচা মেয়ে । তার ভাষাও স্পষ্ট বাংলা নয় । লেপচাদের কথা বলার টান রপ্ত করলে কীভাবে ?

কথাকলি: আমি ওয়ার্কশপ করেছি অনেক ৷ তারপর ওই টানে কথা বলতে সাবলীল হয়েছি ।

ইটিভি ভারত: ধারাবাহিকে তোমাকে দড়ির উপর দিয়ে হাঁটতে হচ্ছে ৷ বেশ শক্ত তো কাজটা...

কথাকলি: আমি কিন্তু সবটাই নিজে করছি । চরিত্রটার জন্য অনেক ওয়ার্কশপ করেছি ৷ আরও অনেক চমক দেবে কাঞ্চি । আরও অনেক খেলা দেখাবে সে । দর্শকের ভাল লাগলেই আমার পরিশ্রম সার্থক ।

আরও পড়ুন: Koneenica Banerjee: সর্বজয়াকে টেক্কা দেবে সহচরী ? আশায় দেবশ্রীভক্ত কণীনিকা

ইটিভি ভারত: অন্যান্য সব চ্যানেলে আরও কত তো চরিত্র । কোন চরিত্রটা দেখে কাজের অনুপ্রেরণা পাও ?

কথাকলি: আমি 'কাঞ্চি'তে যাঁদের সঙ্গে অভিনয় করছি, যেমন ভাস্বরদা (ভাস্বর চট্টোপাধ্যায়), তুলিকাদি (তুলিকা বসু), পরিচালক মনীশ ঘোষ-সহ বাকিদের কাছ থেকে প্রতিদিন শিখছি । তাঁরাই আমার অনুপ্রেরণা । এঁদের সাপোর্ট না-পেলে আমার অভিনয়টাই হত না হয়তো । আরেকজনের কথা না-বললে চলে না । তিনি আমার বাবা । বাবা চাইতেন আমি অভিনয় করি । বাবার সাপোর্ট ছিল বলেই অভিনয়টা করতে পারছি ৷

ইটিভি ভারত: বড় পর্দায় কার সঙ্গে কাজ করার স্বপ্ন ?

কথাকলি: আমি ব্যোমকেশ পড়েছি, দেখেছি । আমি চাই বারবার আবির চট্টোপাধ্যায়ই ব্যোমকেশ হোক । আমি স্বপ্ন দেখি, আবিরদা ব্যোমকেশ আর আমি সত্যবতী । সোজা কথায়, আমি আবির ব্যোমকেশের সত্যবতী হতে চাই ।

আরও পড়ুন: Nitishastra: চারটি ছোটগল্পের সমষ্টি নীতিশাস্ত্র, থাকছেন ইমন-মিথিলা-ঋতব্রত

কথাকলির টেলিজার্নি আরও কোন কোন দিকে বাঁক নেয়, তা দেখতে অপেক্ষায় থাকবেন তাঁর ভক্তরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.