কলকাতা, 4 জানুয়ারি : বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসু । ব্যস্ততম বললেও ভুল বলা হয় না ৷ সোশ্যাল মিডিয়াতেও তাঁর ভক্তসংখ্যা না গোনাই শ্রেয় । 12 বছরের টেলি কেরিয়ারে 'রাশি', 'গোয়েন্দা গিন্নি', 'আমলকি', 'দেবীপক্ষ', 'আশা লতা', 'ধ্রুবতারা', 'বুদ্ধু ভুতুম', 'পাণ্ডব গোয়েন্দা'-র মতো একাধিক ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি । আর এবার 'সাথী'। ঠিক কেমন চরিত্রে 'সাথী'-তে তাঁকে পাবে দর্শক? অভিনেতা নিজেই এদিন ইটিভি ভারতের কাছে খোলসা করলেন সমস্ত কথা (Indrajit Bose Exclusive Interview with ETV Bharat) ।
ইটিভি ভারত : 'সাথী' আসছে। তোমার চরিত্রটা যদি খোলসা করো একটু...
ইন্দ্রজিৎ : আমার চরিত্রের নাম ওম । একজন সফল ক্রিমিনাল ল'ইয়ার আমি । এখনও অবধি একদিনই শুট করেছি । চরিত্রের ফ্লেভারটা এখনও পুরোপুরি পরিষ্কার নয় আমার কাছে । আসলে আমি আগে থেকে নিজের চরিত্র নিয়ে আগ্রহ কমই দেখাই । কাজটা করতে করতে নিজের চরিত্রটা বুঝতে পারি । আমি স্ক্রিপ্টও মুখস্থ করি না । পারবই না মুখস্থ বলতে স্ক্রিপ্টে যা আছে । নিজের মতো করে গুছিয়ে বলে দিই । আমি তো বলব, আমি সবচেয়ে ফাঁকিবাজ অভিনেতা । স্ক্রিপ্ট জীবনে মুখস্থ করি না ।
ইটিভি ভারত : 'ধ্রুবতারা'-তে তোমায় প্রথমে বেশ নেগেটিভ মনে হত । পরে পজিটিভ হয়ে যাও । একটা চরিত্রের মধ্যেই এহেন বদল কেমন লাগে তোমার?
ইন্দ্রজিৎ : খুবই ভাল লাগে এটা । একঘেয়েমি থাকে না । মানুষের চরিত্রে তো বদল আসেই । আজ কেউ ভাল হলে কাল সে খারাপ হয়ে যাবে না কে বলতে পারে? আর বাস্তবের ঘটনা নিয়েই মেগা সিরিয়াল তৈরি হয় । সেখানেও এরকম কিছু দেখানো হলে দর্শকও পছন্দ করেন বলে আমার বিশ্বাস ।
ইটিভি ভারত : ওমের ক্ষেত্রেও কি তেমনই ঘটবে?
ইন্দ্রজিৎ : ওই যে বললাম, আগে থেকে আগ্রহ দেখাই না । কাজটা করতে করতে বুঝব কী করছি আর কী করতে হতে পারে । তবে, এটুকু বলব ওম একজন সফল ক্রিমিনাল ল'ইয়ার । নাম ডাক আছে। তার জীবনেও ভালবাসা আসবে । বাকিটা জানার অপেক্ষায় আকি নিজেও আছি । প্রোমো শুট হয়েছে । ডাবিংও কমপ্লিট । খুব তাড়াতাড়ি দেখতে পাবে । একদিনের শুটিংও করেছি । একটু পরের দিকে এন্ট্রি হবে আমার ।
ইটিভি ভারত : 'সাথী'র নায়িকা তো বেশ জুনিয়র তোমার থেকে...
ইন্দ্রজিৎ : তা বটে । শুধু অনুমিতা কেন, আমার বিপরীতের অনেক নায়িকাই আমাকে বলে, তারা নাকি ছোট থেকে আমার ফ্যান । তার মানে বুঝতেই পারছ কত ছোট ছোট নায়িকাদের আমি পাই জুটি হিসেবে । ভালই লাগে ব্যাপারটা ।
ইটিভি ভারত : টিভির ব্যস্ত অভিনেতাকে কবে দেখব বড় পর্দায়?
ইন্দ্রজিৎ : কী করে বলি ? কেউ তো ডাকছে না । হয়ত ভরসা করতে পারছে না আমায় ।
ইটিভি ভারত : এমনও তো হতে পারে, তুমি টিভির কাজ নিয়ে অধিক ব্যস্ত বলে কাজ আসছে না বড় পর্দার জন্য ।
ইন্দ্রজিৎ : তাও হতে পারে । টিভি আমাকে অনেক দিয়েছে । বহু মানুষের ভালবাসা দিয়েছে, ভক্ত দিয়েছে । এক এক সময় আমি নিজেই ভাবি, বড় পর্দায় কাজ করলে আজকের ভালবাসাটা পাব তো? দর্শক আমাকে ভালভাবে নেবেন তো? তাঁরা আমার কাজ পছন্দ করবেন তো?
ইটিভি ভারত : অনেকের কাছেই শুনি, কাজ পাওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার থাকা দরকার । কিংবা নিয়মিত অ্যাক্টিভ থাকা দরকার । তুমি কী বলবে?
ইন্দ্রজিৎ : যাঁরা কথাগুলো বলেন, তাঁরা নিশ্চয়ই ভেবেই বলেন । কিংবা সেরকম কিছু প্রমাণ কিছু পেয়ে তারপরেই বলেন । কিন্তু আমি বলব, ইন্দ্রজিৎ বসু একেবারেই টেকনোলজিতে পটু নয় । হালে সোশ্যাল মিডিয়া ঘাঁটতে শিখেছি । তার অনেক আগে থেকেই দর্শক আমায় ভালবেসেছে এবং আমি কাজও পেয়েছি । ঠাকুরের কৃপায়, তোমাদের সকলের ভালবাসায় কাজের অভাব হয়নি আমার । পরপর প্রজেক্ট চলছে । ইনফ্যাক্ট আমি পার্টিতেও যাই না । 12 বছরের কেরিয়ারে একটা মাত্র পার্টিতে আমি গিয়েছি । আমাকে অসামাজিক বললে আমি রেগে যাব না । আমার ক্ষেত্রে ওই কথাটা খাটে ।
ইটিভি ভারত : কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো তোমার প্রেমিকা হতে চাওয়া মেয়েদের অভাব নেই । কত মেয়ের ক্রাশ তুমি!
ইন্দ্রজিৎ : প্রেমিকা ক'জন হতে চায় জানি না । কিন্তু ভালবাসে সবাই আমায় । ভাবতেই পারি না যে এত মানুষ আমাকে নিয়ে ভাবে, আমি কী করছি তা খেয়াল করে । এই সবই আমায় দিয়েছে টেলিভিশন ।
ইটিভি ভারত : ওয়েবে কাজ করলে?
ইন্দ্রজিৎ : করেছি । এখনও রিলিজ হয়নি । বেশ কয়েকটা ওয়েবের সঙ্গে কথা হয়েও আটকে আছে, সময়ের কারণে । জাতীয় স্তরের প্ল্যাটফর্মের সঙ্গেও কথা হয়ে আছে ।
ইটিভি ভারত : আর্টিস্টদের জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে জনসংযোগের দিকটাও বেশ জরুরি । তুমি কী বলবে?
ইন্দ্রজিৎ : একশোভাগ সত্যি । কিন্তু আমি ওই কাজটাও পারি না । না পেরেও তো কাজকর্ম করছি । দেখি না কদিন এভাবে চালাতে পারি । এই প্রসঙ্গে একটা কথা বলবই, ইন্ডাস্ট্রিতে কাজ পেতে আমায় খুব একটা কাঠখড় পোড়াতে হয়নি ঠিকই । কিন্তু আমি নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাই সবসময় ।
আরও পড়ুন : ইন্দ্রজিতের জনপ্রিয়তা বেশি, অকপট 'সাথী' অনুমিতা
ইটিভি ভারত : বহু প্রযোজনা সংস্থার সঙ্গে তো কাজ করা হয়ে গেল । কাদের সঙ্গে কাজ করে বেশি তৃপ্ত?
ইন্দ্রজিৎ : সবার সঙ্গে । সব টেকনিশিয়ানদের সঙ্গে আমার সম্পর্ক ভাল । কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করা মানে ওঁদের সঙ্গেই প্রতিদিনের আলাপচারিতা, কাজ বিনিময় । ওঁদের সঙ্গে সম্পর্ক ভাল থাকলেই সংস্থার সঙ্গে সম্পর্ক ভাল থাকে । আর সেটা আমার আছে। তাই সব প্রযোজনা সংস্থাই আমাকে তৃপ্তি দিয়েছে । আগামীতেও দেবে বলে আশাবাদী আমি ।