ETV Bharat / sitara

Indrajit Bose : আমি সবচেয়ে ফাঁকিবাজ অভিনেতা, অকপট ইন্দ্রজিৎ - Indrajit Bose Exclusive Interview

বাংলা টেলি দুনিয়ার অন্যতম পরিচিত মুখ ইন্দ্রজিৎ বসু । 12 বছরের কেরিয়ারে অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে ৷ এবার নিজের নতুন ধারাবাহিক 'সাথী' সম্পর্কে ইটিভি ভারতের কাছে মুখ খুললেন অভিনেতা (Indrajit Bose Exclusive Interview )৷

I am the most deceitful actor says Indrajith Basu
আমি সবথেকে ফাঁকিবাজ অভিনেতা, সাফ জানালেন ইন্দ্রজিৎ
author img

By

Published : Jan 4, 2022, 10:29 AM IST

Updated : Jan 5, 2022, 9:02 AM IST

কলকাতা, 4 জানুয়ারি : বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসু । ব্যস্ততম বললেও ভুল বলা হয় না ৷ সোশ্যাল মিডিয়াতেও তাঁর ভক্তসংখ্যা না গোনাই শ্রেয় । 12 বছরের টেলি কেরিয়ারে 'রাশি', 'গোয়েন্দা গিন্নি', 'আমলকি', 'দেবীপক্ষ', 'আশা লতা', 'ধ্রুবতারা', 'বুদ্ধু ভুতুম', 'পাণ্ডব গোয়েন্দা'-র মতো একাধিক ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি । আর এবার 'সাথী'। ঠিক কেমন চরিত্রে 'সাথী'-তে তাঁকে পাবে দর্শক? অভিনেতা নিজেই এদিন ইটিভি ভারতের কাছে খোলসা করলেন সমস্ত কথা (Indrajit Bose Exclusive Interview with ETV Bharat) ।

ইটিভি ভারত : 'সাথী' আসছে। তোমার চরিত্রটা যদি খোলসা করো একটু...

ইন্দ্রজিৎ : আমার চরিত্রের নাম ওম । একজন সফল ক্রিমিনাল ল'ইয়ার আমি । এখনও অবধি একদিনই শুট করেছি । চরিত্রের ফ্লেভারটা এখনও পুরোপুরি পরিষ্কার নয় আমার কাছে । আসলে আমি আগে থেকে নিজের চরিত্র নিয়ে আগ্রহ কমই দেখাই । কাজটা করতে করতে নিজের চরিত্রটা বুঝতে পারি । আমি স্ক্রিপ্টও মুখস্থ করি না । পারবই না মুখস্থ বলতে স্ক্রিপ্টে যা আছে । নিজের মতো করে গুছিয়ে বলে দিই । আমি তো বলব, আমি সবচেয়ে ফাঁকিবাজ অভিনেতা । স্ক্রিপ্ট জীবনে মুখস্থ করি না ।

ইটিভি ভারত : 'ধ্রুবতারা'-তে তোমায় প্রথমে বেশ নেগেটিভ মনে হত । পরে পজিটিভ হয়ে যাও । একটা চরিত্রের মধ্যেই এহেন বদল কেমন লাগে তোমার?

ইন্দ্রজিৎ : খুবই ভাল লাগে এটা । একঘেয়েমি থাকে না । মানুষের চরিত্রে তো বদল আসেই । আজ কেউ ভাল হলে কাল সে খারাপ হয়ে যাবে না কে বলতে পারে? আর বাস্তবের ঘটনা নিয়েই মেগা সিরিয়াল তৈরি হয় । সেখানেও এরকম কিছু দেখানো হলে দর্শকও পছন্দ করেন বলে আমার বিশ্বাস ।

ইটিভি ভারত : ওমের ক্ষেত্রেও কি তেমনই ঘটবে?

ইন্দ্রজিৎ : ওই যে বললাম, আগে থেকে আগ্রহ দেখাই না । কাজটা করতে করতে বুঝব কী করছি আর কী করতে হতে পারে । তবে, এটুকু বলব ওম একজন সফল ক্রিমিনাল ল'ইয়ার । নাম ডাক আছে। তার জীবনেও ভালবাসা আসবে । বাকিটা জানার অপেক্ষায় আকি নিজেও আছি । প্রোমো শুট হয়েছে । ডাবিংও কমপ্লিট । খুব তাড়াতাড়ি দেখতে পাবে । একদিনের শুটিংও করেছি । একটু পরের দিকে এন্ট্রি হবে আমার ।

ইটিভি ভারত : 'সাথী'র নায়িকা তো বেশ জুনিয়র তোমার থেকে...

ইন্দ্রজিৎ : তা বটে । শুধু অনুমিতা কেন, আমার বিপরীতের অনেক নায়িকাই আমাকে বলে, তারা নাকি ছোট থেকে আমার ফ্যান । তার মানে বুঝতেই পারছ কত ছোট ছোট নায়িকাদের আমি পাই জুটি হিসেবে । ভালই লাগে ব্যাপারটা ।

ইটিভি ভারত : টিভির ব্যস্ত অভিনেতাকে কবে দেখব বড় পর্দায়?

ইন্দ্রজিৎ : কী করে বলি ? কেউ তো ডাকছে না । হয়ত ভরসা করতে পারছে না আমায় ।

ইটিভি ভারত : এমনও তো হতে পারে, তুমি টিভির কাজ নিয়ে অধিক ব্যস্ত বলে কাজ আসছে না বড় পর্দার জন্য ।

ইন্দ্রজিৎ : তাও হতে পারে । টিভি আমাকে অনেক দিয়েছে । বহু মানুষের ভালবাসা দিয়েছে, ভক্ত দিয়েছে । এক এক সময় আমি নিজেই ভাবি, বড় পর্দায় কাজ করলে আজকের ভালবাসাটা পাব তো? দর্শক আমাকে ভালভাবে নেবেন তো? তাঁরা আমার কাজ পছন্দ করবেন তো?

Indrajit Bose
নতুন ধারাবাহিক 'সাথী' সম্পর্কে ইটিভি ভারতের কাছে মুখ খুললেন ইন্দ্রজিৎ বসু

ইটিভি ভারত : অনেকের কাছেই শুনি, কাজ পাওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার থাকা দরকার । কিংবা নিয়মিত অ্যাক্টিভ থাকা দরকার । তুমি কী বলবে?

ইন্দ্রজিৎ : যাঁরা কথাগুলো বলেন, তাঁরা নিশ্চয়ই ভেবেই বলেন । কিংবা সেরকম কিছু প্রমাণ কিছু পেয়ে তারপরেই বলেন । কিন্তু আমি বলব, ইন্দ্রজিৎ বসু একেবারেই টেকনোলজিতে পটু নয় । হালে সোশ্যাল মিডিয়া ঘাঁটতে শিখেছি । তার অনেক আগে থেকেই দর্শক আমায় ভালবেসেছে এবং আমি কাজও পেয়েছি । ঠাকুরের কৃপায়, তোমাদের সকলের ভালবাসায় কাজের অভাব হয়নি আমার । পরপর প্রজেক্ট চলছে । ইনফ্যাক্ট আমি পার্টিতেও যাই না । 12 বছরের কেরিয়ারে একটা মাত্র পার্টিতে আমি গিয়েছি । আমাকে অসামাজিক বললে আমি রেগে যাব না । আমার ক্ষেত্রে ওই কথাটা খাটে ।

ইটিভি ভারত : কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো তোমার প্রেমিকা হতে চাওয়া মেয়েদের অভাব নেই । কত মেয়ের ক্রাশ তুমি!

ইন্দ্রজিৎ : প্রেমিকা ক'জন হতে চায় জানি না । কিন্তু ভালবাসে সবাই আমায় । ভাবতেই পারি না যে এত মানুষ আমাকে নিয়ে ভাবে, আমি কী করছি তা খেয়াল করে । এই সবই আমায় দিয়েছে টেলিভিশন ।

ইটিভি ভারত : ওয়েবে কাজ করলে?

ইন্দ্রজিৎ : করেছি । এখনও রিলিজ হয়নি । বেশ কয়েকটা ওয়েবের সঙ্গে কথা হয়েও আটকে আছে, সময়ের কারণে । জাতীয় স্তরের প্ল্যাটফর্মের সঙ্গেও কথা হয়ে আছে ।

ইটিভি ভারত : আর্টিস্টদের জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে জনসংযোগের দিকটাও বেশ জরুরি । তুমি কী বলবে?

ইন্দ্রজিৎ : একশোভাগ সত্যি । কিন্তু আমি ওই কাজটাও পারি না । না পেরেও তো কাজকর্ম করছি । দেখি না কদিন এভাবে চালাতে পারি । এই প্রসঙ্গে একটা কথা বলবই, ইন্ডাস্ট্রিতে কাজ পেতে আমায় খুব একটা কাঠখড় পোড়াতে হয়নি ঠিকই । কিন্তু আমি নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাই সবসময় ।

আরও পড়ুন : ইন্দ্রজিতের জনপ্রিয়তা বেশি, অকপট 'সাথী' অনুমিতা

ইটিভি ভারত : বহু প্রযোজনা সংস্থার সঙ্গে তো কাজ করা হয়ে গেল । কাদের সঙ্গে কাজ করে বেশি তৃপ্ত?

ইন্দ্রজিৎ : সবার সঙ্গে । সব টেকনিশিয়ানদের সঙ্গে আমার সম্পর্ক ভাল । কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করা মানে ওঁদের সঙ্গেই প্রতিদিনের আলাপচারিতা, কাজ বিনিময় । ওঁদের সঙ্গে সম্পর্ক ভাল থাকলেই সংস্থার সঙ্গে সম্পর্ক ভাল থাকে । আর সেটা আমার আছে। তাই সব প্রযোজনা সংস্থাই আমাকে তৃপ্তি দিয়েছে । আগামীতেও দেবে বলে আশাবাদী আমি ।

কলকাতা, 4 জানুয়ারি : বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসু । ব্যস্ততম বললেও ভুল বলা হয় না ৷ সোশ্যাল মিডিয়াতেও তাঁর ভক্তসংখ্যা না গোনাই শ্রেয় । 12 বছরের টেলি কেরিয়ারে 'রাশি', 'গোয়েন্দা গিন্নি', 'আমলকি', 'দেবীপক্ষ', 'আশা লতা', 'ধ্রুবতারা', 'বুদ্ধু ভুতুম', 'পাণ্ডব গোয়েন্দা'-র মতো একাধিক ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি । আর এবার 'সাথী'। ঠিক কেমন চরিত্রে 'সাথী'-তে তাঁকে পাবে দর্শক? অভিনেতা নিজেই এদিন ইটিভি ভারতের কাছে খোলসা করলেন সমস্ত কথা (Indrajit Bose Exclusive Interview with ETV Bharat) ।

ইটিভি ভারত : 'সাথী' আসছে। তোমার চরিত্রটা যদি খোলসা করো একটু...

ইন্দ্রজিৎ : আমার চরিত্রের নাম ওম । একজন সফল ক্রিমিনাল ল'ইয়ার আমি । এখনও অবধি একদিনই শুট করেছি । চরিত্রের ফ্লেভারটা এখনও পুরোপুরি পরিষ্কার নয় আমার কাছে । আসলে আমি আগে থেকে নিজের চরিত্র নিয়ে আগ্রহ কমই দেখাই । কাজটা করতে করতে নিজের চরিত্রটা বুঝতে পারি । আমি স্ক্রিপ্টও মুখস্থ করি না । পারবই না মুখস্থ বলতে স্ক্রিপ্টে যা আছে । নিজের মতো করে গুছিয়ে বলে দিই । আমি তো বলব, আমি সবচেয়ে ফাঁকিবাজ অভিনেতা । স্ক্রিপ্ট জীবনে মুখস্থ করি না ।

ইটিভি ভারত : 'ধ্রুবতারা'-তে তোমায় প্রথমে বেশ নেগেটিভ মনে হত । পরে পজিটিভ হয়ে যাও । একটা চরিত্রের মধ্যেই এহেন বদল কেমন লাগে তোমার?

ইন্দ্রজিৎ : খুবই ভাল লাগে এটা । একঘেয়েমি থাকে না । মানুষের চরিত্রে তো বদল আসেই । আজ কেউ ভাল হলে কাল সে খারাপ হয়ে যাবে না কে বলতে পারে? আর বাস্তবের ঘটনা নিয়েই মেগা সিরিয়াল তৈরি হয় । সেখানেও এরকম কিছু দেখানো হলে দর্শকও পছন্দ করেন বলে আমার বিশ্বাস ।

ইটিভি ভারত : ওমের ক্ষেত্রেও কি তেমনই ঘটবে?

ইন্দ্রজিৎ : ওই যে বললাম, আগে থেকে আগ্রহ দেখাই না । কাজটা করতে করতে বুঝব কী করছি আর কী করতে হতে পারে । তবে, এটুকু বলব ওম একজন সফল ক্রিমিনাল ল'ইয়ার । নাম ডাক আছে। তার জীবনেও ভালবাসা আসবে । বাকিটা জানার অপেক্ষায় আকি নিজেও আছি । প্রোমো শুট হয়েছে । ডাবিংও কমপ্লিট । খুব তাড়াতাড়ি দেখতে পাবে । একদিনের শুটিংও করেছি । একটু পরের দিকে এন্ট্রি হবে আমার ।

ইটিভি ভারত : 'সাথী'র নায়িকা তো বেশ জুনিয়র তোমার থেকে...

ইন্দ্রজিৎ : তা বটে । শুধু অনুমিতা কেন, আমার বিপরীতের অনেক নায়িকাই আমাকে বলে, তারা নাকি ছোট থেকে আমার ফ্যান । তার মানে বুঝতেই পারছ কত ছোট ছোট নায়িকাদের আমি পাই জুটি হিসেবে । ভালই লাগে ব্যাপারটা ।

ইটিভি ভারত : টিভির ব্যস্ত অভিনেতাকে কবে দেখব বড় পর্দায়?

ইন্দ্রজিৎ : কী করে বলি ? কেউ তো ডাকছে না । হয়ত ভরসা করতে পারছে না আমায় ।

ইটিভি ভারত : এমনও তো হতে পারে, তুমি টিভির কাজ নিয়ে অধিক ব্যস্ত বলে কাজ আসছে না বড় পর্দার জন্য ।

ইন্দ্রজিৎ : তাও হতে পারে । টিভি আমাকে অনেক দিয়েছে । বহু মানুষের ভালবাসা দিয়েছে, ভক্ত দিয়েছে । এক এক সময় আমি নিজেই ভাবি, বড় পর্দায় কাজ করলে আজকের ভালবাসাটা পাব তো? দর্শক আমাকে ভালভাবে নেবেন তো? তাঁরা আমার কাজ পছন্দ করবেন তো?

Indrajit Bose
নতুন ধারাবাহিক 'সাথী' সম্পর্কে ইটিভি ভারতের কাছে মুখ খুললেন ইন্দ্রজিৎ বসু

ইটিভি ভারত : অনেকের কাছেই শুনি, কাজ পাওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার থাকা দরকার । কিংবা নিয়মিত অ্যাক্টিভ থাকা দরকার । তুমি কী বলবে?

ইন্দ্রজিৎ : যাঁরা কথাগুলো বলেন, তাঁরা নিশ্চয়ই ভেবেই বলেন । কিংবা সেরকম কিছু প্রমাণ কিছু পেয়ে তারপরেই বলেন । কিন্তু আমি বলব, ইন্দ্রজিৎ বসু একেবারেই টেকনোলজিতে পটু নয় । হালে সোশ্যাল মিডিয়া ঘাঁটতে শিখেছি । তার অনেক আগে থেকেই দর্শক আমায় ভালবেসেছে এবং আমি কাজও পেয়েছি । ঠাকুরের কৃপায়, তোমাদের সকলের ভালবাসায় কাজের অভাব হয়নি আমার । পরপর প্রজেক্ট চলছে । ইনফ্যাক্ট আমি পার্টিতেও যাই না । 12 বছরের কেরিয়ারে একটা মাত্র পার্টিতে আমি গিয়েছি । আমাকে অসামাজিক বললে আমি রেগে যাব না । আমার ক্ষেত্রে ওই কথাটা খাটে ।

ইটিভি ভারত : কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো তোমার প্রেমিকা হতে চাওয়া মেয়েদের অভাব নেই । কত মেয়ের ক্রাশ তুমি!

ইন্দ্রজিৎ : প্রেমিকা ক'জন হতে চায় জানি না । কিন্তু ভালবাসে সবাই আমায় । ভাবতেই পারি না যে এত মানুষ আমাকে নিয়ে ভাবে, আমি কী করছি তা খেয়াল করে । এই সবই আমায় দিয়েছে টেলিভিশন ।

ইটিভি ভারত : ওয়েবে কাজ করলে?

ইন্দ্রজিৎ : করেছি । এখনও রিলিজ হয়নি । বেশ কয়েকটা ওয়েবের সঙ্গে কথা হয়েও আটকে আছে, সময়ের কারণে । জাতীয় স্তরের প্ল্যাটফর্মের সঙ্গেও কথা হয়ে আছে ।

ইটিভি ভারত : আর্টিস্টদের জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে জনসংযোগের দিকটাও বেশ জরুরি । তুমি কী বলবে?

ইন্দ্রজিৎ : একশোভাগ সত্যি । কিন্তু আমি ওই কাজটাও পারি না । না পেরেও তো কাজকর্ম করছি । দেখি না কদিন এভাবে চালাতে পারি । এই প্রসঙ্গে একটা কথা বলবই, ইন্ডাস্ট্রিতে কাজ পেতে আমায় খুব একটা কাঠখড় পোড়াতে হয়নি ঠিকই । কিন্তু আমি নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাই সবসময় ।

আরও পড়ুন : ইন্দ্রজিতের জনপ্রিয়তা বেশি, অকপট 'সাথী' অনুমিতা

ইটিভি ভারত : বহু প্রযোজনা সংস্থার সঙ্গে তো কাজ করা হয়ে গেল । কাদের সঙ্গে কাজ করে বেশি তৃপ্ত?

ইন্দ্রজিৎ : সবার সঙ্গে । সব টেকনিশিয়ানদের সঙ্গে আমার সম্পর্ক ভাল । কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করা মানে ওঁদের সঙ্গেই প্রতিদিনের আলাপচারিতা, কাজ বিনিময় । ওঁদের সঙ্গে সম্পর্ক ভাল থাকলেই সংস্থার সঙ্গে সম্পর্ক ভাল থাকে । আর সেটা আমার আছে। তাই সব প্রযোজনা সংস্থাই আমাকে তৃপ্তি দিয়েছে । আগামীতেও দেবে বলে আশাবাদী আমি ।

Last Updated : Jan 5, 2022, 9:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.